সর্বজনীন আচরণবিধি/সংবাদ/১/বৈশ্বিক বার্তা

This page is a translated version of the page Universal Code of Conduct/Newsletter/1/Global message and the translation is 100% complete.

Universal Code of Conduct News – Issue 1

সর্বজনীন আচরণবিধি সংবাদ
সংখ্যা ১, জুন ২০২১সম্পূর্ণ সংবাদটি পড়ুন


সর্বজনীন আচরণবিধি সংবাদের প্রথম সংখ্যায় স্বাগতম! এই সংবাদ প্রকাশনাটি উইকিমিডিয়ানদের এই নতুন আচরণবিধির উন্নতি কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রাখতে এবং সর্বজনীন আচরণবিধি সম্পর্কিত খবর, গবেষণা, এবং ভবিষ্যত কার্যক্রম সংক্রান্ত খবর পরিবেশনে ভূমিকা রাখবে।

অনুগ্রহ পূর্বক লক্ষ্য করুন যে, এটি সর্বজনীন আচরণবিধি সংবাদের প্রথম সংখ্যা যা সকল সাবস্ক্রাইবার এবং প্রকল্পে ঘোষণা হিসেবে বিলি করা হয়েছে। আপনি যদি এই নিউজলেটারের ভবিষ্যত সংখ্যাগুলো আপনার আলাপ পাতা, সম্প্রদায়ের আলোচনাসভা, বা উপযুক্ত অন্য কোনো পাতায় পেতে চান তবে আপনাকে এখানে সাবস্ক্রাইব করতে হবে।

আপনি সংবাদের সংখ্যাগুলো আপনার ভাষায় অনুবাদ করার মাধ্যমে আমাদের সাহায্য করতে পারেন। এর ফলে আপনি সংবাদ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নতুন আচরণবিধি বিষয়ে সচেতনতা তৈরি করার মাধ্যমে আমাদের প্রিয় সম্প্রদায়কে নিরাপদ রাখতে সাহায্য করতে পারেন। যদি আপনি খসড়া সংখ্যাগুলো প্রকাশের আগে অনুবাদ করে আমাদের সাহায্য করতে চান, অনুগ্রহ করে এখানে আপনার নাম যোগ করুন। আপনার অংশগ্রহণ অত্যন্ত মূল্যবান ও প্রশংসনীয়।

  • অ্যাফিলিয়েটদের সাথে আলোচনা – সকল ধরন ও আকারের উইকিমিডিয়া অ্যাফিলিয়েটদেরকে ২০২১ সালের মার্চ ও এপ্রিল মাস জুড়ে বৈশ্বিক আচরণবিধির অ্যাফিলিয়েটদের সাথে আলোচনায় অংশগ্রহণ করার আমন্ত্রণ জানানো হয়েছে। (আরও পড়ুন)
  • ২০২১-এর মূল আলোচনা – ২০২১ সালের এপ্রিল ও মে মাস জুড়ে উইকিমিডিয়া ফাউন্ডেশন আচরণবিধি নীতিমালা প্রয়োগের মূল বিষয়গুলো নিয়ে আলোচনার আয়োজন করে যেখানে বৃহত্তর উইকিমিডিয়া সম্প্রদায়ের কাছে সর্বজনীন আচরণবিধির প্রয়োগের বিষয়ে মতামত আহবান করা হয়। (আরও পড়ুন)
  • গোলটেবিল আলোচনা – সর্বজনীন আচরণবিধির সমন্বয় দল আচরণবিধির প্রয়োগের মূল বিষয়গুলো নিয়ে সরাসরি আলোচনার জন্য ২০২১ সালের মে মাসে দুইটি দেড় ঘণ্টা ব্যাপী গোলটেবিল আলোচনা আয়োজন করে। আরও আলোচনার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। (আরও পড়ুন)
  • ২য় ধাপের খসড়া প্রণয়নকারী দল – সর্বজনীন আচরণবিধির ২য় ধাপের খসড়া প্রণয়নকারী দল গত ১২ মে ২০২১ তারিখে তাদের কর্মকাণ্ড শুরু করেছে। তাদের কাজ সম্পর্কে আরও পড়তে পারেন। (আরও পড়ুন)
  • ডিফ ব্লগ – সর্বজনীন আচরণবিধি সমন্বয়কগণ ২০২১ সালের প্রথম দিকে আয়োজিত স্থানীয় প্রকল্পে আলোচনা চলাকালীন সময়ে জানতে পারা বিভিন্ন কৌতুহল-উদ্দীপক বিষয় এবং সম্প্রদায়ের মতামতের উপর ভিত্তি করে কয়েকটি ব্লগ পোস্ট লিখেছেন। (আরও পড়ুন)