উইকিমিডিয়া ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ড/সাধারণভাবে দেখা

This page is a translated version of the page Wikimedia Foundation Board of Trustees/Overview and the translation is 100% complete.

উইকিমিডিয়া ফাউন্ডেশন
ট্রাস্টি বোর্ড


উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্টিরা তাঁদের কাজের সম্বন্ধে বলছেন

উইকিমিডিয়া ফাউন্ডেশনের কাজকর্ম তত্ত্বাবধান করার জন্য উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি ট্রাস্টি বোর্ড রয়েছে। তারা ফাউন্ডেশনের অগ্রাধিকারের দিকে নজর রাখে এবং তাদের কাজ করার জন্য প্রয়োজনীয় সংস্থানগুলি অনুমোদন করে। বোর্ড সদস্যদের তাঁদের কাজের জন্য অর্থ প্রদান করা হয় না এবং তাঁরা স্বেচ্ছাসেবক - তাঁরা তাঁদের সিদ্ধান্তে বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং দৃষ্টিকোণকে একত্রিত করেন। ভোটদানের মাধ্যমে আপনি বোর্ডে কে থাকবেন সে বিষয়ে আপনার মতামত জানাতে পারেন।

বোর্ডে ১৬টি আসন রয়েছে:
৮টি হল সম্প্রদায়-এবং-অনুমোদিত অধিভুক্ত আসন,
৭টি হল বোর্ড-নির্বাচিত আসন, এবং
১টি প্রতিষ্ঠাতার আসন।

প্রতি ট্রাস্টি তিন বছরের মেয়াদে দায়িত্ব পালন করেন।


বোর্ড-নির্বাচিত ট্রাস্টিরা বিশ্বব্যাপী অনুসন্ধান প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হন। ট্রাস্টি বোর্ড এবং প্রার্থীরা পরস্পর সন্তুষ্ট হলে তাঁরা বোর্ডে যোগদান করেন।


ট্রাস্টিরা প্রতি বছর প্রায় ১৫০ ঘন্টা কাজ করার অঙ্গীকার করেন। তাঁরা কমপক্ষে বোর্ডের একটি কমিটিতে দায়িত্ব পালন করেন। এই কমিটিগুলির মধ্যে আছে বোর্ড পরিচালনা, হিসাবপরীক্ষা, মানব সম্পদ সংস্থান, প্রোডাক্ট, বিশেষ প্রকল্প এবং সম্প্রদায় সংক্রান্ত ব্যাপার।


ট্রাস্টি বোর্ড সম্পর্কে আরও জানুন https://w.wiki/yY9 এ।