Fundraising 2010/FAQ/bn
Need help? See the Translation FAQ or Meta:Babylon. All translators should also subscribe to translators-l to be kept up-to-date (and to ask questions). General Fundraising Translation Guidelines: Fundraising 2010/Translation. |

- ca/català (closed)
- da/dansk (closed)
- de/Deutsch (closed)
- en/English (published)
- es/español (closed)
- fr/français (closed)
- it/italiano (published)
- ja/日本語 (closed)
- ko/한국어 (closed)
- nb/norsk bokmål (closed)
- nl/Nederlands (closed)
- sv/svenska (closed)
- ar/العربية (closed)
- bg/български (closed)
- bn/বাংলা (closed)
- cs/čeština (closed)
- el/Ελληνικά (closed)
- fa/فارسی (closed)
- fi/suomi (closed)
- gl/galego (closed)
- he/עברית (closed)
- hr/hrvatski (closed)
- hu/magyar (closed)
- id/Bahasa Indonesia (closed)
- mk/македонски (closed)
- pl/polski (closed)
- pt/português (closed)
- ro/română (closed)
- ru/русский (closed)
- sh/srpskohrvatski / српскохрватски (closed)
- si/සිංහල (closed)
- te/తెలుగు (closed)
- th/ไทย (closed)
- tl/Tagalog (closed)
- tgl/tgl (closed)
- tr/Türkçe (closed)
- uk/українська (closed)
- vi/Tiếng Việt (closed)
- yi/ייִדיש (closed)
- zh-hans/中文(简体) (closed)
- zh-hant/中文(繁體) (closed)
- am/አማርኛ (closed)
- ia/interlingua (closed)
- pam/Kapampangan (closed)
- lb/Lëtzebuergesch (closed)
আমার টাকা কোথায় খরচ হচ্ছে?Edit
মানুষ ও প্রযুক্তির জন্য খরচ হচ্ছে। যদিও উইকিপিডিয়া ও এর সহপ্রকল্পগুলো বিশ্বের পঞ্চম সর্ববৃহৎ পরিদর্শনকারী ওয়েবসাইটগুলোর একটি, তবুও আমাদের কর্মচারী/কর্মকর্তার সংখ্যা মাত্র ৩০২
- এখানে আমাদের লোকবলের ওপর একটি ধারণা পাবেন। সাধারণভাবে দেখলে প্রায় অর্ধেক লোকবলই ব্যয় হয় প্রযুক্তিগত সহায়তার নিমিত্তে। শুধু ছোট একটি দল গণযোগাযোগ এবং স্বেচ্ছাসেবীদের সমন্বয়ের কাজগুলো করে থাকে, এবং বাকীরা তহবিল গঠন ও প্রশাসন ভিত্তিক কাজ করে থাকেন। এছাড়াও আপনার সহায়তা, আমাদের কারিগরী অবকাঠামো (সার্ভার ও ব্যান্ডউইথ) গড়ে তুলতে ও উন্নয়নে সহায়তা করে। যা উইকিপিডিয়াকে সচল ও ক্রমবর্ধমান রাখতে সহায়তা করে।
উইকিমিডিয়া ফাউন্ডেশন রয়েছেই মূলত স্বেচ্ছাসেবীদের এই সুন্দর ও কার্যকর যোগাযোগকে সহায়তা ও আরও বৃদ্ধি করার উদ্দেশ্যে, কারণ এসকল স্বেচ্ছাসেবীরাই উইকিপিডিয়া ও এর সহপ্রকল্পগুলোতে সম্পাদনা করেন – বিশ্বজুড়ে ১,০০,০০০-এরও বেশি মানুষ।
এক কথায়, উইকিপিডিয়া কী?Edit
উইকিপিডিয়া হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ এবং সবচেয়ে জনপ্রিয় বিশ্বকোষ। এটি ইন্টারনেট ভিত্তিক, মুক্তভাবে ব্যবহারযোগ্য, এবং বিজ্ঞাপনমুক্ত। উইকিপিডিয়ায় বিশ্বের ২৯৮
টি ভাষায় স্বেচ্ছাসেবীদের তৈরি প্রায় ১ কোটি ৬০ লক্ষ নিবন্ধ রয়েছে। প্রতি মাসে বিশ্বের প্রায় ৪৩০০০০০০০ মিলিয়ন মানুষ উইকিপিডিয়া পরিদর্শন করে, যা এটিকে বিশ্বের পঞ্চম সর্বোচ্চ পরিদর্শনকারী ওয়েবসাইটে পরিণত করেছে। এটি একটি সহযোগিতামূলক প্রকল্প, প্রতিষ্ঠার পর থেকে গত নয় বছরে লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত সম্পাদনা ও বিষয়বস্তু যোগ করেছে, করছে এবং করে চলেছে। উইকিপিডিয়ার নীতি-ই হচ্ছে, যে-কেউ যে-কোনো সময় সম্পাদনা করতে পারে। মানবজাতির ইতিহাসে উইকিপিডিয়া হচ্ছে এখন পর্যন্তু সর্ববৃহৎ জ্ঞানভাণ্ডার, যা ভাগাভাগির মাধ্যমে তৈরি, এবং যেসকল মানুষরা এখানে কাজ করেন, তাঁরা তাঁদের জানার প্রতি ভালোবাসা থেকেই একত্রিত হয়েছেন। তাঁরা তাঁদের বোধপূর্ণ কৌতুহল এবং সচেতনতার মাধ্যমে উপলব্ধি করেছেন যে, এককভাবে আমরা যেটুকু জানতে পারি, তার থেকে একসাথে কাজ করার মাধ্যমে আমরা আরও বেশি জানতে পারি।
কোথায় আমি অর্থসংস্থান সম্পর্কিত আরও তথ্য জানতে পারবো?Edit
২০০৮-২০০৯ উইকিমিডিয়া ফাউন্ডেশন বার্ষিক প্রতিবেদন পূর্ববর্তী অর্থবছরের (১ জুলাই, ২০০৮ থেকে ৩০ জুন, ২০০৯) কার্যক্রম ও পরবর্তী কাজের ওপর একটি ধারণা প্রদান করে। এটি আমাদের দ্বিতীয় বার্ষিক প্রতিবেদন। উইকিমিডিয়া ফাউন্ডেশনের বার্ষিক প্রতিবেদনটি এই প্রতিষ্ঠানটির অর্থনৈতিক, বিভিন্ন অনুষ্ঠান কার্যক্রম, মাইলফলক ও প্রাপ্তি সম্পর্কে আলোকপাত করে।
২০১০-১১ বছরের বার্ষিক পরিকল্পনা হচ্ছে বর্তমান অর্থবছরের জন্য আমাদের বাজেট। এর মধ্যে আছে আমাদের কৌশলগত লক্ষ্য, আর্থিক পরিকল্পনার বিস্তারিত, অর্থাৎ আমাদের ব্যয় ও আয়ের পরিকল্পনা, এবং বিভিন্ন ঝুঁকির বিশ্লেষণ ও ব্যাখ্যা।
আমাদের বার্ষিক প্রতিবেদন বা বার্ষিক পরিকল্পনাটি ডাউনলোড করতে নিচের চিত্রগুলোতে ক্লিক করুন।
উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে:
- উইকিমিডিয়া ইউজাবিলিট ইনিশিয়েটিভের উদ্বোধন
- উইকিমিডিয়ার ক্রিয়েটিভ কমন্সে যোগদান
- মিশরের আলেকজান্দ্রিয়ায় অনুষ্ঠিত উইকিমিডিয়া কনফারেন্স
- উইকিমিডিয়ার উন্মুক্ত কৌশল পরিকল্পনার প্রক্রিয়া চালু হয়
- সফল তহবিল গঠন কার্যক্রম, এবং ভিত্তিমূলক কাযকর্মগুলোর বিস্তৃতি
২০০৮-২০০৯ সালের বার্ষিক প্রতিবেদনটি ডাউনলোড করুন:
উইকিমিডিয়া ফাউন্ডেশন কী কোনো দাতব্য সংস্থা?Edit
হ্যাঁ। উইকিমিডিয়া ফাউন্ডেশনের অফিস যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোতে অবস্থিত, এবং মার্কিন আইনের ৫০১(সি)(৩) অনুসারে এটি একটি শুল্কমুক্ত অলাভজনক প্রতিষ্ঠান। আপনি আমাদের শুল্ক মওকুফের নথী এবং অার্থিক প্রতিবেদন ও বার্ষিক নথিপত্রসমূহ দেখতে পারেন।
কেনো আমি উইকিমিডিয়া ফাউন্ডেশনকে অনুদান দেবো?Edit
উইকিমিডিয়া ফাউন্ডেশনের কাজ হচ্ছে বিশ্বের সর্বত্র, সকল মানুষের কাছে সহজে, বিনামূল্যে ও বিজ্ঞাপনমুক্ত তথ্য পৌঁছে দেওয়া। আমরা অলাভজনক কর্মকাণ্ড পরিচালনা করি, এবং এজন্য আমরা আপনার অর্থনৈতিক সহায়তার ওপর নির্ভরশীল। আপনার সরাসরি সহায়তায় সহযোগিতামূলক সম্পাদনার মাধ্যমে গঠিত বিশ্বের সর্ববৃহৎ রেফারেন্স প্রকল্পগুলো পরিচালিত হয়। এর মধ্যে আছে উইকিপিডিয়া, যা বিশ্বের পাঁচটি সর্বোচ্চ পরিদর্শনকৃত ওয়েবসাইটের একটি। একই সাথে এটি মানব ইতিহাসের সর্ববৃহৎ ও সবচেয়ে জনপ্রিয় বিশ্বকোষ।
আপনাদের পরিকল্পনা কী? এটি যাচ্ছে কোথায়?Edit
উইকিমিডিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জিমি ওয়েলসের মতে, “ভাবুন এমন এক পৃথিবীর কথা যেখানে প্রতিটি মানুষ সমস্ত জ্ঞান উন্মুক্তভাবে আদান প্রদান করতে পারবে।” এবং এই লক্ষ্যকে সামনে রেখেই এই প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে — এবং সেখানে যেতে আপনার সাহায্য আমাদের প্রয়োজন।
বিশ্বজুড়ে প্রতিমাসে ৪৩০০০০০০০
মিলিয়নেরও বেশি মানুষ উইকিপিডিয়া পরিদর্শন করে। এটি ইন্টারেনেটর মাধ্যমে পাওয়া যায়, আপনার মোবাইল ফোনে পাওয়া যায়, ডিভিডি, বই, এবং আরও অনেক মাধ্যমে এটি পাওয়া যায়। আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর ব্যাপারে, এবং ক্রমবর্ধমান হারে আমাদের এই তথ্যের মান বৃদ্ধি করতে আগ্রহী। সেটা করতে আমরা যা করি, তা হচ্ছে:
- এই জ্ঞানভাণ্ডার সম্পাদনা করা আরও সহজ করা। সাম্প্রতিককালে আমারা বড় ধরনের ইনিশিয়েটিভ প্রোগ্রাম চালু করেছি, যেনো ব্যবহারকারীরা সহজে লেখা ও মাল্টিমিডিয়া সম্পদনা করতে পারে। আপনি আমাদের প্রকল্প ওয়েবসাইটে এ বিষয়ক আরও তথ্য জানতে পারবেন।
- আরও বেশি পরিমাণে অবদানকারীকে আকৃষ্ট করার জন্য শিক্ষা ও প্রশিক্ষণমূলক বিভিন্ন রিসোর্স তৈরি করা: শিক্ষক, অধ্যাপক, ছাত্র, আলোকচিত্রী, চলচ্চিত্র পরিচালক, বিজ্ঞানী, গ্রন্থাগারিক, সংকলক, শখপ্রিয় মানুষ, এবং আরও অনেকে। আমারা কাজ করছি বিশ্বজুড়ে থাকা ৩৮
টি তৃণমূল পর্যায়ের ক্রমবর্ধমান উইকিমিডিয়া চ্যাপ্টারের সাথে। যাঁরা আমাদের এই মানুষদের কাছাকাছি যেতে ও তাঁদেরকে উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করার ব্যাপারে উৎসাহিত করতে। আপনি আমাদের প্রকল্প ওয়েবসাইটে এ বিষয়ক আরও তথ্য পাবেন।
- নতুন নতুন প্রযুক্তি ও প্রক্রিয়া তৈরি করা ও নিশ্চিত করা যেনো উইকিপিডিয়ার মৌলিক উন্মুক্ততা নষ্ট না হয়। যাঁরা কারিগরী বিষয়ে আগ্রহী তাঁদের জন্য সম্পাদনা ফ্ল্যাগিং ও সম্ভাব্য সমস্যাযুক্ত পরিবর্তন চিহ্নিতকরণ প্রযুক্তি দুটি কার্যকর ধারণা নিতে সহায়তা করবে।
- আমাদের সম্পাদকদের গ্লোবাল সম্প্রদায়, বিশেষজ্ঞ, স্বেচ্ছাসেবী, এবং চিন্তাবিদদের সাথে আমাদের উন্নয়ন কৌশল বিষয়ে পরামর্শ করা, যেনো আমরা আরও বেশি মানুষকে এই কাজের সাথে যুক্ত করতে পারি। এছাড়াও এর মাধ্যমে উচ্চমান সম্পন্ন রিসোর্স, স্বেচ্ছাসেবীর পরিমাণ বৃদ্ধির চেষ্টাও আমাদের চেষ্টা রয়েছে। আমাদের পাঁচ বছর মেয়াদী কৌশলভিত্তিক পরিকল্পনা সম্পর্কে আরও জানতে আমাদের প্রকল্প ওয়েবসাইটটি দেখুন।
- উইকিমিডিয়া কার্যক্রমের বিভিন্ন কাজকে সহায়তা প্রদানের জন্য সমৃদ্ধ তালিকামূলক ড্যাশবোর্ড তৈরি করা। আরও দেখুন আমাদের মাসিক প্রতিবেদন পত্র এবং পরিসংখ্যান প্রবেশদ্বার।
পরিশেষে, এটি আমাদের লক্ষ্য যে, এখন পর্যন্ত করে আসা এই কাজগুলোকে রক্ষা করা। এই সম্ভবনা নিশ্চিত করা যে, এতোদিন ধরে গড়ে এই বৃহৎ কর্মকাণ্ড কোনো দূর্যোগ বা কারিগরী সমস্যার কারণে নিশ্চিহ্ন না হয়, সেই সাথে নিশ্চিত করা যে এটির অংশ নিয়মিত আরও বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। আমারা সদ্য শুরু হওয়া কোনো উত্তেজনাপূর্ণ প্রতিষ্ঠান নই যা, দুই বছরেই নিশ্চিহ্ন হয়ে যাবে – আমরা এই কাজ শুরু করেছি একটি লম্বা সময়ের জন্য।
কীভাবে আপনারা উইকিপিডিয়াকে উন্মুক্ত রাখার সাথে সাথে আরও বেশি নির্ভরযোগ্য রাখার ব্যাপারটি নিশ্চিত করেন?Edit
আমরা বিশ্বাস করি, উইকিপিডিয়ার সাথে মানুষের সংযোগ বৃদ্ধি এর সমৃদ্ধিকে ত্বরান্বিত করে। একই সাথে আমাদের কঠিন মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হয়, যা উইকিপিডিয়াকে বিজ্ঞানী, শিক্ষাবিদ, সাংবাদিক এবং দাতাদের কাছে সম্মানজনক উপস্থিতি নিশ্চিত করে।
উইকিমিডিয়া ফাউন্ডেশন কী?Edit
উইকিমিডিয়া ফাউন্ডেশন ইনকর্পোরেটেড হচ্ছে আমাদের বিভিন্ন মুক্ত কন্টেন্ট ভিত্তিক প্রকল্পগুলোর মাতৃসংগঠন। এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে উইকিপিডিয়া, একটি পুরষ্কারপ্রাপ্ত এনসাইক্লোপিডিয়া। জিমি ওয়েলস ২০০১ সালে উইকিপিডিয়া প্রতিষ্ঠিত করেন, এবং ২০০৩ সালে তিনি উইকিমিডিয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। প্রথম থেকেই, আমরা টিকে আছি একটি কারণে: জ্ঞানের মুক্ত ও উন্মুক্ত ভাগাভাগির কারণে। আমরা তথ্য বিক্রি করি না, এবং আমরা বিজ্ঞাপন গ্রহণ করি না। আপনার অনুদানই আমাদের কাজকে সম্ভব করছে। আমরা এই প্রকল্পগুলোর মাধ্যমে যতো বেশি সম্ভব মানুষের কাছে জ্ঞান পৌঁছে দিচ্ছি। সুনির্দিষ্ট অর্থে, আমরা স্বল্প যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে অনগ্রসর সম্প্রদায়কে সাহায্য করি, যেনো তাঁরা এই শিক্ষামূলক বিষয়গুলো পেতে পারে ও এতে অবদান রাখতে পারে।
এই প্রকল্পগুলো পরিচালনার জন্য আমাদের ৪০০-এরও বেশি সার্ভার রয়েছে। সেই সাথে আছে ডোমেইন নেম ও ট্রেডমার্ক। আমরা মিডিয়াউইকি সফটওয়্যারের ও সম্পর্কিত টুলসগুলোর কৌশলগত উন্নয়নের কাজ করে থাকি। এটি আরও বেশি মানুষকে এ কাজে সংযুক্ত হতে, এবং বর্তমান স্বেচ্ছাসেবীদের সহজে ও কার্যকরভাবে কাজ করতে সহায়তা করে। এসবে মধ্যে সেসকল সুনির্দিষ্ট টুলসও রয়েছে, যেগুলো শুধু উচ্চমান নিশ্চিত করতেই ব্যবহৃত হয়। আমরা শেখার রিসোর্স তৈরি করি, বিভিন্ন কর্মশালাকে সহায়তা করি, যেনো মানুষ আরও বেশি অবদানকারী এ কাজে কীভাবে যুক্ত হতে পারে সে বিষয়ে চিন্তা করে, এবং এর মাধ্যমে আমরা মুক্ত জ্ঞানের একটি আন্দোলন হিসেবে উইকিমিডিয়ার সমৃদ্ধি বজায় রাখতে পারি।
এই সকল কর্মকাণ্ডে, আমরা স্থানীয় চ্যাপ্টারগুলোর সহায়তা পাই, যা বিশ্বের বিভিন্ন দেশে বিস্তৃত।
কোন প্রকল্পগুলোক আপনারা সহায়তা প্রদান করেন?Edit
উইকিমিডিয়া ফাউন্ডেশন উইকিপিডিয়াকে সহায়তা দেয়, যা বিশ্বের পাঁচটি সর্বোচ্চ পরিদর্শনকারী ওয়েবসাইটের একটি। ২০০১ সালের জানুয়ারি থেকেই এর শুরু, আর উইকিমিডিয়া ফাউন্ডেশন গঠিত হয় ২০০৩ সালের জুনে। তার পর থেকেই আমাদের সমৃদ্ধি চলমান। ইংরেজি উইকিপিডিয়া আমাদের প্রথম প্রকল্প যেখানে আজ ৬০০০০০০ -এরও বেশি নিবন্ধ রয়েছে। সকল উইকিপিডিয়া মিলিয়ে সর্বমোট নিবন্ধের সংখ্যা ৪৭০০০০০০ -এরও বেশি।
উইকিপিডিয়ার পাশাপাশি উইকিমিডিয়া ফাউন্ডেশন নিচের প্রকল্পগুলোকেও সহায়তা করে থাকে:
- উইকিমিডিয়া কমন্স, একটি মিডিয়া ভাণ্ডার, যেখানে ৪৩০০০০০০
-এরও বেশি মুক্তভাবে ব্যবহারযোগ্য ছবি, ভিডিও ও সাউন্ড ফাইল রয়েছে
- উইকিবই, বিনামুল্যের মুক্ত পাঠ্যবই তৈরির প্রকল্প
- উইকিঅভিধান, একটি বহুভাষিক অভিধান ও সমার্থশব্দকোষ
- উইকিসংকলন, মুক্ত লাইসেন্সে প্রকাশিত বিভিন্ন বই ও দলিলের একটি উন্মুক্ত পাঠাগার
- উইকিসংবাদ, মানুষের দ্বারা লেখা মুক্ত খবরের উৎস
- উইকিবিশ্ববিদ্যালয়, একটু অসাধারণ শেখার স্থান
- উইকিউক্তি, উক্তির সংগ্রহশালা
- উইকিপ্রজাতি, পৃথিবীর প্রাণের নির্দেশিকা
আমরা মিডিয়াউইকির উন্নয়নে সহয়তা প্রদান করি। এটি একটি মুক্তসোর্স উইকি সফটওয়্যার যার দ্বারা আমাদের সকল উন্মুক্ত ওয়েবসাইট পরিচালিত হয়। আমরা সম্প্রদায়ের বিভিন্ন কার্যক্রম আয়োজন, ও মানুষকে জানানোর ব্যাপারে সহায়তা করি, যেনো আরও বেশি মানুষ আমাদের প্রকল্পে কাজ করতে উৎসাহিত হয়। এছাড়া উইকিপিডিয়ার জন্য আমাদের ডাউনলোডযোগ্য অফলাইন কপি ও ডেটাবেজ আর্কাইভও রয়েছে।
আমাদের প্রকল্প অংশে আপনি আরও বিস্তারিত জানতে পারবেন।
কীভাবে উইকিমিডিয়া ফাউন্ডেশন কাজ করে?Edit
উইকিমিডিয়া ফাউন্ডেশনের সর্বোমোট কর্মী সংখ্যা ৩০২ । এঁদের পরিচালনায় আছেন, নির্বাহী পরিচালক, স্যু গার্ডনার। এই নিয়োগকৃত কর্মীরা উইমিডিয়ার প্রকল্পগুলোতে কাজ করেন এমন হাজার হাজার স্বেচ্ছাসেবীদের সহায়তা করেন। এছাড়াও উইকিমিডিয়া ফাউন্ডেশন বিভিন্ন কমিটির মাধ্যমে অগণিত স্বেচ্ছাসেবীদের সহায়তা লাভ করে। এঁদের মাঝে কেউ অন্তবর্তীকালীন, আবার অনেককে অ্যাড হক ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়।
ট্রাস্টি বোর্ড উইকিমিডিয়া ফাউন্ডেশনের মিশন ও লক্ষ্য প্রণয়ন করেন। এছাড়া এই বোর্ড দীর্ঘমেয়াদী পরিকল্পনা, গোপন পর্যবেক্ষণ, এবং উইকিমিডিয়া ফাউন্ডশেনের তহবিল গঠন কার্যক্রম পর্যালোচনা ও সঠিকভাবে সম্পন্ন করতে সাহায্য করে। ফাউন্ডেশনের গঠনতন্ত্র অনুযায়ী ট্রাস্টি বোর্ড প্রতিষ্ঠানটির সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। বোর্ডের সময়কার্যক্রম জানতে দেখুন এর আলোচনাগুলো এবং প্রকাশিত রেজোলিউশন জানতে দেখুন রেজোলিউশনসমূহ দেখুন। ট্রাস্টি বোর্ডের সদস্যগণ সম্প্রদায়ের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সীমিত সময়ের জন্য নির্বাচিত হন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোতে আমাদের একটি কার্যালয় রয়েছে। সেখানেই আমাদের বেশিরভাগ কর্মীরা কাজ করেন। বাদবাকী কর্মী ও বোর্ড মেম্বাররা ক্ষেত্রবিশেষে সেখানে যান।
আমাদের পরিচালনা কার্যক্রমের ব্যাপারে স্বচ্ছতা বজায় রাখতে আমরা সর্বদা সচেষ্ট। আমাদের প্রকাশিত মূল নীতিমালা এবং আর্থিক প্রতিবেদন রয়েছে।
কীভাবে উইকিমিডিয়া ফাউন্ডেশনের অর্থের সংস্থান হয়?Edit
উইকিমিডিয়া মূলত হাজার হাজার মানুষের একক অনুদানের অর্থ দ্বারা পরিচালিত হয়। সেই সাথে উপহার ও অনুদান হিসেবে বিভিন্নভাবে প্রাপ্ত সার্ভার ও হোস্টিং প্রদানও রয়েছে। (দাতাগণ দেখুন)।
বিশ্বজুড়ে ৫০টিরও বেশি দেশ থেকে উইকিমিডিয়া ফাউন্ডেশন অনুদান লাভ করে থাকে। অনুদানের গড় পরিমাণটি বেশ ছোট, কিন্তু এই তাঁদের এই ক্ষুদ্র ক্ষুদ্র অনুদানই আমাদের সাফল্য নিশ্চিত করে। মানুষ সারা বছর ধরেই অনুদান প্রদান করতে থাকে, এবং উইকিমিডিয়া ফাউন্ডেশন বছরে শুধু একবার অনুদানের জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ করে থাকে।
আমাদের আয় বাড়ানোর লক্ষ্যে আমরা কখনোই বিজ্ঞাপনের আশ্রয় গ্রহণ করি না।
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনের ৫০১(সি)(৩) ধারা অনুযায়ী, উইকিমিডিয়া ফাউন্ডেশন সেখানে একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধনকৃত। সে জন্য যুক্তরাষ্ট্র থেকে এই প্রতিষ্ঠানের প্রাপ্ত অনুদান শুল্কমুক্ত। অন্যান্য দেশ থেকে প্রাপ্ত অনুদানও শুল্কমুক্ত হতে পারে। বিস্তারিত জানতে শুল্কমুক্ত অনুদানের পাতাটি দেখুন। পেপ্যাল, মানিবুকারস, বা ডাকযোগে অনুদান দেবার ব্যাপারে বিস্তারিত জানেত এখানে ক্লিক করুন। এছাড়া আমাদের সাথে donatewikimedia.org ঠিকানায় ই-মেইলের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন।
আপনারা এবার কী পরিমাণ অর্থ সংগ্রহের আশা করছেন?Edit
২০১০-১১ সালের পরিকল্পনা অনুযায়ী আমরা এবার ২০.৪ মিলিয়ন মার্কিন ডলার অনুদান প্রাপ্তির আশা করছি, যা গতবারের তুলনায় ২৮% বৃদ্ধি পেয়েছে। গতবার, অর্থাৎ ২০০৯-২০১০ সালে আমাদের এই লক্ষ্যমাত্রা ছিলো ১৫.৯ মিলিয়ন মার্কিন ডলার।
আমাদের অর্থসংস্থানের ব্যাপারে আরও তথ্য পেতে আমাদের অর্থনৈতিক প্রতিবেদন দেখতে পারেন। আরও দেখুন আমাদের ২০১০-২০১১ সালের কর্ম পরিকল্পনা (পিডিএফ), এবং এই বিষয়ক প্রশ্নোত্তর।
কারা আপনাদের এই লক্ষ্যে পৌঁছতে সহায়তা করছে?Edit
আমাদের বেশিরভাগ তহবিল আসে একক অনুদানের মাধ্যমে, অর্থাৎ আপনার মতো মানুষদের কাছ থেকে। আমরা বিভিন্ন সম্প্রদায় এবং ব্যক্তিগত প্রতিষ্ঠানের সহায়তাও গ্রহণ করি, সেই সাথে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের অনুদান। এগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে আমাদের দাতাগণ পাতায়।
কোথায় আমরা আপনাদের সাম্প্রতিক কর্মকাণ্ড সম্পর্কে আরও বেশি জানতে পারিEdit
২০০৮-২০০৯ অর্থবছররে জন্য, অনুগ্রহপূর্বক ২০০৮-২০০৯ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন ডাউনলোড করুন: পিডিএফ সংস্করণ (২.০০ মেগাবাইট)
কীভাবে আমি দান করবো?Edit
অনুগ্রহপূর্বক অনুদান দিতে আমাদের তহবিল গঠন পাতাটি দেখুন। সকল বহুল ব্যবহৃত ক্রেডিট কার্ড (যেমন ভিসা, মাস্টারকার্ড, ডিসকভারি, বা অ্যামেরিকান এক্সপ্রেস), পেপ্যাল, মানিবুকারস, ব্যাংক ট্রান্সফার, বা উইকিমিডিয়া ফাউন্ডেশনের বরাবর চেক প্রদানের মাধ্যমে আপনি আমাদের অনুদান দিতে পারেন। আমাদের অনুদান পদ্ধতি অনেক (কিন্তু সব নয়) মুদ্রায় করা সম্ভব।
কোথায় আমি আমার চেক পাঠাতে পারি?Edit
আপনি নিম্নোক্ত ঠিকানায় চেক পাঠাতে পারেন:
P.O. Box 98204
Washington, DC 20090-8204
USA
- Note: donations by check are processed directly at our centralized lockbox location which is in Washington, DC.
মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে মার্কিন ডলারে পাঠানো চেকই আমাদের জন্য গ্রহণ করা সুবিধাজনক। মার্কিন ডলার ছাড়া অন্য কোনো মুদ্রায় বা অন্য দেশের কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে পাঠানো চেক প্রক্রিয়াকরণ করা আমাদের জন্য ব্যয়বহুল হতে পারে, যা আপনার উপহারের মূল্যমান কমিয়ে দেবে। আপনার যদি যুক্তরাষ্ট্রে কোনো ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, তবে পেপ্যাল অথবা ওয়্যারড ট্রান্সফারের মাধ্যমে আপনি আপনার অনুদানের পরিমাণ বাড়াতে পারেন।
কোথায় আমি ফর্ম, চিঠি, বা অন্যান্য বিষয়াদি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কাছে পাঠাতে পারি?Edit
অনুগ্রহপূর্বক পেরোল ডিডাকটেবল অাবেদন ও উপহার ফর্মসহ সকল চিঠিপত্র নিচের ঠিকানায় সম্পূর্ণ নিরাপদভাবে পাঠাতে পারেন:
P.O. Box 98204
Washington, DC 20090-8204
USA
- Note: donations by check are processed directly at our centralized lockbox location which is in Washington, DC.
আমি কী উইকিমিডিয়া ফাউন্ডেশনকে স্টক ডোনেশন পাঠাতে পারি?Edit
উইকিমিডিয়া ফাউন্ডেশন স্টককে অনুদান হিসেবে গ্রহণ করে। আপনি আমাদের নামের সাথে আপনার ব্রোকারের নাম, বিনিয়োগ হিসাব নম্বর, এবং ডিটিসিসি ক্লিয়ারিং নম্বর সংযুক্ত করার মাধ্যমে, আপনার ব্রোকারেজ থেকে আপনার স্টক আমাদের নিকট স্থানান্তর করতে পারেন।
- Account holder name: Wikimedia Foundation, Inc.
Financial broker: Smith Barney
Investment account number: 546-0356C-14-782
DTCC Clearing account number: #0418
আমার অনুদান কী শুল্কমুক্ত?Edit
শুল্কমুক্ত অনুদান বিষয়ে বিস্তারিত জানতে অনুগ্রহপূর্বক আমাদের শুল্কমুক্ত অনুদান সমর্থিত দেশের তালিকাটি দেখুন।
যদি আমি অনুদান দেই, তবে কীভাবে আমি আমার শুল্কের রশিদ পাবো?Edit
আপনি যদি পেপ্যাল বা ক্রেডিট কার্ডের মাধ্যমে অনুদান দেন, তবে আপনি অনুদানের সময় প্রদানকৃত আপনার ই-মেইলের ঠিকানায় একটি শুল্ক রশিদ পাবেন। চেকের মাধ্যমে অনুদানের ক্ষেত্রে যে-সকল চেকের অর্থের পরিমাণ $৫০ বা তার বেশি, সেসব ক্ষেত্রে আপনি ডাকযোগে একটি শুল্ক রশিদ পাবেন (যদি আপনি আপনার ডাকযোগাযোগের ঠিকানা প্রদান করেন)। এছাড়া আপনি givingwikimedia.org ঠিকানায় ই-মেইল করার মাধ্যমেও আপনার শুল্ক রশিদ চাইতে পারেন। সেক্ষেত্র ই-মেইলের সাথে অনুগ্রহপূর্বক আপনার যোগাযোগের ঠিকানা, অনুদানের পদ্ধতি, এবং অনুদানের পরিমাণ উল্লেখ করুন।
আমি কী নির্দিষ্ট কিছুতে ব্যবহারের জন্য আপনাদেরকে একটি নির্দিষ্ট লক্ষ্যে ও সীমাবদ্ধ কোনো অনুদান দিতে পারি?Edit
উইকিমিডিয়া ফাউন্ডেশনসহ, মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সকল দাতব্য প্রতিষ্ঠান, দাতার অনুরোধকে সম্মানের চোখে দেখতে বাধ্য। এর অর্থ হচ্ছে, আপনি যদি আপনার অনুদান একটি নির্দিষ্ট কাজে সীমাবদ্ধ রাখেন, তবে দুইটি ব্যাপার ঘটতে পারে। প্রথমত, আমরা আপনার অনুরোধ গ্রহণ করতে পারি, অথবা আমরা আপনার অনুদান ফিরিয়ে দিতে পারি। কিন্তু এভাবে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেবার আগে অনুগ্রহপূর্বক বিবেচনা করুন যে, সীমাবদ্ধতামুক্ত অনুদানই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজনীয়। প্রতিটি সীমাবদ্ধ অনুদান প্রশাসনের দৃষ্টিগোচর করা প্রয়োজন, এবং তা পরিকল্পনা ব্যয়, এবং অভ্যন্তরীণ জটিলতা বাড়ায়।
কেনো সেখানে সর্বনিম্ন অনুদানের ব্যবস্থা রয়েছে?Edit
অনুদানের সর্বনিম্ন পরিমাণ হচ্ছে ১ ডলার। যে-সকল মানুষের আর্থিক সামর্থ্য খুব বেশি নয়, আমরা তাঁদের থেকেও অনুদান গ্রহণ করি, এবং সত্যিকার অর্থেই সেসকল দাতাদের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। সত্যি বলতে, যদি আপনার কাছে এই উপহারটি অর্থ বহন করে, তবে এটি আমাদের কাছেও সমান অর্থপূর্ণ। কিন্তু এটি সত্যি যে, কিছু মানুষ চুরি করা ক্রেডিট কার্ডটি কাজ করছে কী না, তা পরীক্ষার উদ্দেশ্যে আমাদের অনুদান পদ্ধতি ব্যবহার করেন। তাঁরা পরীক্ষার জন্য খুব অল্প পরিমাণ অনুদান দেন। কিন্তু আমরা সেসকল মানুষদের এই অল্প পরিমাণ অনুদান দিতে নিরুৎসাহিত করি।
কথাগুলো ছড়িয়ে দেবার জন্য আমি কী ধরনের সাহায্য করতে পারি?Edit
আপনি যে-কোনোভাবে আপনার কথাগুলোকে ছড়িয়ে দিতে পারেন। আপনার বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের বলুন। তাঁদেরকে বলুন, উইকিপিডিয়া আপনার কাছে কেমন অর্থ বহন করে। জিজ্ঞেস করুন তাঁরা এটি ব্যবহার করেন কী না, এবং যদি করেন, তবে এটি তাঁদের কাছে কেমন লাগে। অবশেষে এই কথাগুলো আপনার ই-মেইলের নিচে স্বাক্ষর বার্তা হিসেবে ব্যবহার করুন:
বিশ্বের সর্ববৃহৎ ভাগাভাগির যোগ্য জ্ঞানভাণ্ডারটি আমরা তৈরি করেছি। তাই উইকিপিডিয়ার সুরক্ষায় আমাদের সাহায্য করুন। দান করুন, এখনই: http://wikimediafoundation.org/wiki/WMFJA1/bn
আপনাদের দাতার গোপনীয়তার নীতিটি কী?Edit
আমরা আমাদের দাতাগণের ব্যক্তিগত অধিকার রক্ষার ব্যাপারে সম্পূর্ণ সচেতন। এ সম্পর্কে বিস্তারিত জানতে অনুগ্রহপূর্বক আমাদের দাতার গোপনীয়তার নীতি বিষয়ক পাতটি পড়ুন। অল্প কথায়, আমরা কখনোই আপনার ই-মেইল অ্যাড্রেস কারও সাথে বিনিময়, বিক্রয়, বা আদান-প্রদান করি না।
কীভাবে আমি ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতে পারি?Edit
বিস্তারিত জানতে আমাদের যোগাযোগ পাতাটি দেখুন।