উইকিমিডিয়া ফাউন্ডেশন নির্বাচন ২০১৭/হালনাগাদ/ভোটার ই-মেইল
প্রিয় $USERNAME,
আপনি ২০১৭ সালের উইকিমিডিয়া ফাউন্ডেশনের (যেটা নিম্নলিখিত ধরনের প্রকল্পগুলিতে কাজ করে থাকে যেমন $ACTIVEPROJECTs) বোর্ড অব ট্রাস্টিদের নির্বাচনে ভোট দান করার অধিকার রাখেন। ট্রাস্টিদের বোর্ড হল সেই সিদ্ধান্ত গ্রহণের কাঠামো যেটা ফাউন্ডেশনের স্থায়িত্ব বজায় রাখার জন্য চূড়ান্তভাবে দায়িত্বশীল থাকে, তাই আমরা এর নির্বাচনের জন্য ব্যাপকতর মতামত গ্রহণ করাকে গুরুত্ব দেই।
ভোটদান পর্ব চলবে ইউটিসি মে ১ তারিখ সময় ০০:০০ -টা থেকে ইউটিসি মে ১৪ তারিখ সময় ২৩:৫৯-টা পর্যন্ত। ভোট দিতে হলে, এখানে দেখুন <https://meta.wikimedia.org/wiki/Special:SecurePoll/vote/341?setlang=bn&uselang=bn>। এই নির্বাচন সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে এখানে <https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Foundation_elections/2017/Board_of_Trustees>। নিজেকে এই ধরনের কোন বিজ্ঞপ্তি পাওয়া থেকে সরিয়ে রাখতে চাইলে, অনুগ্রহ করে আপনার ব্যবহারকারী নাম এখানে সংযুক্ত করে দিন <https://meta.wikimedia.org/wiki/Wikimedia_nomail_list>।
আপনি হয়ত এটিও জেনে থাকবেন যে উইকিমিডিয়া ২০৩০ কৌশল নির্ধারণী আলোচনার দ্বিতীয় ধাপও এই সপ্তাহেই শুরু হবে। অালোচনার প্রথম ধাপে সম্প্রদায়ের সব সদস্যরা মিলে ১৮০০ থিম মন্তব্য <https://meta.wikimedia.org/wiki/Strategy/Wikimedia_movement/2017/Cycle_1/Report> দিয়েছিলেন। দ্বিতীয় ধাপের আলোচনায় আপনাকে প্রথম ধাপের প্রতিবেদন থেকে প্রাপ্ত থিমসমূহের <https://meta.wikimedia.org/wiki/Strategy/Wikimedia_movement/2017/Cycle_2> উপর মন্তব্য প্রদানের অনুরোধ করছি যাতে আগামী দিনগুলো পরিচালনা, প্রযুক্তিগত ও সাংগঠনিকভাবে উইকিমিডিয়া আন্দোলনের একটি সঠিক দিক নির্ণয় করা যায়।