Fundraising 2010/Translation/bn

অন্যান্য ভাষাসমূহ
  ভূমিকা       বার্তা       কমিটি       পরীক্ষণ       অনুবাদ       হালনাগাদ    

২০১০ সালের অনুবাদ কেন্দ্রে স্বাগতম edit

এই পাতাটি আপনাকে এবারের তহবিল গঠন সংক্রান্ত সকল অনুবাদের অনুরোধ পাতার লিংক প্রদান করবে। ২০১০ সালের তহবিল গঠন হবে একটি গ্লোবাল ও সহযোগিতামূলক প্রচেষ্টা। আগের তহবিল গঠন কার্যক্রমগুলোর মতো এবারও তহবিল ব্যানার, ফর্ম, ও তথ্য পাতাগুলো বিভিন্ন ভাষায় অনুবাদের জন্য আমরা সম্পূর্ণভাবে আমাদের অনুবাদক দলের ওপর নির্ভরশীল। সারা পৃথিবী থেকে আসা এসকল স্বেচ্ছাসেবীদের প্রচেষ্টাই হচ্ছে বিশ্বব্যাপী সম্ভাব্য সবচেয়ে বেশি মানুষের কাছে এই বার্তা পৌছে দেওয়া। এবং এর ফলেই আমরা আসা করছি যে, এই পৃথিবীর প্রত্যেকটি মানুষের কাছে মানবজাতির সমস্ত জ্ঞানভাণ্ডার উন্মুক্ত করে দেওয়া সম্ভব হবে।

আমরা এমন ধরনের অনুবাদক খুঁজছি, যাঁরা তহবিল গঠনের বিভিন্ন তথ্যাদি ও বার্তা নিজেদের ভাষায় অনুবাদ করার মাধ্যমে আমাদের সাহায্য করবেন। আমরা এই ব্যাপারে সচেতন যে, কিছু বার্তা পুরোপুরি নিখুঁত বা সুন্দরভাবে অনুবাদ করা যাবে না, বা কষ্টকর হতে পারে। এজন্য যখন অনুবাদ করছেন, তখন যদি আপনার মনে হয়, যে বার্তা বা বাক্যটি একটু অন্যভাবে লিখলেও তা ভাষাগত, ও আবহগতভাবে একই অর্থ প্রকাশ করে, তবে সেভাবেই লিখুন। একবারে হুবহু শাব্দিক অনুবাদ করার প্রয়োজন নেই। যদি কাজ করবে এমন কোনো শব্দই খুঁজে না পাওয়া যায়, তবে অনুবাদের অনুরোধ (অর্থাৎ যে পাতায় অনুবাদ করছেন) পাতাতে তা নির্দেশ করুন এবং আলাপ পাতায় ঐ বিষয়ে একটি বার্তা রাখুন।

কোর মেসেজ, ব্যানার, এবং মেটার পাতাগুলো অনুবাদ করার মাধ্যমে এই বছরের তহবিল গঠন কার্যক্রম আরও বেশি সফল করতে আমাদের সহায়তা করুন। সম্প্রদায়ের সকলেই এই কাজে অংশগ্রহণ করবেন—এমনটিই আমাদের প্রত্যাশা, এবং এভাবেই আমারা নিশ্চিত করতে চাই যে, এই তহবিল গঠন কার্যক্রম উইকিমিডিয়া সম্প্রদায়ের সকলকেই উপস্থাপন করছে। এই বার্তাগুলো অনুবাদ ও তৈরির করার কাজে আপনার প্রচেষ্টার জন্য আপনাকে আগাম ধন্যবাদ।

সাধারণ পরামর্শ edit

  • শুরু করার জন্য দেখুন আমাদের প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্ন
  • এই বছরের ব্যানার ও ডিজাইনগুলো দেখতে কেমন হবে, তা জানতে পরীক্ষিত ব্যানারগুলো এবং ল্যান্ডিং পাতাগুলো দেখুন।
  • আপনি যদি মনে করেন আপনার অনুবাদের আরও কাজ করা প্রয়োজন বা ক্ষেত্র বিশেষে লিখিত অনুবাদটি ছাড়া অন্য কোনোটি ব্যবহার করা অনুচিত, তবে তা *** চিহ্ন দ্বারা নির্দেশ করুন।
  • পুনশ্চ: এই বার্তাগুলোর কতোগুলো গত বছরগুলোর বার্তার মতোই (বা সেগুলোকে ভিত্তি করে তৈরি)। আপনি তাই আগের বছরের অনুবাদটি-ই ব্যবহার করতে পারেন: ২০০৯, ২০০৮, ২০০৭

অনুবাদের অনুরোধ edit

উইকিপাতা (মেটা-উইকি) edit

তহবিল গঠনকারী বেশিরভাগ বিষয়ই (যেমন তথ্য পাতা, ল্যান্ডিং পাতা, ব্যানার, ইত্যাদি) মেটা-উইকিতে অনুবাদ করা হয়ে থাকে।

আপনি যদি এর আগে কখনও মেটা-উইকিতে অনুবাদ করে না থাকেন, তবে আমাদের অনুবাদের প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্নগুলো পড়ে দেখুন, এবং মেটার ব্যাবিলনের আলাপ পাতায় আপনার প্রশ্ন রাখুন।

মিডিয়াউইকি এক্সটেনশন (ট্রান্সলেটউইকি) edit

তহবিল গঠনের উদ্দেশ্যে যেসকল মিডিয়াউইকি বার্তা ব্যবহৃত হবে, তা ট্রান্সলেটউইকি ডট নেটের মাধ্যেমে অনুবাদ করা হবে। এই উইকিটি মূলত মিডিয়াউইকি সফটওয়্যারের ইন্টারফেস অনুবাদে ব্যবহৃত হয়।

বর্তমানে দুই ধরনের এক্সটেনশন অনুবাদ করা যাবে:

আপনি যদি আগে কখনও ট্রান্সলেটউইকি ব্যবহার করে না থাকেন, তবে সাহায্যের জন্য আপনি এর ভূমিকা পাতাটি পড়ে নিতে পারেন।