উইকিপিডিয়া গ্রন্থাগার
উইকিপিডিয়া গ্রন্থাগার একটি উন্মুক্ত গবেষণা কেন্দ্র, যেখানে সক্রিয় উইকিপিডিয়া সম্পাদকেরা তাঁদের কাজের জন্য গুরুত্বপূর্ণ নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন এবং এইগুলি ব্যবহার করে বিশ্বকোষকে আরো উন্নত করতে পারবেন। সহজে, বিনামূল্যে, সমন্বয়ের মাধ্যমে ও কার্যকরীভাবে উৎসগুলিকে ব্যবহার করা আমাদের লক্ষ্য।
উইকিপিডিয়া গ্রন্থাগার বর্তমানে উইকিমিডিয়া ফাউন্ডেশন এবং সারা বিশ্বের উইকি স্বেচ্ছাসেবকদের একটি দল দ্বারা পরিচালিত হচ্ছে। আমরা একটি সম্প্রদায় ভিত্তিক স্যাটেলাইট মডেল দ্বারা এ কার্যক্রম পরিচালনা করছি। যদিও আমরা বৈশ্বিক প্রকল্পটি পরিচালনা করছি তবে স্থানীয় উইকিপিডিয়া প্রকল্পগুলিতে কর্মরত স্থানীয় সমন্বয়কারীদের সাথে কাজ করে প্রত্যেক সম্প্রদায়্কে নিজেদের গ্রন্থাগার তৈরীতে সহায়তা করছি।
আমাদের সংস্পর্শে থাকুন
ই-মেইল: wikipedialibrary
wikimedia
org •
টুইটার: @wikilibrary •
ফেসবুক: The Wikipedia Library •
মেইলিং লিস্ট: Wikipedia-Library •
আইআরসি: #wikipedia-library
আমরা কি করি
ডাটাবেসে প্রবেশাধিকার: উইকিপিডিয়া সম্পাদকদের অর্থের বিনিময়ে উন্মুক্ত জ্ঞানভাণ্ডারগুলি, বিনামূল্যে ব্যবহারের জন্য অনুদানের ব্যবস্থা করি।
তথ্যসূত্র ভাগাভাগি: আমরা একটি তথ্য আদানপ্রদান করার পাতা তৈরি করি যেখানে সম্পাদকেরা যে কোন তথ্যসূত্রের ব্যাপারে একজন অন্যজনকে অনুরোধ করতে পারে।
সরঞ্জাম: আমরা সরঞ্জাম তৈরিতে সাহায্য করি যা সম্পাদকদের গবেষনা ও তথ্যসূত্রের মধ্যে সংযোগ তৈরিতে সাহায্য করে।
কিভাবে আপনি যুক্ত হতে পারেন
স্থানীয় শাখা তৈরি: আমরা আপনার স্থানীয় কমিউনিটির জন্য নিজেদের উইকিপিডিয়া লাইব্রেরী তৈরি করতে সহযোগিতা করবো। যোগাযোগ করুন!
অনুবাদ: আপনি গ্রন্থাগার কার্ড প্ল্যাটফর্মের ইন্টারফেসটি অনুবাদ করে আপনার ভাষায় কথে বলে এমন সম্পাদকদের সহায়তা করতে পারেন!
এক সমন্বয়ক: গ্রন্থাগার পরিচালনা ও উন্নত করতে সহায়তা করুন।
আপনার গ্রন্থাগারকে যুক্ত করুন: গ্রন্থাগার হিসাবে যুক্ত হওয়ার জন্য আমাদের বিকল্পগুলি জানুন।
অনুদানদাতা বাড়ানো: আমরা চাই অনেক বেশি প্রকাশক এবং কার্যকরী অনুদানদাতাদের সঙ্গে যোগাযোগ করতে এবং আমাদের কাজগুলো ভাগাভাগির ক্ষেত্রে সাহায্য চাই। এ কাজে আমরা আপনার সাহায্য চাই।
প্রযুক্তি প্রকল্পে আমাদের সাহায্য করুন: আমাদের সাম্প্রতিক এবং চলতে থাকা নানা ধরনের কার্যক্রমের সর্বশেষ খবর পেতে পড়ুন।
নিউজলেটার পড়ুন: আমাদের সাম্প্রতিক এবং চলতে থাকা নানা ধরনের কার্যক্রমের সর্বশেষ খবর পেতে পড়ুন।
আরবী • বাংলা • কাতালান • গ্রিক • ইংরেজি • স্প্যানিশ • ফার্সি • ফিনিশ • ফরাসি • হিন্দি • হিব্রু • কুর্দিশ • ইতালিয় • নরওয়েজীয় • পোলিশ • পর্তুগীজ • Simple English • সিন্ধি • সুইডিশ • তুর্কী • ইউক্রেনীয় • ভিয়েতনামী • ইওরুবা • চীনা