সর্বজনীন আচরণবিধি/সমন্বয় কমিটি/সনদ/ভোটার তথ্য

This page is a translated version of the page Universal Code of Conduct/Coordinating Committee/Charter/Voter information and the translation is 98% complete.

VOTE HERE

সর্বজনীন আচরণবিধি

সর্বজনীন আচরণবিধি সমন্বয় কমিটির সনদ অনুমোদনের ভোট সিকিউরপোল সিস্টেমের মাধ্যমে ১৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৫৯:৫৯ (ইউটিসি) পর্যন্ত অনুষ্ঠিত হয়। উইকিমিডিয়া সম্প্রদায়রের সকল সদস্যের ইউ৪সি সনদ অনুমোদনের ভোটে সমর্থন ও বিরোধীতা করার, একই সাথে তাদের সমর্থন ও বিরোধিতার কারণ শেয়ার করার সুযোগ ছিল। নতুন কমিটির পরিচালন নীতিমালা ও প্রক্রিয়া তৈরির জন্য এই অনুমোদন প্রয়োজনীয়। এখানে ইউ৪সি'র উদ্দেশ্য ও কাজের ধরণ সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে। ভোটার যোগ্যতা ও নির্দেশিকা সম্পর্কে আরও তথ্য নিচে দেখুন।

এছাড়াও ভোট দেওয়ার তথ্যের জন্য ভোটিং প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী দেখুন।

ভোট প্রক্রিয়া

আপনি যদি ভোট দেওয়ার জন্য যোগ্য হন:

  1. ইউ৪সি সনদ পর্যালোচনা করুন।
  2. সনদটি সমর্থন ও বিরোধিতা করবেন কিনা সে সিদ্ধান্ত নিন। যদি আপনি বিরোধিতার সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে এটিকে আরও উন্নত করার জন্য আপনার সুপারিশসমূহ ভোটের সাথে লিখুন।
  3. সিকিউরপোল সিস্টেম ব্যবহার করে কিভাবে ভোট দিবেন সে সম্পর্কে পরিচিত হন।
  4. সিকিউরপোল ভোট দেওয়ার পাতায় যান এবং নির্দেশিকা অনুসরণ করুন।
  5. সম্প্রদায়ের অন্যদেরও ভোট দেওয়ার কথা মনে করিয়ে দিন!

কোন বিষয়ে ভোট?

২০৩০ কৌশলগত লক্ষ্যের অন্যতম সুপারিশ ছিলো সবাই মিলে ইউসিওসি এবং এটি বাস্তবায়নের একটি নির্দেশিকা তৈরি করা যেখানে বৈশ্বিক সম্প্রদায়ের সবাই একই ন্যূনতম গৃহীত আচরণবিধির মধ্যে থাকবে এবং হয়রানির কোন স্থান থাকবে না।

২০২৩ সালের জানুয়ারিতে ইউসিওসির প্রয়োগের নির্দেশিকা সম্প্রদায় কর্তৃক অনুমোদিত হয় এবং একই বছরের মার্চে এটি বোর্ড কর্তৃক গৃহীত হয়। প্রয়োগের নির্দেশিকাতে এমন একটি কমিটি গঠনের কথা বলা আছে যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করবে এবং সমস্ত প্রকল্পে সমানভাবে নীতামলাসমূহ প্রয়োগ করতে পারবে। এই কমিটির কাজের সুবিধার্থে এবং ইতিমধ্যে বিদ্যমান স্থানীয় সম্প্রদায়ের দল ও প্রক্রিয়ার সাথে সামঞ্জস্য রাখতে কমিটির একটি সনদ থাকা গুরুত্বপূর্ণ। এই সনদটি ইউ৪সি গঠন কমিটির স্বেচ্ছাসেবকদের দ্বারা লিখিত।

ইউ৪সি সনদ কী?

সনদের সারাংশ থেকে:

সর্বজনীন আচরণবিধি সমন্বয় কমিটি (ইউ৪সি) খসড়া সনদে ইউ৪সি কর্মপদ্ধতির নীতি, কাঠামো এবং প্রক্রিয়া সম্পর্কে একটি রূপরেখা রয়েছে।

খসড়াটির প্রথম অনুচ্ছেদে কমিটির গঠনের রূপরেখা রয়েছে, যার মধ্যে আরও আছে কমিটির কাজের উদ্দেশ্য ও পরিধি, এর দায়িত্ব এবং কমিটির সদস্য হওয়ার নির্বাচন প্রক্রিয়া ও যোগ্যতা।

নিম্নলিখিত অনুচ্ছেদে কমিটি কীভাবে কাজ করবে, কোথায় করবে না এবং এর স্বচ্ছতা ও গোপনীয়তার দিকগুলোকে অন্তর্ভুক্ত করেছে। বাকী অনুচ্ছেদগুলোতে ইউসিওসি প্রক্রিয়া পর্যবেক্ষণ, প্রয়োগ ও সহায়তা বিষয়ক আলোচনা করা হয়েছে। এছাড়া এতে ইউসিওসি এবং এর প্রয়োগের নির্দেশিকার জন্য সরঞ্জাম ব্যবহার ও প্রশিক্ষণ বিষয়ক আলোচনা রয়েছে। একই আলোচনায় ইউ৪সি কমিটি কীভাবে সম্প্রদায়ের অন্যান্য দলের সাথে সমন্বয় করবে সে সম্পর্কে বলা রয়েছে।

২০২৩ সালের সেপ্টেম্বরে উইকিমিডিয়া সম্প্রদায় সনদটি পর্যালোচনা করে এবং সম্প্রদায়ের উদ্বেগের ভিত্তিতে তা সংশোধন করা হয়।

আপনি কেন ভোট দেবেন?

সম্প্রদায়ের মূল্যবোধ সমুন্নত রাখতে ইউ৪সি কমিটির অন্যান্য সম্প্রদায়ভিত্তক দলগুলোর সাথে সমন্বিতভাবে কাজ করা জরুরি। একটি উন্নত সনদ এই কমিটিকে ইউসিওসি পর্যবেক্ষণে সহায়তা করবে এবং যখন কোন লঙ্ঘন ঘটবে তখন কমিটিকে এটি প্রয়োগের সরঞ্জাম সরবরাহ করবে।

কীভাবে ভোট দেবেন

 
সিকিউরপোল ব্যালটের একটি পরীক্ষামূলক সংস্করণ। বিশেষভাবে খেয়াল রাখবেন, ভোটউইকিতে আপনি প্রবেশকৃত তা নাও দেখাতে পারে। আপনার ভোট তখনও গণনা হবে।

দয়া করে সিকিউরপোল সিস্টেমে যাওয়ার পূর্বে আপনার ভোটদানকে সহজ করতে এই অনুচ্ছেদটি ভালোভাবে পড়ুন।

ব্যালটটি ভোটদানের প্রশ্ন দেবে এবং দুটি বিকল্প দেবে: "না" এবং "হ্যাঁ"।

  • প্রস্তাবিত নির্দেশিকা নিয়ে আপনার যে কোনও উদ্বেগের বিষয়ে মন্তব্য করার জন্য একটি "মন্তব্য" বাক্স পাবেন।
  • তারপর সিকিউরপোল আপনাকে জানাবে যে আপনার ভোট রেকর্ড করা হয়েছে।
  • আপনি নির্বাচনে পুনরায় ভোট দিতে পারেন। এটি আপনার আগের ভোটকে বাতিল করে নতুনটি গ্রহণ করবে। আপনি যতবার চান এই কাজটি করতে পারেন।

ভোটের ফলাফল কীভাবে নির্ধারিত হবে?

নতুন কমিটি নির্বাচনের জন্য অংশগ্রহণকারী ব্যবহারকারীদের ভেতর থেকে ন্যূনতম ৫০% সমর্থন থাকতে হবে। বর্তমানে আন্দোলনে পাশ/ফেল ভোটিং প্রক্রিয়ার একক কোনো অনুশীলন নেই। (কিছু প্রক্রিয়ায় অতিসংখ্যাগরিষ্ঠতা (দুই তৃতীয়াংশ), কিছু প্রক্রিয়ায় সাধারণ সংখ্যাগরিষ্ঠটা (৫০% + ১) অনুসরণ করা হয়, আবার কিছু প্রক্রিয়ায় সংখ্যাগত ভোট গণনাকে একেবারেই এড়িয়ে চলা হয়।) বাস্তব জীবনের অধিকাংশ নির্বাচনের সাথে মিল রেখে এই প্রক্রিয়ার জন্য সাধারণ সংখ্যাগরিষ্ঠতা নীতি বাছাই করা হয়েছে।

ভোটারদের জিজ্ঞাসা করা হবে কোন উপাদানগুলো পরিবর্তন করা দরকার এবং কেন। যদি ভোটের ফলাফলে সংখ্যাগরিষ্ঠ "না" ভোট পাওয়া যায়, তবে ইউসিওসি প্রকল্প দল "না" ভোটারদের দেওয়া কারণগুলো বেনামে প্রকাশ করবে। ইউ৪সি গঠন কমিটির সদস্যরা ভোটদান প্রক্রিয়ায় উত্থাপিত উদ্বেগের ভিত্তিতে সনদের উন্নতির দিকে নজর দেবেন। এই প্রক্রিয়ার মতোই, পর্যালোচনাগুলো পরীক্ষার জন্য প্রকাশিত হবে এবং দ্বিতীয় আরও একটি ভোট অনুষ্ঠিত হবে।

ভোটের ফলাফলের সত্যতা নিশ্চিত করার জন্য উইকিমিডিয়া ফাউন্ডেশনের বাইরে কেউ যুক্ত থাকবে কীনা?

ফাউন্ডেশন কর্মকর্তাদের বাইরে থেকে উইকিমিডিয়া আন্দোলনে যুক্ত ও ভোটার পরর্যালোচনা সম্পর্কে অভিজ্ঞ এমন কেউ এতে যুক্ত থাকবেন। যারা পর্যালোচনা করবেন তারা হলেন:

ভোটদানের যোগ্যতা

উইকিমিডিয়া বোর্ড অব ট্রাস্টিগণ ভােটদানের যোগ্যতা নির্ধারণ করেছেন। সকল নিবন্ধিত উইকিমিডিয়া অবদানকারী যারা ন্যূনতম সক্রিয়তার মানদণ্ড পূরণ করবেন, সম্পর্কিত সংস্থা, উইকিমিডিয়া ফাউন্ডেশন কর্মকর্তা, ঠিকাদার (যারা ২৮ নভেম্বর ২০২৩ এর পূর্ব থেকে চাকুরীরত আছেন), বর্তমান ও সাবেক ট্রাস্টিগণ সিকিউরপোলের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।

অবদানকারী

আপনি উইকিমিডিয়া প্রকল্পে আপনার একটিমাত্র অ্যাকউন্ট থেকে ভোট দিতে পারবেন। আপনার যতগুলো অ্যাকাউন্টই থাকোক না কেন আপনি একবারই ভোট দিতে পারবেন। যোগ্য হতে অ্যাকাউন্টটি অব্যশই:

  • একাধিক প্রকল্পে বাধা থাকা যাবে না
  • বট অ্যাকাউন্ট হবে না
  • ১৬ ডিসেম্বর ২০২৩ এর আগে উইকিমিডিয়া উইকিতে কমপক্ষে ৩০০ টি সম্পাদনা রয়েছে এবং
  • ১৬ জুন ২০২৩ থেকে ১৬ ডিসেম্বর ২০২৩-এর মধ্যে কমপক্ষে ২০ টি সম্পাদনা থাকতে হবে।

দ্রুততম সময়ের ভেতর ভোটার হবার যোগ্যতার সাধারণ যাচাইয়ের জন্য অ্যাকাউন্টের যোগ্যতা যাচাইকরণ সরঞ্জাম ব্যবহার করা যেতে পারে।

ডেভেলপার

ডেভেলপাররা ভোট দেওয়ার যোগ্য যদি তারা:

  • শেল প্রবেশাধিকারসহ তারা উইকিমিডিয়া সার্ভার প্রশাসক হন
  • ১৬ জুন ২০২৩ থেকে ১৬ ডিসেম্বর ২০২৩ পর্যন্তগেরিটে উইকিমিডিয়া রেপুতে কমপক্ষে একটি কমিট মার্জ করে থাকেন।

অতিরিক্ত মানদণ্ড:

  • অথবা ১৬ জুন ২০২৩ থেকে ১৬ ডিসেম্বর ২০২৩ এর মধ্যে nonwmf-extensions বা nonwmg-skins-এ যে কোনও রেপোতে কমপক্ষে একটি মার্জ কমিট করেছেন
  • বা কমপক্ষে একটি সংযুক্ত উইকিমিডিয়া টুল রেপোতে কমিট করেছেন (উদাহরণস্বরূপ ১৬ জুন ২০২৩ এবং ১৬ ডিসেম্বর ২০২৩ এর মধ্যে [3 $magnustools])।
  • অথবা ১৬ ডিসেম্বর ২০২৩ এর আগে কমপক্ষে ৩০০ টি সম্পাদনা করেছেন এবং translatewiki.net-এ ১৬ জুন ২০২৩ এবং ১৬ ডিসেম্বর ২০২৩-এর মধ্যে কমপক্ষে ২০টি সম্পাদনা করেছেন।
  • অথবা উইকিমিডিয়া উইকিতে যে কোনও সরঞ্জাম, বট, ব্যবহারকারী স্ক্রিপ্ট, গ্যাজেট এবং লুয়া মডিউলের রক্ষণাবেক্ষণকারী/অবদানকারী।
  • অথবা উইকিমিডিয়া সম্পর্কিত প্রযুক্তিগত উন্নয়নের নকশা এবং/অথবা পর্যালোচনা প্রক্রিয়াতে যথেষ্ট পরিমাণে যুক্ত রয়েছেন।

টীকা: আপনি যদি প্রধান মানদণ্ড পূরণ করেন, আপনি ভোটদানের জন্য সাথে সাথে উপযুক্ত হবেন। সিকিউরপোলের প্রযুক্তিগত সীমাবদ্ধতার জন্য, যারা অতিরিক্ত মানদণ্ড পূরণ করেছেন, তারা সরাসরি ভোট দিতে পারবেন না। আপনি যদি অতিরিক্ত মানদণ্ড পূরণ করে থাকেন তাহলে ucocproject@wikimedia.org ঠিকানায় ভোটদানের চারদিন পূর্বে ইমেইল করে জানান।

উইকিমিডিয়া ফাউন্ডেশন কর্মকর্তা ও চুক্তিকারী

উইকিমিডিয়া ফাউন্ডেশনের বর্তমান কর্মকর্তা ও চুক্তিকারী যারা ২৮ নভেম্বর ২০২৩ এর আগে থেকে ফাউন্ডেশনে চাকুরীরত তারা ভোটদানে যোগ্য বলে বিবেচিত হবেন।

উইকিমিডিয়ার সম্পর্কিত সংস্থার কর্মকর্তা ও চুক্তিকারী

উইকিমিডিয়া চ্যাপ্টার, থিমেটিক সংস্থা ও ব্যবহারারী দলের কর্মকর্তা ও চুক্তীকারীগণ যদি ২৮ নভেম্বর ২০২৩ এর পূর্ব থেকে চাকুরীরত থাকেন তাহলে তারা ভোটদানের জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন।

উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড সদস্য

উইকিমিডিয়া ফাউন্ডেশনের বর্তমান ও সাবেক বোর্ড সদস্যগণ ভোটদান করতে পারবেন।

ভোটদান বিষয়ক প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্ন

  1. আমি আমার যোগ্যতা কীভাবে নিশ্চত হতে পারবো? বর্তমান নির্বাচনে অবদানকারীগণ এই সরঞ্জামের মাধ্যমে যোগ্যতা নির্ণয় করা যেতে পারে। বৈশ্বিক অ্যাকাউন্ট তথ্যে আপনি আপনার অ্যাকাউন্টের অবদান ও সম্পাদনা ইতিহাস দেখতে পারবেন।
  2. কীভাবে যোগ্যতা নির্ণয় করা হয়? এই একই মানদণ্ড উইকিমিডিয়ার বোর্ড নির্বাচনের সময় ব্যবহার করা হয়।
  3. যোগ্য ভোটার ভোট প্রদান না করতে পারলে এই বার্তাটি দেখতে পারেন: "দুঃখিত, আপনি ভোট দেওয়ার জন্য প্রাক-নির্বাচনী মানদণ্ড পূরণ করছেন না। নিশ্চত করুন, আপনি প্রবেশকৃত অবস্থায় আছেন নিশ্চত করুন আপনি মেটা উইকিতে আছেন, এখান থেকে ভোট শুরুর পাতায় যেতে পারবেন। আপনি যদি ডেভেলপার, ফাউন্ডেশন কর্মকর্তা, বোর্ড সদস্য হন তাহলে আপনি হয়ত সাথে সাথে ভোট দিতে পারবেন না। এরজন্য আপনাকে ucocproject@wikimedia.org ঠিকানা ইমেইল করে জানাতে হবে। এছাড়াও আপনি যদি অন্যান্য কোন কারণে ভোট দেওয়ার জন্য সিস্টমটি ব্যবহার না পারেন তাহলে আলাপ পাতায় জানান অথবা ucocproject@wikimedia.org ঠিকানায় ইমেইল করুন। ৭২ ঘণ্টার মধ্যে সাধারণত উত্তর দেওয়া হবে।
  4. 'আমি ভোট উইকিতে প্রবেশ করতে পারছি না। ভোট দেওয়ার জন্য আপনার ভোট উইকিতে লগ-ইন করার প্রয়োজন নেই। আপনি যদি ব্যালট দেখতে পান তাহলে সিকিউরপোল সঠিকভাবে আপনার জন্য কাজ করছে। নিরাপত্তার কারণে কেবল কিছু অ্যাকাউন্টের ভোট-উইকিতে প্রবেশাধিকার রয়েছে।
  5. কেউ কি দেখতে পারবে আমি কীভাবে ভোট দিয়েছি? না, নির্বাচন গোপনীয়। এটি সিকিউরপোল নামক একটি সফটওয়্যার ব্যবহার করে। ভোট গোপনীয়। বোর্ডের কেউ বা ফাউন্ডেশনের কেউ এটি দেখতে পাবে না। ট্রাস্ট অ্যান্ড সেফটি দলের একজন সদস্যের কাছে নির্বাচনের 'এনক্রিপশন কী' রয়েছে। যে মুহূর্তে এই চাবিটি সক্রিয় করা হয়েছে তখন থেকে নির্বাচনটি স্থির অবস্থায় চলে গেছে।
  6. ভোটারদের কী ধরনের উপাত্ত সংগ্রহ করা হয়? ভোটারদের কিছু ব্যক্তিগত উপাত্ত নির্বাচিত শুধু কিছু লোক দেখতে পারেন। এটা প্রয়োজন হয় ভোট গণনা ও বৈধ ভোট পরীক্ষা করার জন্য। উপরে ঘোষিত অনুমোদন যাচাইকারীদের জন্য ঘোষণা দেখুন। এই উপাত্তের মধ্যে আছে আইপি ঠিকানা ও ইউজার এজেন্ট। এই উপাত্ত নির্বাচনের ৯০ দিন পর স্বয়ংক্রিয়ভাবে অপসারিত হবে।
  7. এই উপাত্ত কীভাবে ব্যবহৃত হবে? এই উপাত্তের উপর ভিত্তি করে মেটাতে নির্বাচনের ফলাফলের উপাত্তের সারসংক্ষপ প্রকাশ করা হবে। তবে এখানে কোন ব্যক্তিগত নির্ণায়ক কোন উপাত্ত প্রকাশ করা হবে না। এই উপাত্ত সম্ভবত স্বতন্ত্র বৈধ ভোটার এবং তাদের আঞ্চলিকতা নির্ণয়ে ব্যবহার করা হবে।
  8. যখন আমি ভোট দেই তখন আমার ভোট গৃহীত হয়েছে এমন কোন স্বীকৃতি দেখতে পাইনি এবং আমাকে লগ-ইন করতে বলা হচ্ছে। এটা দ্বারা কী বুঝাচ্ছে? ভোট দেওয়ার জন্য সিকিউরপোলে আপনার লগ-ইন করার প্রয়োজন নেই। এটি সম্ভবত কোন ত্রুটি বা ব্রাউজার ক্যাশিং সমস্যা। আমরা এই সমস্যার জন্য দুঃখ প্রকাশ করছি। দয়া করে এই লিংকের মাধ্যমে আবার চেষ্টা করুন। আপনি সম্ভবত এই বার্তাটি দেখতে পাবেন, "ভোট একটি কেন্দ্রীয় উইকিতে অনুষ্ঠিত হচ্ছে। দয়া করে ওখানে যাওয়ার জন্য নিচের বোতামে চাপ দিন"। এখানে ক্লিক করার মাধ্যমে আপনাকে ভোটিং সার্ভারে নিয়ে যাওয়া হবে এবং আপনি ভোট দিতে পারবেন। এছাড়াও আপনি আপনার ভোটার অবস্থা যে কোন সময় এবং যতবার খুশি পরিবর্তন করতে পারবেন। তবে একটিমাত্র ভোটই গ্রহণ করা হবে। আপনার আগের ভোট বাতিল হবে এবং নতুনটি রেকর্ড করা হবে। ভোটদান শেষ হলে আপনি একটি রিসিট দেখতে পাবেন যেখানে আপনি ভোট দিয়েছেন তার নিশ্চতকরণ থাকবে। আপনি রিসিটটি সংরক্ষণ করতে পারেন।
  9. কোন ভোটার একাধিক ভোট দিলে তার নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে? একজন ভোটার একাধিকবার ভোট দিতে পারবেন তবে শুধু একবারই তার ভোট গণ্য হবে। সেক্ষেত্রে সিস্টেম শুধু শেষবারের ভোটটি গণ্য করে আগেরগুলো বাতিল করে দেবে।
  10. ফাউন্ডেশন কর্মকর্তারা কি কোনভাবে ভোট প্রদানে চাপে রয়েছে? না, ফাউন্ডেশন কর্মকর্তাদের কোন নির্দিষ্ট দিকে ভোট দিতে বলা হয়নি। এই সনদটি কার্যকর হতে সবার মতামত প্রয়োজন এবং যে যেভাবে খুশি এটাতে তাদের ভোট দিতে পারে।
  11. ট্রাস্ট অ্যান্ড সেফটি দল কী ভোটের ফলাফলের উপর ভিত্তি করে পক্ষপাতদুষ্ট? ট্রাস্ট অ্যান্ড সেফটটি দলের তিনটি উপদল রয়েছে: পলিসি, ডিজইনফরমেশন, এবং অপারেশন্স। ইউসিওসি নিয়ে 'পলিসি' দল কাজ করছে। পলিসি দল কোন ব্যবহারকারী অচরণবিধি লঙ্ঘনের তদন্তে জড়িত থাকে না। এটি করে থাকে অপারেশন্স। যদিও কেউ বিশ্বাস করবে না যে অপারেশন্স পক্ষপাতদুষ্ট, এই প্রক্রিয়াটি নিয়ে পলিসি দল আলাদাভাবে কাজ করছে কেবল অনিচ্ছাকৃত পক্ষপাত এড়ানোর জন্য। এই নথিটি পাশ করবে কী করবে না তা পলিসি দলের কাজে প্রভাব ফেলবে না তবে তারা নিশ্চত করতে চাচ্ছে যে এটি সকল প্রকল্পের জন্য সমানভাবে কাজ করে। এর মধ্যে এই নীতিমালাটি প্রয়োগের বিষয়টিও জড়িত।
  12. অন্যান্য প্রশ্ন যা এখানে আলোচিত হয়নি প্রযুক্তিগত প্রশ্ন ও ভোট সম্পর্কে জানতে ucocproject@wikimedia.org ঠিকানায় ইমেইল করুন। মেইলের সাথে আপনার ব্যবহারকারী নাম এবং কোন প্রকল্প থেকে ভোট দিতে চেষ্টা করছেন তা লিখুন। প্রকল্প দলের যে কোন একজন যত দ্রুত সম্ভব আপনাকে সাড়া দেবেন।