Training modules/Dealing with online harassment/slides/malicious-or-mistaken-reports/bn
সমর্থন এবং পরামর্শ প্রদান: অবৈধ বা ভুল প্রতিবেদন
এমন কোন পরিস্থির সৃষ্টি হলে যেখানে প্রতিবেদনটি অবৈধ বা ভুলভাবে তৈরি করা হয়েছে সেসব ক্ষেত্রে ব্যাপারটির সমাধান করা অনেক সময়ই কঠিন হয়ে যায়। এমন হতে পারে যে, আপনি এমন দুটি পক্ষের সাথে ডিল করবেন যারা অধৈর্য্যশীল হবে এবং হয়রানিকারী প্রতিরোধ করবে। এসব ক্ষেত্রে কোন ধরণের জাজমেন্ট ব্যতীতই উত্তর প্রদান করা যেতে পারে। আপনি প্রতিবেদনটি সঠিক বলে মনে করুন বা নাই করুন অপনি প্রয়োজনে RAINN বা Victim Connect Helpline লিংকগুলোর ব্যাপারে পরামর্শ দিতে পারেন। অন্যান্য ভাষায়ও সহায়তা কেন্দ্র রয়েছে।
যখন আপনি কোন ভুল প্রতিবেদন অনুসারে হয়রানিকারী ব্যক্তি বলে যাকে বিবেচনা করা হচ্ছে তার সাথে কথা বলছেন তখন মনে রাখবেন আপনি তাদের পজেটিভ সংবাদ প্রদান করছেন এবং তারা কোন ভুল করেনি। তবে সমব্যাথী হয়ে কোন প্রকার যোগাযোগ করার চেষ্ঠা করবেন না বা অভিযোগকারীর প্রতিবেদনের ব্যাপারে বিস্তারিত তথ্য প্রদান থেকে বিরত থাকবেন। যদি একের পর এক একই ব্যক্তির কাছ থেকে এ ধরণের অবৈধ বা ভুল প্রতিবেদন পান সেক্ষেত্রে অন্যদেরকেও এ ব্যাপারে জানিয়ে রাখুন যাতে এসব অভিযোগের ব্যাপারে কোন ধরণের নিশ্চিত না হয়ে কেউ সময় না নষ্ট করে। মাঝে মাঝে অনেকেই সিস্টেমের সুযোগ নিয়ে এটিকে ব্যবহার করে থাকে সেক্ষেত্রে এরকম কেউ করলে তাকে ব্যান করা যেতে পারে এবং এটাও এক ধরণের হয়রানি বলে বিবেচিত হতে পারে।