গ্লোবাল সাউথ ইউজার জরিপ ২০১৪-তে অংশগ্রহনের জন্য আপনাকে ধন্যবাদ!
অনুগ্রহ করে আপনার মতামত আমাদের জানান: এতে শুধুমাত্র ১৫ মিনিট ব্যয় হবে। বৈশ্বিক দক্ষিণের দেশগুলির ব্যবহারকারীদের সম্পর্কে আমরা বিশেষভাবে জানতে ইচ্ছুক। উইকিপিডিয়া ও উইকিমিডিয়ার অন্যান্য প্রকল্প সম্পর্কে আপনাদের মতামত অতি মূল্যবান। এর ফলে, গ্লোবাল সাউথের স্থানীয় ব্যবহারকারী সম্প্রদায়গুলির বিশেষ প্রয়োজনগুলি সম্পর্কে আমরা সুনির্দিষ্ট তথ্য প্রাপ্ত করে তা পণ্য উন্নয়ন ও কৌশলগত পরিকল্পনার ক্ষেত্রে দিকনির্দেশক রূপে প্রয়োগ করতে পারব।
কিছু আইনি বিষয় ...
এই প্রশ্নগুলির উত্তর দিয়ে আপনি আমাদের সেগুলি লিপীবদ্ধ করার ও পাবলিক ডোমেইনে দান করার সম্মতিজ্ঞাপন করছেন। এর ফলে, বিশ্লেষণ, রিসার্চ ও পঠনের জন্য আমরা আপনার উত্তরগুলি বিনা বাধায় প্রকাশিত করতে পারব। আইনী প্রয়োজন ব্যাতীত অন্য কোনো কারণে আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর ও ই-মেইল আমরা প্রকাশিত করব না। (এই ক্ষেত্রে অনুমান করা হয়েছে, যে সকল প্রশ্নে সুনির্দিষ্ট রূপে আপনার ব্যক্তিগত তথ্য জানতে চাওয়া হয়েছে শুধুমাত্র সেই ক্ষেত্রেই আপনি তা জানিয়েছেন।)
আপনার মতামত জানানের জন্য ধন্যবাদ!
জনতত্ত্ব
আপনি কোন দেশে বসবাস করেন?
আর্জেন্টিনা
আমার নাম মোঃ জোবায়ের আমি পড়াশোনা করি এখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি এবং আমি সাধারণ ঘরের ছেলে আমার বাবা নাম মোহাম্মদ বাচ্চু মিয়া আমার বাবা একজন সাধারন ব্যবসায়ী আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ভোলা লালমোহন মঙ্গল শিকদার জনতা বাজার
ব্রাজিল
মিশর
ভারত
ইন্দোনেশিয়া
জর্ডান
মেক্সিকো
ফিলিপাইন
সৌদি আরব
তুরস্ক
ভিয়েতনাম
অন্যান্য (অনুগ্রহ করে উল্লেখ করুন):
আপনার বয়স সীমা কত?
১০–১৫
১৬–২০
২১–২৫
২৬–৩০
৩১–৩৫
৩৬–৪০
৪১–৪৫
৪৬–৫০
৫১–৫৫
৫৬–৬০
৬১–৬৫
৬৬–৭০
৭০ এর বেশি
মতামত নেই
আপনার সর্বশেষ কোন শিক্ষাস্তর সম্পন্ন করেছেন?
লেখাপড়া শেষ করেননি
নার্সারি থেকে ৮ম শ্রেণী পর্যন্ত
উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেছেন, কিন্তু সম্পন্ন করেননি
উচ্চবিদ্যালয় পাশ করেছেন, ডিপ্লোমা অথবা সমসাময়িক শিক্ষা সম্পন্ন করেছেন
কলেজে পড়েছেন, সম্পন্ন করেননি
কারিগরি বা ভকেশনাল ট্রেনিং প্রাপ্ত
ব্যাচেলর ডিগ্রি
মাস্টার্স ডিগ্রি
পেশাগত ডিগ্রি
ডক্টোরেট ডিগ্রি
কোন ভাষাগুলোতে আপনি সহজভাবে কথা বলতে ও লিখতে পারেন?
আরবী
বাংলা
ইংরেজি
ফরাসি
গুজরাটি
হিন্দি
ইন্দোনেশীয়
কন্নড়
মালয়ালম
মারাঠি
নেপালি
ওড়িয়া
পর্তুগিজ
পাঞ্জাবী
স্পেনীয়
তাগালোগ
তামিল
তেলেগু
তুর্কি
ভিয়েতনামি
অন্যান্য (অনুগ্রহ করে উল্লেখ করুন):
আপনার বর্তমান পেশা কি?
কার্মজীবি
স্বনির্ভর
বেকার এবং কাজ খুঁজছি
বেকার কিন্তু বর্তমানে কাজ খুঁজছি না
গৃহকর্তৃ
শিক্ষার্থী
বাড়িতে থাকা পিতামাতা/পরিচর্যাকারী
সামরিক
অবসরপ্রাপ্ত
কাজ করার সামর্থ্য নেই
আপনার লিঙ্গ কি?
পুরুষ
মহিলা
জানাতে চাই না
অন্যান্য (অনুগ্রহ করে উল্লেখ করুন):
ইন্টারনেট ব্যবহার
আপনি ইন্টারনেটে কত সময় ব্যায় করেন?
প্রতি মাসে ১ঘন্টার কম
প্রতি সপ্তাহে ১ঘন্টার কম
প্রতিদিন ১ ঘন্টার কম
প্রতিদিন ১-২ ঘন্টা
প্রতিদিন ৩-৫ ঘন্টা
প্রতিদিন ৫ ঘণ্টার বেশি
আপনি সাধারণত কোথায় ইন্টারনেট বেশি ব্যবহার করে থাকেন?
মোবাইল ফোন
বিদ্যালয়
কর্মস্থল
বাড়িতে
সার্বজনীন স্থান (ইন্টারনেট ক্যাফে, গ্রন্থাগার, ইত্যাদি)
কোনো বন্ধুর বাড়িতে
অন্যান্য (অনুগ্রহ করে উল্লেখ করুন):
ইন্টারনেট ব্যবহারের জন্য আপনি সাধারণত কী ধরনের ডিভাইস ব্যবহার করেন?
ডেক্সটপ
ল্যাপটপ
ট্যাবলেট
স্মার্টফোন
ফিচার ফোন (স্মার্ট ফোন নয়)
অন্যান্য (অনুগ্রহ করে উল্লেখ করুন):
আপনার ইন্টারনেট ব্যবহারের প্রধান উদ্দেশ্য কী?
ই-মেইল
সংবাদ
সামাজিক যোগাযোগ
ব্লগ লিখা
অনুসন্ধান
চ্যাট
গেমস
অন্যান্য (অনুগ্রহ করে উল্লেখ করুন):
আপনি কোন ওয়েবসাইটগুলি সচরাচর ব্যবহার করেন?
ফেইসবুক
ইউটিউব
গুগল
ইয়াহু
ব্লগ সাইটসমূহ
উইকিপিডিয়া
টুইটার
অন্যান্য (অনুগ্রহ করে উল্লেখ করুন):
আপনি কোন অ্যাকাউন্টগুলি সচরাচর ব্যবহার করেন?
ফেইসবুক
ইউটিউব
গুগল
এমএসএন
ইয়াহু
ব্লগ সাইটসমূহ
উইকিপিডিয়া
টুইটার
ই-মেইল একাউন্টসমূহ
অন্যান্য (অনুগ্রহ করে উল্লেখ করুন):
ইন্টারনেটে সচরাচর আপনি কোন ভাষায় ব্রাউজ করে থাকেন?
উইকিপিডিয়ার ক্ষেত্রে নিচের বিষয়গুলো আপনি কিভাবে বিবেচনা করে থাকেন?
পাঠযোগ্যতা
বিষয়বস্তুর ব্যাপ্তি
তথ্যের গভীরতা
তথ্যের বিশ্বাসযোগ্যতা
ডিজাইন (সাইট ইন্টারফেস)
উইকিপিডিয়া নীতিমালা - সাহায্য পাতাসমূহ
সামগ্রিক
আপনি কি অন্য কোন অনলাইন বিশ্বকোষ ব্যবহার করেন? যদি তাই হয়, দয়া করে এটার প্রধান পাতার লিংক উল্লেখ করুন।
আপনি আপনার নিজের ভাষায় উইকিপিডিয়াকে কিভাবে বর্ণনা করবেন?
বর্তমানে আপনি কিভাবে উইকিপিডিয়া/উইকিমিডিয়া ব্যবহার করে থাকেন? (প্রয়োজনে সবগুলো নির্বাচন করুন)
আমার বিদ্যালয়ের কাজের তথ্য অনুসন্ধানের জন্য
আমার কাজ সম্পর্কিত তথ্য অনুসন্ধানের জন্য
ভিন্নমত নিরসনে তথ্যের যথার্থতা যাচাইয়ের জন্য
আমার ব্যক্তিগত আগ্রহের নিবন্ধসমূহ সম্পর্কে পাঠ
অন্যান্য (দয়া করে বর্ণনা করুন অন্যান্য কী কারণে আপনি উইকিপিডিয়া/উইকিমিডিয়া ব্যবহার করেন)
আপনি কতদিন পরপর উইকিপিডিয়া/উইকিমিডিয়া ব্যবহার করেন?
মাসে একবারের চেয়েও কম
মাসে ১-৩ বার
মাসে ৪-৫ বার (সপ্তাহে প্রায় একবার)
সপ্তাহে ২-৩ বার
সপ্তাহে ৪-৫ বার
সপ্তাহে ৬-৭ বার (দিনে প্রায় একবার)
দিনে একবারের চেয়েও বেশি
উইকিপিডিয়ার কোন একটি অংশ - যেমন এটির নীতিমালা অথবা বিষয়বস্তুর ব্যাপ্তি প্রভৃতি - উন্নত করার সুযোগ পেলে, আপনি কী পরিবর্তন করতে ইচ্ছুক হবেন?
অবদান
আপনি কিভাবে উইকিপিডিয়াতে অবদান করেন?
আমি নতুন নিবন্ধ লেখি।
উপস্থিত নিবন্ধে আমি তথ্য সংযোজন করি
আমি ফরম্যাটিং, বানান এবং ব্যকরণ অথবা অন্যান্য ছোটো ছোটো সম্পাদনা করি।
আমি অনুবাদ করি।
উইকিমিডিয়া কমন্সে আমি ছবি এবং অন্যান্য মাল্টিমিডিয়া তথ্য সংযোজন করি।
আমি ধ্বংশপ্রবনতা, কপিরাইট উলঙ্ঘণ অথবা নিবন্ধের মধ্যে উপস্থিত অন্যান্য ত্রুটি সংশোধন করি।
আমি বিভিন্ন প্রশ্ন এবং অভিযোগের জবাব দেই।
স্বেচ্ছাসেবকদের বিতর্ক আলোচনার মিমাংসা করি।
আমি ইভেন্ট, কর্মশালা, সম্মেলন, বা বার্ষিক উইকিম্যানিয়া সম্মেলন সংগঠিত করি বা করতে সাহায্য করি।
আমি উইকিমিডিয়া সম্প্রদায়ের বাইরে জনসাধারণকে পরামর্শ দিই।
আমি বট অথবা টুলস রক্ষণাবেক্ষণ প্রভৃতি প্রযুক্তিবিষয়ক কাজ করি।
আমি অধ্যায়ভিত্তিক কাজে অংশ নেই।
আমি নিবন্ধ সম্পর্কিত আলোচনায় অংশগ্রহণ করি।
আমি নীতিমালা, নিয়মাবলী এবং এই ধরণের সম্প্রদায়গত পদ্ধতি উন্নয়ন এবং সমন্বয় সাধন করি।
অন্যান্য (অনুগ্রহ করে উল্লেখ করুন):
যদি প্রজোয্য হয়, উইকিপিডিয়া ছাড়া আপনি উইকিমিডিয়া ফাউন্ডেশন দ্বারা উপলব্ধ মুক্ত জ্ঞানের অন্যান্য কোন সাইটগুলোতে অবদান করেন?
উইকিসংকলন
উইকিউক্তি
উইকিবই
উইকিঅভিধান
উইকিসংবাদ
উইকিবিশ্ববিদ্যালয়
কমন্স
উইকিপ্রজাতি
উইকিভ্রমণ
উইকিউপাত্ত
উপরের কোনটিই নয়
অন্যান্য (অনুগ্রহ করে উল্লেখ করুন):
উইকিমিডিয়া সাইটগুলিতে সম্পাদনায় আপনি কত সময় ব্যায় করেন?
মাসে ১ ঘণ্টার কম
মাসে ১-৩ ঘণ্টা
সপ্তাহে ১-৩ ঘণ্টা
দিনে ১-২ ঘণ্টা
দিনে ৩-৪ ঘণ্টা
দিনে ৪ ঘণ্টার বেশি
আপনার প্রধান উইকির ব্যবহারকারীরা নিজেদের মধ্যে সাধারণত কীভাবে যোগাযোগ রক্ষা করেন?
আলোচনাসভা
নিবন্ধের আলাপ পাতা
ব্যবহারকারীর আলাপ পাতা
প্রকল্প পাতা
মেইলিং তালিকা
সামাজিক মিডিয়া (ফেসবুক, গুগল গ্রুপ, ইত্যাদি)
অন্যান্য (অনুগ্রহ করে উল্লেখ করুন):
আপনার ভাষা ও ব্যবহৃত প্রযুক্তির ক্ষেত্রে, নিম্নলিখিত কোন বিকল্পগুলি প্রযোজ্য?
আমার ভাষার ক্ষেত্রে কোনো অপারেটিং সিস্টেম ব্যবহার করা সম্ভব হয় না
আমার ভাষার ক্ষেত্রে কোন কী-বোর্ড ব্যবহার করা সম্ভব হয় না
আমার ভাষার ক্ষেত্রে কোন ব্রাউজার ব্যবহার করা সম্ভব হয় না
আমার ভাষার জন্য প্রযুক্তিগত কোনো সমস্যা নেই
অন্যান্য (অনুগ্রহ করে উল্লেখ করুন):
কী ধরনের সাহায্য উপলব্ধ থাকলে আপনি আরও বেশি অবদান করতে পারবেন?
কীভাবে সম্পাদনা করা হয় তা শেখালে
আলাপ পাতায় আমার প্রশ্নের উত্তর পেলে
উইকিপিডিয়ার নিয়মাবলী ও সম্প্রদায়ে অংশগ্রহণের আচরণবিধি সম্পর্কে সাহায্য পেলে
সম্পাদনার উন্নত ইন্টারফেস
আমার অবদানের জন্য অন্যান্য উইকিমিডিয়ানদের থেকে অভিনন্দন প্রাপ্ত হলে
আমার অবদানের স্বীকৃতি পেলে
নিশ্চিন্ত হলে যে আমার সম্পাদনা মুছে ফেলা হবে না
আমার অবদানের মাধ্যমে অন্যরা উপকৃত হবেন জেনে
অন্যান্য (অনুগ্রহ করে উল্লেখ করুন):
আপনি কি অন্য ভাষায় লেখা চমৎকার নিবন্ধগুলোকে অনুবাদ করে নিজের ভাষায় সেই নিবন্ধের প্রাথম খসড়া প্রস্তুত করেন?
ঘন ঘন
কখনো কখনো
খুবই কম
কখনো না
ইংরেজী ব্যতীত অন্যান্য ভাষায় উইকিপিডিয়া সম্পাদনা করার ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা কি? (যেমন, আপনি যদি বাংলায় লেখেন, তাহলে আপনি কি ধরণের পরিবর্তনের সম্মুখীন হন?)
আপনি কোন ধরণের টুলস (যেমন বানান পরীক্ষণ, স্বয়ং সম্পূর্ণ টুলস) ব্যবহার করতে চান?
আন্দোলনের পক্ষ থেকে কী ধরনের সহায়তা আপনার প্রয়োজন হতে পারে?
আমার এলাকায় উইকিপিডিয়া দল/চ্যাপ্টার তৈরীর জন্য
উইকিপিডিয়ার সংক্রান্ত খরচ বহণের জন্য
নতুন ধারণার পরীক্ষা নিরীক্ষা সংক্রান্ত খরচ বহণের জন্য
উইকিপিডিয়া সম্পর্কিত অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য বৃত্তি
আমার বিদ্যালয়ে উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রম সঞ্চালনার জন্য
স্থানীয় জাদুঘর/গ্রন্থাগারের সাথে যোগসাজস তৈরী করার জন্য
না, আন্দোলনের থেকে আমার কোনো ধরনের সহায়তার প্রয়োজন নেই
অন্যান্য (অনুগ্রহ করে উল্লেখ করুন):
উইকিপিডিয়া সম্পাদনা করতে সর্বপ্রথম আপনাকে কী অনুপ্রাণিত করে?
আমি একটি সমস্যা লক্ষ্য করে তা সংশোধন করতে ইচ্ছুক হই
আমি লক্ষ্য করি একটি বিষয়ের উপর কোনো নিবন্ধ নেই, এবং আমি তা তৈরী করি
নতুন ধরনের জ্ঞান প্রাপ্ত করার জন্য
আমি ইন্টারনেটে বিনামূল্য জ্ঞান বিতরণে অংশগ্রহণ করতে চেয়েছিলাম
আমি আমার ভাষায় বিষয়বস্তু লিখতে চেয়েছিলাম
একজন বন্ধু অথবা সহকর্মী আমাকে উৎসাহ দিয়েছেন
আমি উইকিপিডিয়া সম্পাদনা সম্পর্কিত বক্তৃতা বা কর্মশালায় অংশ নিয়েছিলাম
শিক্ষালয়ে প্রাপ্ত অ্যাসাইনমেন্টের অংশ হিসাবে আমি সম্পাদনা আরম্ভ করি
অন্যান্য (অনুগ্রহ করে উল্লেখ করুন):
শর্তসাপেক্ষ
আপনি কি উইকিপিডিয়ার শিক্ষা কার্যক্রম সম্পর্কে শুনেছেন?
হ্যাঁ, আমি এটি সম্পর্কে অবগত ও এতে অংশগ্রহণ করেছি
হ্যাঁ, আমি এটি সম্পর্কে অবগত, কিন্তু এতে অংশগ্রহণ করার সুযোগ হয়নি
হ্যাঁ, আমি এটি সম্পর্কে অবগত ও আমি মনে করি শিক্ষার ক্ষেত্রে উইকিপিডিয়া ব্যবহার করা অনুচিত
না, আমি এটি সম্পর্কে শুনিনি, কিন্তু এটি একটি চমৎকার প্রকল্প বলে মনে হচ্ছে
না, আমি এটি সম্পর্কে অবগত নই ও আমি মনে করি শিক্ষার ক্ষেত্রে উইকিপিডিয়া ব্যবহার করা অনুচিত
মোবাইল ডেটার খরচ কী উইকিপিডিয়া ব্যবহারে প্রতিবন্ধকতার সৃষ্টি করে?
হ্যাঁ
না, আমার ডেটা প্ল্যানের সাহায্যে আমি বিনামূল্যে ব্যবহার করতে পারি
না, আমার ডেটা প্ল্যানের সাহায্যে আমি বিনামূল্যে উইকিপিডিয়ায ব্যবহার করতে পারি, কিন্তু অন্য সাইটের জন্য আমি অর্থ ব্যয় করি
আপনি কী ধরনের ডাটা প্ল্যান ব্যবহার করেন?
সীমাহীন প্রবেশাধিকার
লিমিটেড বা সীমিত ডাটা প্ল্যান (মাসিক ডাটার সীমা কত?)
ব্যানার
অনুগ্রহ করে ২০১৪ গ্লোবাল সাউথ ইউজার সার্ভেতে অংশগ্রহনের জন্য এখানে [ক্লিক করুন]। অপনার অভিজ্ঞতার কথা জানান এবং উইকিপিডিয়া সমৃদ্ধ করতে সহায়তা করুন
আপনি যে কোনো সময়ে সার্ভেটি বন্ধ করে পরবর্তী কোনো সময়ে তা সম্পন্ন করতে পারবেন, কিন্তু এই বার্তাটি কেবলমাত্র একবারই আপনাকে দেখানো হবে