চাঁদে উইকিপিডিয়া
এই page ঐতিহাসিক স্বার্থে রাখা হয়েছে। উল্লেখিত যেকোন নীতিমালা অপ্রচলিত হতে পারে। আপনি যদি পুনরায় প্রসঙ্গটি শুরু করতে চান, তবে আলাপ পাতা ব্যবহার করতে পারেন অথবা সম্প্রদায়ের ফোরামে আলোচনা শুরু করতে পারেন। |
জার্মানির বার্লিনের বিজ্ঞান উৎসাহীদের একটি দল, চাঁদে তাদের নিজস্ব কাস্টম বিল্ট রোভার পাঠানোর পরিকল্পনা করেছেন। এবং তারা তাদের সঙ্গে উইকিপিডিয়া নিয়ে যেতে চান। উইকিপিডিয়ার ১৫তম বার্ষিকীতে, এই চূড়ান্ত সময়ের (এবং স্থান) জ্ঞানকোষ প্রস্তুত করার জন্য আমাদের আন্তর্জাতিক সম্পাদক সম্প্রদায়কে আমন্ত্রণ জানানো হচ্ছে।
Home | Phase 1: scenarios | Phase 2: voting | Phase 3: working | Phase 4: wrap-up | About | FAQ |
সম্পূর্ণ হয়েছে | চলমান | done | done |
চাঁদে উইকিপিডিয়া – সংক্ষেপে
খণ্ডকালীন বিজ্ঞানীরা হচ্ছেন গুগল লুনার এক্স প্রাইজ চ্যালেঞ্জে থাকা শেষ পাঁচটি দলের একটি। তাদের লক্ষ্য হচ্ছে ২০১৭ সালের মধ্যে চাঁদে পৌঁছানো, পৃষ্ঠতলে নিরাপদে তাদের রোভারকে অবতরণ করানো, এটি ৫০০ মিটার পরিচালনা কার এবং পৃথিবীতে ছবি ফেরত পাঠানো। একটি মহাকাশযানে করে অনেককিছু নিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত স্থান থাকে না। সাধারণত, এই তথাকথিত পেলোড বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ব্যবহার করা হয়। খণ্ডকালীন বিজ্ঞানীদের দ্বারা নির্মিত চন্দ্র রোভারে কিছু উপকরণ নিয়ে যাবার জন্য পর্যাপ্ত স্থান রয়েছে, কিন্তু এটি একটি উপাত্ত ডিস্ক সম্পর্কিত যা উইকিপিডিয়ার জন্য ব্যবহার করার জন্য জার্মান উইকিমিডিয়া অধ্যায়, উইকিমিডিয়া ডয়েচল্যান্ড দ্বারা প্রস্তাব করা হয়েছে।
কেবল উইকিপিডিয়ার ডাম্প নিয়ে তা ডিস্কে ভরা হচ্ছে না কেনো? কারণ উপলভ্য ডিস্কে স্থান খুবই কম। এতে কোনও একটি ভাষার বড় নিবন্ধের ইতিহাস বা মিডিয়া ফাইল বাদ দিয়ে মূল লেখাটুকুর পর্যন্ত স্থানসংকুলান হবে না। আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো উইকিপিডিয়া প্রকৃত অর্থেই একটা আন্তর্জাতিক প্রকল্প যাতে আজ অবধি প্রায় ৩০০ ভাষায় লেখাপত্র পাওয়া যায়। চাঁদে যদি উইকিপিডিয়ার একটা টুকরোও এনে ফেলা যায়, সেটাই হবে "মানব জ্ঞানের সমষ্টির" এক যথাযথ খণ্ডচিত্র। তাই এই খণ্ডকে শুধু উইকিপিডিয়া সম্প্রদায়ের কাজকর্মের উচ্চ গুণমানের বাহক হিসেবে পাঠালেই হবে না, বরং উইকিপিডিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্য, বিভিন্ন আঙ্গিক ও বহু-স্বরের প্রতিনিধিত্বও এতে থাকতে হবে।
কিভাবে করা হবে? কিভাবে সিদ্ধান্ত নেওয়া হবে? উইকিমিডিয়া ডয়েচল্যান্ডে আমরা মনে করি, উইকিপিডিয়ার এক মহাকাশ পর্যটনরত খণ্ডচিত্রে কী কী থাকবে তা ঠিক করতে গেলে এর মূল নীতিমালার দিকে দৃষ্টিপাত করা উচিত: এটা সারা বিশ্বব্যাপী সমস্ত উইকিপিডিয়া সম্প্রদায়ের উদ্দেশ্যে এক বর্ষপূর্তি উপহার। চলুন এক বৈশ্বিক আন্দোলন গড়ে তুলে উইকি ভিত্তিক সহযোগিতার মাধ্যমে তা সম্পন্ন করা হোক। ব্যাপারটা স্বাভাবিকভাবেই এক অনন্য চ্যালেঞ্জ, কারণ আগে কখনও সমস্ত উইকিপিডিয়া সম্প্রদায়কে সীমিত স্থান ও সময়ের মধ্যে একই সঙ্গে কোনও সাধারণ প্রকল্পের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বা কাজ করতে হয় নি। চন্দ্র রোভারের পেলোড নির্দিষ্ট সময়সীমার সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের সম্পাদনারও একটা নির্দিষ্ট সময়সীমা স্থির করে এগোতে হবে। আমাদের উদ্দেশ্য হলো সম্প্রদায়ভিত্তিক আলোচনা, সিদ্ধান্ত গ্রহণ ও প্রস্তুতি বিষয়ক সমস্ত কাজ, ২০১৬-এর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসের (৫ই ডিসেম্বর) মধ্যে শেষ করে ফেলা।
৫ ডিসেম্বর ২০১৬। ৩ কোটি ৯ লক্ষ নিবন্ধ, ৩০০টি ভাষা, সহস্র সম্পাদক। ২০জিবি উপাত্তের স্থানযুক্ত একটি মাত্র ডিস্ক।
মেটা-উইকির এই সাইট সমগ্র পদ্ধতিটিকে ২০১৬-এর জুনে অনুষ্ঠিতব্য উইকিম্যানিয়া এসিনো লারিও পর্যন্ত চালনা করার জন্য সৃষ্টি করা হয়েছে। এই সময়ের মধ্যেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কেমন করে আমরা বৈশ্বিক এক সম্প্রদায় হিসেবে কাজ করব আর প্রত্যেকের নিজস্ব ভাষা সম্প্রদায়ের মধ্যেও সক্রিয় থাকব। রীতিমত সাহসের কাজ এটা! দয়া করে সম্পর্কিত এবং আজাকি অংশ পড়ে এর বিষয়ে বিস্তারিত জানুন।
চলুন উইকিপিডিয়াকে চাঁদে নিয়ে যাই! সম্ভাব্য কাজ নিয়ে চলমান আলোচনায় আমরা আপনার মতামত ও চিন্তাভাবনাগুলি জানতে চাই। দয়া করে সম্পাদনা করুন!
আরো দেখুন
- [ফাউন্ডেশন-১] উইকিমিডিয়ার বিষয়বস্তুর দীর্ঘমেয়াদী সংরক্ষণ (নিকেলে লেজার মাইক্রো-এচিং নিয়ে অতীত আলোচনা)