কৌশল/উইকিমিডিয়া আন্দোলন/২০১৭/চক্র ২/সংগঠিত করা/দল
স্বাগতম!
যদি আপনি কোন সংগঠিত দলের বোর্ড সদস্য, প্রতিনিধি হয়ে থাকেন সেক্ষেত্রে এটি আপনার জন্য কৌশল আন্দোলন প্রক্রিয়া যোগদানের সঠিক স্থান।
মূলত এই প্রক্রিয়ার পুরোটাই এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আন্দোলন ও আন্দোলনের বাইরের সবাই ও বিভিন্ন দল থেকে বৈচিত্র্যময় আইডিয়া যুক্ত হয়। আপনাদের সাথে নিয়ে “আগামী ১৫ বছরে কি অর্জন বা গড়ত চাই?” দয়া করে এটা নিশ্চিত করুন যে আপনি প্রক্রিয়াটির সাথে পরিচিত।
প্রক্রিয়া সম্পর্কে জানুন
The overall strategy process is divided into 3 phases:
- Phase 1, before October 2017: What do we want to build or achieve together over the next 15 years? – this phase is divided into 3 cycles. The purpose of these cycles is to allow time for individual contributors and organized groups that support the movement to discuss the future direction, generate ideas, and then come to consensus. The outcome of this work will be the shared movement-wide strategic direction, and a draft of this direction has been posted for review before Wikimania 2017.
- বার্লিন উইকিমিডিয়া সম্মেলনটি (৩১শে মার্চ - ২রা এপ্রিল) প্রথম পর্বের আলোচনার জন্য উন্মুক্ত ছিল যেখানে সংগঠিত দলসমূহের প্রতিনিধিরা আগামী ১৫ বছরে আমাদের কি অর্জন বা গড়া উচিত সে ব্যাপারে কৌশলী মন্তব্য করেছেন। এই সম্মেলনের অনুষ্ঠানসমূহের প্রতিবেদন ও ফলাফল প্রকাশিত হয়েছে।
- At Wikimania in Montreal, the Strategy Team invited Wikimedians to join them in the dedicated Strategy Space to discuss the draft strategic direction and the next steps and also learn more about the insights from New Voices research.
- In August and September, the draft Strategic Direction has been reviewed and finalized.
- In October, all constituents of the Wikimedia Movement are invited to endorse the Strategic Direction.
- Phase 2, after October 2017: Movement roles, resources and responsibilities as well as 3-5-year goals
- Phase 3, 2018 and beyond: Organizations’ strategic and annual planning
Endorse the Strategic Direction
From October 26, 2017 on, all constituents of the Wikimedia movement (affiliates, groups, Wikimedia Foundation and individual contributors) are invited to express their support and commitment to the strategic direction. By adding your signature to the endorsement page, you declare your intent to work together towards this future.
প্রস্তুত হোন to participate
সংগঠিত দলসমূহ আন্দোলনের একটি অপরিহার্য অংশ ও তাদের অংশগ্রহণ এই প্রক্রিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যাতে নিশ্চিত করতে পারি যে, আমরা আন্দোলনের সব কোণায় পৌছেঁছি সেজন্য আমরা সকল সংগঠিত দলকে তাদের মধ্য থেকে একজন করে আলোচনা সমন্বয়ক হিসেবে নিয়োগ দেওয়ার অনুরোধ করছি যাতে তারা দলসমূহ ও অন্য সম্প্রদায়ের সাথে আলোচনাটি সমন্বয় করতে পারে। আলোচনা সমন্বয়ক হতে এখানে সাইন আপ করুন!
আলোচনা শুরু করার আগে, আমরা আপনাকে ও আপনার শুভাকাংখীদের আমাদের আলোচনার প্রক্রিয়া সম্পর্কে পরিচিত হতে ও গবেষণাগুলো পড়ে দেখার অনুরোধ করছি যাতে এটা বুঝা যায় যে আমাদের ভবিষ্যতের জন্য কোন জিনিসগুলো বেশি গুরুত্বপূর্ণ।
আলোচনা শুরু করুন
সংগঠিত দল হিসেবে আপনি আপনার সব স্টেকহোল্ডারদের এই আলোচনায় অংশ নিতে আমন্ত্রন জানাতে পারেন। অনেক সংগঠিত দলের সদস্যগণ সতন্ত্র সম্পাদক হিসেবে অবদান রাখেন সুতরাং ট্র্যাক এ ও বি একে অপরের সাথে পরিপূরক। আলোচনা সমন্বয়কারীগণ (ট্র্যাক এ) ও কৌশল সমন্বয়কারীগণ নিজেদের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন।
আলোচনা অফলাইন বা অফলাইন দুইভাবেই হতে পারে। আলোচনা শুরু করতে অনুগ্রহ করে আলোচনা নির্দেশিকা পড়ুন যা আপনাকে প্রক্রিয়াটি শুরু করতে, চালিয়ে নিতে ও শেষ করতে সাহায্য করবে। এছাড়াও আলোচনায় বৈচিত্র্যময় মতামত আনার জন্য যারা সাধারণত মতামত প্রদান করেন না তাদেরকে আমন্ত্রন জানান।
প্রতিবেদন দেওয়া
সকল আলোচনার সারাংশ উৎস হিসেবে বিবেচিত হবে এবং যেগুলো সেন্স মেকিং প্রক্রিয়ার সময় বিশ্লেষণ করা হবে। আলোচনার প্রক্রিয়া নিয়ে কথা বলার সময় আমরা অন্যান্যদেরও এটা জানাতে চাই যে এই প্রক্রিয়াটি চলছে। সুতরাং উৎস পাতামূহ তাদেরকে এই আলোচনা সম্পর্কে একটি ধারণা প্রদান করবে। আপনার আলোচনা যুক্ত করতে নতুন সারাংশ আলোচনাপাতা যুক্ত করুন
ধাপে ধাপে পাতা সংগঠনের প্রক্রিয়া দেখুন
ট্র্যাক লীড
কার্যকরী দল
উপদেষ্টা দল
যাতে সব সম্প্রদায়ের সদস্যদের যে দলগুলো খুব একটা সম্প্রদায়ে পরচিত নয় তাদের মতামতও যাতে এই কৌশল আলোচনার প্রক্রিয়ায় স্থান পায় সেজন্য বিভিন্ন ভাষা, দল গোষ্ঠীর মধ্য থেকে কিছু লোককে উপদেষ্ঠা পরিষদের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আন্দোলন কৌশলের এই উপদেষ্ঠা পরিষদ ট্র্যাক লীড নিকোল ইবোরের সাথে কাজ করবে। তারা এটাও নিশ্চিত করবে যেনো সম্প্রদায়ের মধ্য থেকে ও সম্প্রদায়ের বাইরেও বৈচিত্রময় মত উপস্থাপণ করা হয়।
-
Kartika Sari Henry, Indonesia (Wikimedia Indonesia)
-
Àlex Hinojo, Spain (Amical)
-
Kaarel Vaidla, Estonia (Former ED Wikimedia Eesti)
-
Farah Jack Mustaklem, Palestine (Wikimedians of the Levant)
-
Sandister Tei, Ghana (Wikimedia Ghana User Group)
-
Sandra Rientjes, Netherlands (Wikimedia Nederland)
-
Cindy Cicalese, United States, Mediawiki Stakeholders' Group
আলোচনা সঞ্চালক
আমরা আলোচনা সমন্বয়কারী হতে প্রতিটি সংগঠিত দল থেকে একজন করে আমন্ত্রন জানাচ্ছি। যিনি সমন্বয়কারী হবেন তিনি এই আলোচনা সঞ্চালন করতে প্রয়োজনীয় প্রশিক্ষণ পাবেন। সকল সংগঠিত দল আলোচনা সমন্বয়কারী হতে আমণ্ত্রন জানানোর একটি মেইল পাবেন। সংগঠিত দলসমূহকে এই প্রক্রিয়ায় সহায়তা করতে সরঞ্জাম পস্তৃত করা হয়েছে যাতে তারা সহজেই এই আলোচনায় যুক্ত হতে পারেন।