Training modules/Dealing with online harassment/slides/some-common-forms-of-harassment-on-our-projects/bn
সাধারণ: আমাদের প্রকল্পে কিছু নিয়মিত হয়রানির ধরণ
হয়রানি বিভিন্ন ভাবে সংগঠিত হতে পারে। এগুলোর মধ্যে কিছু কিছু শিশুসুলভ আচরণ যা সাধারণত ধ্বংসপ্রবণ একাউন্টের মাধ্যমে করা হতে পারে। যদি এগুলো অভিজ্ঞ একজন ব্যবহারকারীর কাছে কিছু মনে হতে নাও পারে কিন্তু একজন নতুন ব্যবহারকারী এ জন্য প্রকল্প ত্যাগ করতে পারেন। এছাড়াও এমন পরিস্থিতিতে একজন নতুন ব্যবহারকারী হয়ত ধ্বংসপ্রবণ একাউন্টের সাথে সম্পাদনা যুদ্ধে বা বিতর্কে জড়াতে পারে।
এসব ধ্বংসপ্রবণ একাউন্ট থেকে মাঝে মাঝে কোন একজন সতন্ত্র ব্যবহারকারী বা একদল ব্যবহারকারীর বিরোদ্ধে সম্পাদনা যুদ্ধে অবতীর্ণ হতে পারে। এসব কারণে উক্ত সম্পাদক বা সম্পাদক দল উইকিমিডিয়া প্রকল্পে সম্পাদনায় উৎসাহ হারিয়ে ফেলতে পারে। এ ব্যাপারগুলো শুধমাত্র উইকিতে সীমাবদ্ধ না থেকে ব্যক্তিগত মেইল, সামাজিক যোগাযোগ, ব্যক্তিগত ব্লগ ইত্যাদিতে ছড়িয়ে পরতে পারে। হয়রানিকারী বিভিন্ন উপায়ে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ কজরে সে ব্যক্তিতে সেগুলো মুক্ত করে দেওয়ার হুমকি দিতে পারে।
আর এক প্রকার হয়রানি হল কোন সম্পাদক কর্তৃক অন্য সম্পাদককে সরাসরি হুমকি প্রদান করা। জীবন বা শাররীরিকভাবে হুমকি গুরুত্বের সাথে নেওয়া উচিত এবং সেগুলো সরাসরি উইকিমিডিয়া ফাউন্ডেশনের নিরাপত্তা দলের কাছে emergency@wikimedia.org ঠিকানায় প্রেরণ করা উচিত। আইনী হুমকিও মাঝে মাঝে আসতে পারে যাতে করে কোন ব্যবহারকারীকে কোন একটি বিষয়ের নিবন্ধ থেকে বিষয়বস্তু মুছতে বা সেন্সর করতে বাধ্য করতে পারে। যদিও এমন হুমকি বিশ্বাসযোগ্য নয় তবুও সেগুলো পীড়াদায়ক হতে পারে।