স্টুয়ার্ড/২০১৩ নির্বাচন/ভূমিকা

This page is a translated version of the page Stewards/Elections 2013/Introduction and the translation is 100% complete.
  • সাধারণত প্রতি বছরই নতুন স্টুয়ার্ড নিয়োগ দেওয়া হয় । স্টুয়ার্ডগণ উইকিমিডিয়ার সকল উইকিতে কারিগরী কাজগুলো করেন, এবং তাঁরা এ দায়িত্ব সম্প্রদায়ের সম্মতি ও স্টুয়ার্ড নীতিমালা অনুসারে পালন করে থাকেন । এসকল কাজের মধ্যে আছে* ব্যবহারকারী নাম পরিবর্তন, অ্যাকাউন্টের অপব্যবহার রোধে ব্যবহারকারীর বিশেষ কিছু তথ্য যাচাই করা, এবং এধরনের আরও অনেক কিছু (বিস্তারিত দেখুন)।
  • প্রার্থীদের মনোনয়ন জমা দেয় যাবে ১৫ জানুয়ারি ২০১৩, ০০:০০ থেকে ২৮ জানুয়ারি ২০১৩, ১২:০০ (ইউটিসি) পর্যন্ত । প্রার্থীদের জন্য প্রশ্ন জমা দেয়া যাবে আগামী ২৭ ফেব্রুয়ারি, ২০১৩, ২৩:৫৯ (ইউটিসি) পর্যন্ত।
  • ভোটগ্রহণ শুরু হবে ৮ ফেব্রুয়ারি ২০১৩, ০০:০০ সময়ে এবং শেষ হবে ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ২৩:৫৯ (ইউটিসি) সময়ে । প্রার্থীদেরকে অবশ্যই প্রার্থীতার যোগ্যতা পূরণ করতে হবে এবং কমপক্ষে ৩০টি হ্যাঁ–ভোট সহ ৮০% সমর্থণ ভোট লাভ করতে হবে । আপনি পরিসংখ্যান পাতায় নজর রাখার মাধ্যমে সময় যাবার সাথে সাথে ভোটের প্রকৃতি ও ফলাফল জানতে পারবেন ।