উইকিমিডিয়া হাইলাইটস, আগস্ট ২০১৫

This page is a translated version of the page Wikimedia Highlights, August 2015 and the translation is 100% complete.



"Encuentro de Activistas Digitales de Lenguas Indígenas - Colombia 2015 - 3.JPG" by Diego F. Gómez, freely licensed under CC-BY-SA 4.0.; "Taipei_Wm2007_Guillaume.jpg" by Cary Bass, freely licensed under CC BY-SA 3.0.; "OrangeMoody-BubbleGraphCombined-Nolabels.jpg" by James Alexander, freely licensed under CC BY-SA 3.0.; "Coding da Vinci 2015 - Preisverleihung (18880680843).jpg" by Thomas Nitz/Open Knowledge Foundation Deutschland, freely licensed under CC BY 2.0.; "Wikimania Translathon 20150718 162444.jpg" by Amire80, freely licensed under CC BY-SA 4.0.; Collage by Andrew Sherman.

উইকিমিডিয়া ব্লগ হতে সেপ্টেম্বর ২০১৫ এর হাইলাইটস সমূহ।

অনুসন্ধানের পর কয়েকশত 'ব্লাক হ্যাট' ইংরেজি উইকিপিডিয়া এ্যাকাউন্ট ব্লক করা হয়েছে।

 
অনুসন্ধানে ইংরিজি উইকিপিডিয়াতে শত শত 'ব্লাক হ্যাট' এ্যাকাউন্টের সম্পর্ক পাওয়া যায়। ইউজারনেমগুলো (সবুজ) এবং আইপি ঠিকানা(হলুদ) সমূহ ইমেজ থেকে মুছে ফেলা হয়েছে। Graph by James Alexander, freely licensed under CC BY-SA 3.0.

কয়েক সপ্তাহের অনুসন্ধানে ইংরেজি উইকিপিডিয়ার স্বেচ্ছাসেবক সম্পাদকেরা ৩১ শে আগষ্ট ঘোষনা করেন ৩৮১ টি ইউজার এ্যাকাউন্টস 'ব্লাক হ্যাট' সম্পাদনার কারণে ব্লক করে দেয়া হয়েেছে। ব্লক করার সাথে সাথে,সম্পাদকেরা এই সকল 'সকপাপেট'এ্যাকাউন্টস- একটি পরিভাষা যা বিভ্রান্তিকর বা প্রতারণামূলক কাজের একাধিক এ্যাকাউন্টকে বুঝাতে ব্যবহৃত হয়- এর ২১০ টি প্রবন্ধ মুছে ফেলেন। এই সকল কর্মকান্ডের দ্বারা স্বেচ্ছাসেবক সম্পাদকেরা অপ্রকাশ্য বৈতনিক (পেইড) প্রচারণার বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্তান নিয়েছেন।

ট্রিপটিজ শিকারের খোঁজে ।

 
জার্মান যুদ্ধজাহাজ 'ট্রিপটিজ' সাগরে নামার অল্প কিছুদিন আগে। ১৯৪০ সালে এটি যখন বহরে যুক্ত হয়, এটি ছিল পৃথিবীর অন্যতম বৃহৎ এবং আধুনিক যুদ্ধজাহাজ। Photo from the German Federal Archives, freely licensed under CC-by-SA 3.0.

উইকিপিডিয়া সম্পাদক ও প্রশাসক নিক ডওলিং ইংরেজি উইকিপিডিয়াতে রয়াল নেভীর দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জার্মান যুদ্ধজাহাজ 'ট্রিপটিজ' কে ডুবাবার প্রচেষ্টার উপরে তিনটি আলোচিত প্রবন্ধ লিখেছেন। তিনি বিভিন্ন বাঁধা এবং সেগুলো উত্তোরণ সম্মন্ধে বলেন।

আমার জীবন একটি অটিসটিক উইকিপিঠিয়ানের।

 
জিলামী বেন্চে বসা। Photo by Cary Bass, freely licensed under CC BY-SA 3.0.

দুই বছর আগে উইকিপিডিয়া সম্পাদক জিলামী পাউমিয়ার নিজেকে অটিস্টিক একজন হিসেবে আবিষ্কার করেন। যেহেতু তিনি আমার সম্মন্ধে এবং তার মস্তিষ্ক কিভাবে কাজ করে জানতেন,জিলামী পূর্ব অভিজ্ঞতাগুলো নব দৃষ্টিতে দেখা শুরু করলেন। তিনি পূর্বের অনেক সাফল্য,ব্যর্থতা ও আরও অনেক কিছু মাধ্যমে যেগুলো তাকে দ্বিধায় ফেলত,বিশেষ করে উইকিমিডিয়া আন্দোলের অভিজ্ঞতার আলোকে,যা শিখেছেন তা সকলকে বলেন।

উইকিমিডিয়া ২০১৫ হতে বিষয়বস্তুর হালনাগাত অনুবাদ।

 
উইকিমিডিয়া ২০১৫ এ বিষয়বস্তুর অনুবাদ অধিবেশন। Photo by Amire80, freely licensed under CC BY-SA 4.0.

উইকিমিডিয়া ২০১৫-পৃথিবীর সকল প্রান্তের উইকিমিডিয়ানদের ১১ তম বাৎসরিক সমাবেশ সম্প্রতি মেক্সিকো শহরে অনুষ্ঠিত হয়। হেকাথোন এবং উইকিম্যানিয়া অধিবেশনে উইকিমিডিয়া ফাউন্ডেশনের ল্যাংগুয়েজ ইন্জিনিয়ারিং টিম অংশ নেয়। সেখানে অনেক আলোচনা ও দুটি অনুবাদ কর্মশালার আয়োজন করা হয়। প্রধান আলোকপাত ছিল- বিষয়বস্তু অনুবাদ প্রকল্প-এর ব্যাবহারকারীদের সাথে কথোপকথন, তাদের বিষয়গুলো বুঝা এবং নতুন প্রবন্ধ তৈরির টুলটি সম্মন্ধে সচেতনতা বৃদ্ধি করণ।

বিষয়বস্তু অনুবাদ উইকিপিডিয়ার সকল ভাষার নিবন্ধিত ব্যাবহারকারীদের জন্য পরীক্ষামূলক সংস্করণে পাওয়া যাচ্ছে। কিভাবে শুরু করবেন তার জন্য আপনি টুলটির নির্দেশিকা ব্যাবহার করতে পারেন। অতিরিক্ত সাহাজ্য পাবেন এফএকিউ বিভাগ এ।আমরা অংশগ্রহনকারীদের আমাদের পরীক্ষণ অধিবেশন এ আমণ্ত্রন জানাচ্ছি এবং আরও আপনি সাহাজ্য করতে পারেন অনুবাাদ করে ইউআই ম্যাসেজেস বিষয়বস্তু অনুবাদের জন্য । আপনি আপনার মতামত জানান প্রকল্প আলোচনা পাতায়

উইকিপিডিয়া ব্যবহার করে কলোম্বিয়ার আদিবাসী ভাষাগুলোর সংরক্ষণ।

 
অংশগ্রহনকারী দল Photo by Diego F. Gómez, freely licensed under CC-BY-SA 4.0.

ব্যবহারকারী দল w:Wikimedistas de Colombia।উইকিমিডিসটাস ডি কলোম্বিয়া গত জুনে কলোম্বিয়ার বগোটায় একত্রিত হয়ে আলোচনার সূত্রপাত করে কিভাবে উইকিপিডিয়ার দ্বারা দেশের অবলুপ্ত প্রায় আদিবাসী ভাষাগুলো নথিভুক্ত ও বিনিময় ঘটানো যায়। আদিবাসী ভাষাভাষীরা কলোম্বিয়ার বিভিন্ন প্রান্ত হতে এসে তাদের অভিজ্ঞতা,জ্ঞান সম্পদ আদান প্রদানে সহযোগিতা করেন।

অংশগ্রহনকারীরা স্বতঃস্ফূর্ত দলগত আলোচনায় কলোম্বিয়ার আদিবাসী ভাষাগুলোতে উইকিপিডিয়ার সম্ভাব্য অবোদান কি হতে পারে তা নিয়ে মাথা খাঁটান। আলোচনায় অন্তর্ভুক্ত ছিল আদিবাসী ভাষাভাষী তরুন প্রজন্ম সাইটটির সাহাজ্যে প্রবন্ধ ও অন্যান্য মাধ্যম তাদের নিজেদের ভাষায় পেতে পারে। এর ফলে আদিবাসী ভাষা ও শিক্ষার মধ্যে দূরত্ব কমে আসবে, যেখানে শ্রেণীকক্ষগুলোতে এখন স্প্যানিস ভাষা প্রভাব বিস্তার করে আছে।

যখন সাংস্কৃতিক ঐতিহ্য পায় ডিজিটাল জীবন।

 
কোডিং ডা ভিনচিতে রয়েছে ২০ টি প্রকল্প এবং উইকিমিডিয়া কমনস এ ৬০০,০০০ ফাইল পাওয়া যাবে। Photo by Thomas Nitz/Open Knowledge Foundation Deutschland, freely licensed under CC BY 2.0.

কোডিং ডা ভিনচি,একটি সাম্প্রতিক সাংস্কৃতিক তথ্য en:Hackathon। হ্যাকাথন হয়ে গেল বার্লিন এর জিউইস জাদুঘরে ,যার সৌজন্যে উইকিমিডিয়া কমনস এ অতিরিক্ত ৬,০০,০০০ ফ্রি ফাইল এখন পাওয়া যাচ্ছে। এর অন্তর্ভূক্ত হলো শতক পুরান চলচিত্র থেকে শুরু করে মেকানিকাল পিয়ানোর রেকর্ডিং, দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্হিরচিত্র, শুকনো ফুলের স্ক্যান, অন্যান্য কলা ও ঐতিহ্য, জার্মান জাদুঘরের সকল উপাদান,আর্কাইভ এবং গ্রন্থাগার।

Andrew Sherman, Digital Communications Intern, Wikimedia Foundation