উইকিমিডিয়া ফাউন্ডেশন নির্বাচন/২০১৭/ফান্ড ডিসেমিনেশন কমিটি অমবাডসপার্সন/প্রার্থী
The election ended ১১ জুন ২০১৭. No more votes will be accepted. The results were announced on ১৯ জুন ২০১৭. Please consider submitting any feedback regarding the 2017 election on the election's post mortem page. |
এই পাতাটিতে ২০১৭ ফান্ড ডিসেমিনেশন কিমিটির নির্বাচনের প্রার্থীরা তাদের প্রার্থীতা জমা দিয়েছেন। উইকিমিডিয়া ফাউন্ডেশন নির্বাচন কমিশনের সদস্যগণ অথবা উইকিমিডিয়া ফাউন্ডেশন স্টাফগণ প্রার্থীদের যোগ্যতা উইকিভিত্তিক নির্ধারণ করবেন। উইকিভিত্তিক যোগ্যতা ও নিশ্চিতকরণ এই পাতাতে করা হবে। প্রার্থীদের অফলাইন নিশ্চিতকরণ পরবর্তীতে করা হবে।
যারা এই নির্বাচনে যোগ্য বলে বিবেচিত হবেন না তাদের প্রার্থীতা এই উপপাতাতে সংগ্রহ করা হয়েছে।
যেসব প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন তাদের প্রার্থীতা এখানে জমা রয়েছে।
Kirill Lokshin (Kirill Lokshin)
Kirill Lokshin (talk • meta edits • global user summary • CA • AE)
প্রার্থীর বিবরণ |
| |
---|---|---|
বিবৃতি | গত দুই বছর যাত এফডিসির ন্যায়পাল কমিটিতে কাজ করার সাথে সাথে আমি উইকিমিডিয়া আন্দোলনে অনেক গ্র্যান্ট ও বার্ষিক পরিকল্পনা নিয়ে কাজ করেছি। এসবের মধ্যে কয়েকটিতে আমি গ্র্যান্টি ছিলাম এবং বেশ কিছু গ্র্যান্ট পর্যালোচনাতে যুক্ত ছিলাম। এফডিসি প্রক্রিয়ার অভিযোগগুলোকে সঠিকভাবে আমলে নিয়ে প্রতিবেদন তৈরির সক্ষমতা আমার রয়েছে। | |
আবশ্যিক প্রশ্নসমূহ | 1. আপনার অভিজ্ঞতা দিয়ে মনে করেন কি এফডিসির কাজ এবং সুপারিশ প্রক্রিয়া উন্নত করা প্রয়োজন ?
আমি বার্ষিক আর্থিক পরিকল্পনা বাস্তবায়নে ও প্রণয়নে সরাসরি কাজ করেছি। উইকিমিডিয়া ওয়াশিংটন ডিসিতে থাকাকালীন আমি চ্যাপ্টারের আর্থিক বিষয়াদি দেখেছি সাথে সাথে চ্যাপ্টারের বার্ষিক বাজেট নির্ধারণে সহায়তা করেছি। একই সময়ে আমি সহজ বার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন কমিটিতেও কাজ করেছি যেখানে আমার অসংখ্যক গ্র্যান্ট আবেদন পর্যালোচনার সুযোগ হয়েছে।
আমি অনেকদিন যাবতই উইকিমিডিয়ার গ্র্যান্ট মার্কেটিং বিষয়ের সাথে জড়িত। গ্র্যান্ট উপদেষ্টা পরিষদ, সতন্ত্র গ্র্যান্টস কমিটি, সহজ বার্ষিক পরিকল্পনা ও প্রকল্প গ্র্যান্ট কমিটিরে একজন সদস্য হিসেবে বিভিন্ন সময় কাজ করে এই বিষয়ে প্রচুর জ্ঞান লাভ করেছি।
2. আপনি ন্যায়পাল ব্যক্তির ভূমিকা বলতে কী বুঝেন? ন্যায়পাল সদস্য এফডিসি প্রক্রিয়া সম্পর্কে বিভিন্ন অভিযোগ গ্রহণ করে থাকে। এছাড়া ন্যায়পাল সদস্য ফাউন্ডেশনের বোর্ড ও এফডিসি সদস্যদের মাঝে সমন্বয় করে কোন তদন্তের প্রতিবেদন প্রকাশ করে থাকে।
3. এফডিসি প্রক্রিয়া সম্পর্কিত কিছু অভিযোগের ব্যাপারে বলুন যা আপনি বিশ্বাস করেন ন্যায়পাল ব্যক্তির সাথে মিলে নথিবদ্ধ করা যেত, এবং আপনি কিভাবে সেগুলো কিভাবে করবেন? গত দুই বছর যাত এই পদে থেকে আমি এখন পর্যন্ত এফডিসি প্রক্রিয়ার বিরোদ্ধে কোন অভিযোগ পায়নি, এটা যদিও আমার কাজের উত্তেজনা কমিয়ে দেয় কিন্তু একই সময়ে এটা দ্বারা বুঝায় যে, এফডিসি প্রক্রিয়ায় জড়িতরা ও ফাউন্ডেশনের স্টাফরা কতটা প্রফেশনাল। যাইহোক, যেহেতু সামনের বছরগুলেঅতে আরও বেশি সংস্থা এফডিসি প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে সুতরাং কোন একসময় অভিযোগ উঠতেই পারে। আমার কাজ হবে উক্ত অভিযোগের দ্রুত উত্তর দেওয়া ও বিভিন্ন পার্টিকে সাথে নিয়ে সেটির নিষ্পত্তি করা।
| |
যাচাইকরণ | নির্বাচন কমিটি বা উইকিমিডিয়া ফাউন্ডেশনের কর্মচারী কর্তৃক যাচাইকরণ হয়েছে। | |
যোগ্যতা: যাচাইকৃত কর্তৃক যাচাইকৃত: KTC (talk) 23:06, 27 May 2017 (UTC) |
সনাক্তকরণ: যাচাইকৃত কর্তৃক যাচাইকৃত: Jalexander--WMF 07:28, 27 May 2017 (UTC) |