উইকিমিডিয়া ফাউন্ডেশন নির্বাচন/২০১৭

This page is a translated version of the page Wikimedia Foundation elections/2017 and the translation is 97% complete.
Info The election ended ১১ জুন ২০১৭. No more votes will be accepted.
The results were announced on ১৯ জুন ২০১৭. Please consider submitting any feedback regarding the 2017 election on the election's post mortem page.

এপ্রিল ও জুন ২০১৭ সালে উইকিমিডিয়া ফাউন্ডেশন নির্বাচন ২০১৭ অনুষ্ঠিত হবে। উইকিমিডিয়া সম্প্রদায়ের সদস্যরা ট্রাস্ট্রি বোর্ড, অনুদান বিতরণ কমিটিঅনুদান বিতরণ কমিটির ন্যায়পালে জন্য প্রার্থী নির্বাচনের করতে পারবেন।

প্রক্রিয়া

নির্বাচন নিরাপদ ভোট সফটওয়্যার ব্যবহার করে নিরাপদভাবে অনুষ্ঠিত হবে। ভোট গোপনীয়ভাবে হয় এবং নির্বাচন কমিটি, বোর্ড এবং উইকিমিডিয়া ফাউন্ডেশনের কোন কর্মকর্তার এই ভোটের মধ্যে কোন হস্তক্ষেপ করার সুযোগ নেই। নির্বাচনের এনক্রিপশনের চাবিকাঠি একজন তৃতীয়পক্ষের হাতে থাকে, যদি একবার চালু হয়, সেক্ষেত্রে নির্বাচন স্থগিত হয়ে যাবে। ভোটারদের ব্যাপারে কিছু ব্যক্তিগত সনাক্তকারী তথ্য (উদাহরণস্বরূপ, আইপি ঠিকানা, ভোটারের আইডি এবং অন্যান্য তথ্য যেগুলো ব্যবহারকারী পরীক্ষণ সরঞ্জাম ব্যবহার করে পাওয়া যায়) কিছু মানুষ দেখতে পারবেন যারা কিনা ভোট নিরীক্ষণ এবং গণনার কাজে নিয়োজিত থাকবেন (নির্বাচন কমিটি)। সমর্থন/নিরপেক্ষ/বিরোধিতা ব্যবস্থা ব্যবহার করে ভোট প্রদান করবেন। ভোট গণনা করা হবে এবং প্রার্থীরা স্থানাভিষিক্ত হবেন সমর্থনের শতাংশ হারে। সেক্ষেত্রে বিষয়টা হবে কোন প্রার্থীর নিজের পক্ষে প্রাপ্ত ভোট এবং মোট ভোটের সংখ্যার অনুপাত ("নিরপেক্ষ পছন্দ গণনার আওতাভুক্ত হবে না")। যে প্রার্থীর পক্ষে সর্বোচ্চ সমর্থন থাকবে, সেই "ট্রাস্টি বোর্ড"-এর সদস্য হিসেবে মনোনীত হবে।

Voters submit votes using a Support/Neutral/Oppose system. The votes will be tallied and the candidates will be ranked by percentage of support, defined as the number of votes cast in support of the candidate divided by the total number of votes cast for the candidate ("neutral" preferences are not counted, so this is the sum of support and oppose votes). The candidates with the highest percentage of support will be recommended to the Board of Trustees for appointment.

ট্রাস্টি বোর্ড নির্বাচন

১ মে, ২০১৭ থেকে, উইকিমিডিয়ার সদস্যরা ট্রাস্ট্রি বোর্ড নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পাবেন:

  • ট্রাস্টি বোর্ডের জন্য তিন জন প্রার্থীকে তিন বছরের জন্য নির্বাচিত করা হবে, যাদের মেয়াদ শেষ হবে ২০২০ সালে। এই উইকিমিডিয়া ফাউন্ডেশন হল মার্কিন যুক্তরাষ্ট্রে নিবন্ধীকৃত ৫০১(সি)(৩) অলাভজনক সংস্থা, যার চূড়ান্ত নির্ধারক কর্তৃপক্ষ হচ্ছে এই ট্রাস্টি বোর্ড। উইকিমিডিয়া ফাউন্ডেশন বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় প্রকল্প নিয়ন্ত্রণ করে থাকে, উদাহরণস্বরূপ উইকিপিডিয়া এবং কমন্স।

নির্বাচন কমিশন ২১ মে ২০১৭ বা তার পূর্বে ফলাফল ঘোষণা করবে। বিস্তারিত ফলাফল পাওয়া যাবে।

অনুদান বিতরণ কমিটি নির্বাচন

৩ জুন, ২০১৭ থেকে, উইকিমিডিয়ার সদস্যরা অনুদান বিতরণ কমিটি নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পাবেন:

নির্বাচন কমিশন ১৬ জুন ২০১৭ বা তার পূর্বে ফলাফল ঘোষণা করবে। বিস্তারিত ফলাফল পাওয়া যাবে।

ভোটারদের জন্য তথ্য

আবশ্যকতা

সম্পাদকমণ্ডলী

আপনি উইকিমিডিয়া উইকিতে আপনার যে কোন নিবন্ধিত একাউন্ট থেকে ভোট প্রদান করতে পারবেন। আপনার যতগুলো একাউন্টই থাকুক না কেন, আপনি কেবলমাত্র একবার ভোট প্রদান করতে পারবেন। যোগ্য হওয়ার জন্য এই একটি একাউন্টের অবশ্যই:

  • একের অধিক প্রকল্পে বাধাপ্রাপ্ত হওয়া চলবে না;
  • এবং কোন বট হওয়া চলবে না;
  • এবং উইকিমিডিয়া উইকিগুলিতে কমপক্ষে ৩০০টি সম্পাদনা করতে হবে ১ এপ্রিল ২০১৭-এর আগে;
  • ১ অক্টোবর ২০১৬ থেকে ১ এপ্রিল ২০১৭-এর মধ্যে কমপক্ষে ২০টি সম্পাদনা করতে হবে।

দ্রুত মৌলিক সম্পাদক ভোটদানের যোগ্যতা যাচাই করার জন্য AccountEligibility সরঞ্জাম ব্যবহার করা যেতে পারে।

উন্নয়নকারী

উন্নয়নকারী ভোট দেওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন যদি:

  • তাঁরা উইকিমিডিয়া সার্ভার প্রশাসনের সাথে শেল প্রবেশাধিকারসহ জড়িত থাকেন;
  • অথবা তাঁদের কমিট প্রবেশাধিকার রয়েছে ও ১ অক্টোবর ২০১৬ থেকে ১ এপ্রিল ২০১৭-এর মধ্যে জিটে কমপক্ষে একটি কমিট একত্রীত করেছেন।
উইকিমিডিয়া ফাউন্ডেশনের কর্মী এবং চুক্তিকারী

বর্তমান উইকিমিডিয়া ফাউন্ডেশনের কর্মী এবং চুক্তিকারীরা ভোটদানের জন্য যোগ্য হবেন, যদি তারা ফাউন্ডেশন কর্তৃক ১ এপ্রিল ২০১৭ থেকে নিযুক্ত হন।

উইকিমিডিয়া আন্দোলন অধিভুক্ত কর্মী এবং চুক্তিকারী

বর্তমান উইকিমিডিয়ার অধ্যায়, বিষয়ভিত্তিক সংস্থা বা ব্যবহারকারী দলের কর্মী এবং চুক্তিকারীরা ভোটদানের জন্য যোগ্য হবেন, যদি তারা ফাউন্ডেশন কর্তৃক ১ এপ্রিল ২০১৭ থেকে নিযুক্ত হন।

উইকিমিডিয়া ফাউন্ডেশনের বোর্ড সদস্য, উপদেষ্টা পর্ষদের সদস্য, এফডিসির কমিটির সদস্য

উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রস্ট্রি বোর্ড, উইকিমিডিয়া ফাউন্ডেশনের উপদেষ্টা বোর্ড ও তহবিল বিকীরণ কমিটির বর্তমান ও সাবেক সদস্যগণ ভোট দেয়ার জন্য যোগ্য।

প্রার্থীদের জন্য তথ্য

সমস্ত প্রার্থীদের ভোটারদের জন্য প্রয়োজনীয়তা পূরণ করতে হবে, সেইসাথে ভূমিকা-নির্দিষ্ট প্রয়োজনীয়তাও।

সংগঠন

সময়সূচী

ট্রাস্টি বোর্ড নির্বাচন

  • ২০ এপ্রিল: প্রার্থীতা পেশ এবং পরিচয় যাচাইয়ের চূড়ান্ত সময়সীমা
  • ২১ এপ্রিল - ১ মে: প্রার্থী এবং সম্প্রদায়ের মধ্যে প্রশ্ন এবং আলোচনা
  • ১–১৪ মে: ভোট দেয়া
  • ১৫–১৯ মে: ভোট-পরীক্ষণ
  • ২০ মে: ফলাফল ঘোষণা

অনুদান বিতরণ কমিটি নির্বাচন

  • ২৮ মে: প্রার্থীতা পেশ এবং পরিচয় যাচাইয়ের চূড়ান্ত সময়সীমা
  • ২৯ মে - ২ জুন: প্রার্থী এবং সম্প্রদায়ের মধ্যে প্রশ্ন এবং আলোচনা
  • ৩–১১ জুন: ভোট দেয়া
  • ১২–১৪ জুন: ভোট-পরীক্ষণ
  • ১৫ জুন: ফলাফল ঘোষণা