Runabhattacharjee
Welcome to Meta!
editHello, Runabhattacharjee. Welcome to the Wikimedia Meta-Wiki! This website is for coordinating and discussing all Wikimedia projects. You may find it useful to read our policy page. If you are interested in doing translations, visit Meta:Babylon. You can also leave a note on Meta:Babel or Wikimedia Forum (please read the instructions at the top of the page before posting there). Happy editing!
টেক নিউজ অনুবাদ
editপ্রিয় Runabhattacharjee, আপনাকে টেক নিউজ অনুবাদ করায় অভিনন্দন। অনুবাদের সময় আপনাকে দুটি বিষয় লক্ষ রাখার অনুরোধ করব। (১) আপনি মনে হয় লক্ষ করেছেন অনুবাদের সময় ইংরেজি শব্দের সরাসরি প্রতিবর্তীত বাংলা বসিয়ে দিচ্ছেন। যেমন link-এর বাংলা আপনি লিংক-ই করেছেন। কিন্ত এর সঠিক প্রমিত বাংলা হচ্ছে সংযোগ যা অধিক প্রচলিত। (২) আপনি কিছু সফটওয়্যারের নাম ইংরেজিটাই রেখে দিয়েছেন অনেক জায়গায় এই নীতি অনুসরণ করা হলেও উইকিপিডিয়াতে অংকসহ সকল শব্দই বাংলাতে করা হয়। যেমন Mediawiki -র বাংলা bn:মিডিয়াউইকি। আরেকটি বিষয় আপনাকে আমি কোনো রকম স্বয়ংক্রিয় অনুবাদকের সাহায্য না নিতে পরামর্শ দিব। এতে অনেক অনুবাদ অসংলগ্ন হয়। যদি কোনো সাহায্যের আপনি আমার মেটা কিংবা বাংলাউইকি আলাপ পাতায় বার্তা রাখতে পারেন। ধন্যবাদ।--Tauhid (talk) 10:03, 25 August 2014 (UTC)
- নমস্কার Tauhid , অনেক ধন্যবাদ লেখার জন্য। আপনি যে দুটি বিষয় লিখেছেন, সেই ধরনের তথ্য জানাই আমার প্রয়োজন ছিল। সাধারণত আমি ডেস্কটপ সফ্টও্যার অনুবাদ করে থাকি আর সে ক্ষেত্রে সফ্টওয়্যারের নামটা অক্ষত রাখা প্রয়োজন হয় কারণ নাহলে কমান্ড-লাইনে ব্যবহারের সময়, ব্যবহারকারীরা সেটার ইংরেজি বানান ভুল করায় সমস্যা দেখা দেয়। মিডিয়াউইকির ক্ষেত্রে যে ভিন্ন পন্থা নেওয়া আবশ্যক, এটা আমার এখন খেয়াল থাকবে। স্বয়ংক্রিয় অনুবাদকগুলি আপাতত বাংলায় ব্যবহারযোগ্য একদমই নয়, তাই ও পথে যাওয়ার কোনো আগ্রহ আমার নেই। :) --Runabhattacharjee (talk) 13:36, 25 August 2014 (UTC)