উইকিমিডিয়া এলজিবিটি/প্রবেশদ্বার

This page is a translated version of the page Wikimedia LGBT+/Portal and the translation is 50% complete.
Outdated translations are marked like this.
Wikimedia LGBT+
সংক্ষিপ্ত:
WM:LGBT
Wikimedia LGBT+
A User Group to support the LGBT+ community
and represent LGBT+ content
across Wikimedia projects.
Iberocoop
Iberocoop

উইকিমিডিয়া এলজিবিটি হল ২০১২ তে উইকিম্যানিয়ায় প্রথম ঘোষিত একটি থিম-ভিত্তিক সংস্থা। এই সংস্থাটি উইকিমিডিয়ার এলজিবিটি গোষ্ঠীসংক্রান্ত প্রকল্পগুলির উন্নয়নে সাহায্য করবে।

মিশন

  1. এলজিবিটি সাংস্কৃতিক সংস্থাগুলিকে উইকিমিডিয়া প্রোজেক্ট ব্যবহার এবং স্বতঃস্ফূর্ত সাংস্কৃতিক আদানপ্রদানে উৎসাহিত করা.
  2. এলজিবিটি গোষ্ঠীসমূহকে শক্তিশালী করার কাজে উইকিমিডিয়া প্রোজেক্টগুলিকে একটি হাতিয়ার হিসেবে তুলে ধরা.
  3. উইকিমিডিয়া প্রোজেক্টগুলিতে এলজিবিটি গোষ্ঠীসংক্রান্ত বিষয়বস্তু নির্মাণ, পরিবর্ধন এবং সমস্ত ভাষায় ঐ বিষয়বস্তুর সামগ্রিক গুণমানের উৎকর্ষসাধন.

উদ্দেশ্য

  1. সকল অবদানকারীর জন্য সম্পাদনার কাজের পরিবেশ সুস্থ রাখতে যৌনতা নিরপেক্ষ ও সহজ নীতি-নির্ধারণের মাধ্যমে এলজিবিটি সংক্রান্ত নিগ্রহের দ্রুত প্রতিকার সুনিশ্চিত করা।
  2. সমস্ত উইকিমিডিয়া প্রোজেক্টে লিঙ্গ ও যৌনতা সংক্রান্ত বৈষম্য বিরোধী নীতির কার্যকারিতা সুনিশ্চিত করা, এবং সব রকম বৈষম্য সংক্রান্ত আলোচনায় যোগদান।
  3. এলজিবিটি গোষ্ঠী ও সহায়ক সংস্থাগুলির সাথে আগ্রহী আইআরসি ও ওটিআরএস সমর্থন এবং অন্যান্য সমর্থক নেটওয়ার্কের সমন্বয় সাধন।
  4. কোনো বিবাদ মেটানোর প্রক্রিয়া প্রাথমিকভাবে যদি ব্যর্থ হয় এবং সংশ্লিষ্ট অবদানকারী তাঁর মামলার জন্য কোনো স্বনির্বাচিত এলজিবিটি মধ্যস্থতাকারী বা উকিল চান, সেই ক্ষেত্রে একটি সহানুভূতিপূর্ণ আপিল ব্যবস্থা চালু করা।
  5. উইকিমিডিয়া প্রোজেক্টের এলজিবিটি পাঠক/পাঠিকাদের জন্য আরো নিরাপদ পরিবেশ তৈরি করা এবং উইকিমিডিয়া প্রোজেক্টে এলজিবিটি যুবসমাজের অভিজ্ঞতা যাতে আরো ভালো হয় তার উপর জোর দেওয়া।
  6. এলজিবিটি উইকিমিডিয়া ব্যবহারকারীদের মধ্যে সংহতি দৃঢ় করা।
  7. এলজিবিটি বিষয়বস্তু নিয়ে কর্মরত বিভিন্ন উইকিপ্রোজেক্টের মধ্যে আন্তঃউইকি সংযোগ স্থাপন করা।

কৌশল

উইকিমিডিয়া এলজিবিটি নিম্নলিখিত পদ্ধতিগুলি অনুসরণ করে নিজের মিশন বাস্তবায়িত করবে:

  1. বিভিন্ন ব্যক্তি ও সংস্থাকে উইকিমিডিয়ায় অবদান রাখার জন্য উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া।
  2. উইকিমিডিয়া প্রোজেক্টের যে সমস্ত উপাদান এলজিবিটি সংক্রান্ত বিষয়বস্তুর ব্যবহারিক পরিসংখ্যান, গুণগত মান ইত্যাদি বর্ণনা করে, সে'গুলির নির্মাণ, একত্রীকরণ, প্রক্রিয়াকরণ ও উপস্থাপনা।

এ কথা ঠিক যে উইকিমিডিয়া এলজিবিটি সদস্যরা সবসময় এলজিবিটি সংক্রান্ত বিষয়বস্তুর উপর অবদান রাখতে পারেন, কিন্তু এই প্রকল্প যে বিরাট মাপে কাজ করার উদ্দেশ্যে তৈরি হয়েছে তা ঠিকঠাক সম্পন্ন হতে গেলে যত বেশি সম্ভব এলজিবিটি বহির্মুখী কার্যক্রমে নিযুক্ত ব্যক্তিবর্গের আরব্ধ জ্ঞান দরকার হবে। আদর্শ পরিস্থিতিতে এটাই হওয়া উচিত যেন যে কোনও স্থানে এলজিবিটি জনসাধারণের প্রশিক্ষণে নিযুক্ত যে কোনো ব্যক্তি যদি কোনো রকম বহির্মুখী কাজ শুরু করেন, আর তার গবেষণায় কোনোভাবে ইন্টারনেট ব্যবহার করেন, তাহলে তিনি উইকিপিডিয়ায় তার অভিজ্ঞতার কথা জানাবেন। এই ধরণের কোনো শিক্ষক এই ব্যাপারটা বুঝতে পারলে যেন উইকিমিডিয়া এলজিবিটির সাথে যোগাযোগ করে উইকিমিডিয়ার মঞ্চে তাঁর প্রাপ্ত তথ্য ও ফলাফল ভাগ করে নেওয়ার জন্য উপযুক্ত প্রশিক্ষণ নিতে পারেন।

ফলাফল

  • উইকিম্যানিয়া ২০১২তে এলজিবিটি গোষ্ঠীগুলি বেশি সংখ্যায় অংশগ্রহণ করেছে এবং প্রকাশ্যে এসেছে- আশা, পরবর্তী উইকিম্যানিয়াগুলিতে আরো বেশি সাড়া পাওয়া যাবে.
  • সমস্তউইকিমিডিয়া প্রোজেক্টে আরো বেশি সংখ্যায় এলজিবিটি গোষ্ঠীর সদস্যদের (প্রকাশ্য) অংশগ্রহণ.
  • এলজিবিটি উইকিপ্রোজেক্টগুলির সমন্বয়:
  • বহির্মুখী কাজের উদ্দেশ্যে উইকিমিডিয়া প্রোজেক্টের বিভিন্ন ক্ষেত্রে নীতি-নির্ধারণ ও সংস্কারের জন্য নির্দেশিকা:
    • সর্বব্যাপী চ্যাপ্টার ও ডব্লিউএমএফ নিরাপত্তা নীতি যা বিশেষভাবে এলজিবিটি সংক্রান্ত নিগ্রহের অভিযোগ দ্রুত এবং কার্যকরীভাবে নিষ্পত্তি করে.
    • নতুন এলজিবিটি সম্পাদক (এবং যাঁরা এলজিবিটি বিষয়বস্তু সম্পাদনা করেন) দের নিরাপদ থাকার ও আপৎকালীন সাহায্যের জন্য সহায়িকা.
    • সমস্ত উইকিমিডিয়া প্রোজেক্ট এবং আইআরসি তে এলজিবিটি সংক্রান্ত নিগ্রহ ও হুমকির মোকাবিলা করার জন্য সহজ নির্দেশিকা.
  • অন-উইকি, আইআরসি ও ইমেল-এ এলজিবিটি-নির্দিষ্ট সহায়তার প্রসার (যেমন, lgbt wikimedia.org ও $gay-mail এর মাধ্যমে এলজিবিটি ওটিআরএস স্বেচ্ছাসেবকদের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা).
  • উইকিমিডিয়া প্রোজেক্টের স্বাধীন ও বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত বিচারব্যবস্থা এবং সমকামী-বিদ্বেষী নিগ্রহ দূর করতে উইকিমিডিয়া প্রতিষ্ঠানের কার্যকারিতা.
  • পরিকল্পনামাফিক উন্নয়নের সুবিধার জন্য এলজিবিটি অংশগ্রহণ ও তাঁদের সম্পাদনার অভিজ্ঞতার কমিশনযুক্ত সমীক্ষা ও সংখ্যাতাত্ত্বিক প্রতিবেদন.
  • ভবিষ্যতের সংখ্যালঘু জনগোষ্ঠী কেন্দ্রিক সংস্থাগুলির মডেল:
    • এরকম চারটি প্রোজেক্ট নিয়ে উইকিম্যানিয়া ২০১৩ অনুষ্ঠিত হচ্ছে- এলজিবিটি এ'গুলির অন্যতম.

কার্যাবলী

উইকিমিডিয়া এলজিবিটির সঙ্গে জড়িত কার্যকলাপ:

সমাধানগুলি

প্রেস