Translation requests/WMF/Our projects/bn

উইকিমিডিয়া ফাইন্ডেশনের প্রায় সকল প্রকল্পসমূহ মিডিয়াউইকি সফটওয়্যারটির মাধ্যমে এর ব্যবহারকারীগণ সমন্বিতভাবে করে থাকেন। প্রকল্পের কাজগুলি GNU মুক্ত ডকুমেন্টেশন লাইসেন্সের অধীনে করা হয় তবে উইকিসংবাদ এর ব্যতিক্রম, এটি প্রকাশ করা হয় Creative Commons Attribution 2.5 লাইসেন্সের অধিনে। মুক্ত লাইসেন্সে প্রকাশের অর্থ হল এখানকার সকল তথ্য মুক্তভাবে ব্যবহার, সম্পাদনা বা বিতরণের সকল সত্ত্ব ঐ লাইসেন্স দ্বারা সংরক্ষিত। উইকিমিডিয়া উইকিগুলির তালিকা থেকে প্রকল্প গুলোর তালিকা পাওয়া যাবে।

Wikimedia projects family
লক্ষ করবেন যে এমন ওয়েবসাইট আছে যারা MediaWiki সফটওয়্যারটি ব্যবহার করে। কিছু ওয়েব সাইটের ঠিকানা আছে 'Wiki-' অথবা '-pedia' যুক্ত, আবার এমন অনেক ওয়েব সাইট আছে যাদের ডোমেইন নামও আমাদের প্রকল্পগুলির নামের সাথে মিলে যায়। তবে এদের সাথে উইকিমিডিয়ার সম্পৃক্ততা নেই, উইকিমিডিয়া পরিচালিত প্রকল্পগুলির নামের তালিকা নিচে দেয়া হল।

উইকিপিডিয়া edit

 
উইকিপিডিয়ার প্রতীক

উইকিপিডিয়া হল এমন একটি প্রকল্প যেটির মূল উদ্দেশ্য হল পৃথিবীর সকল ভাষায় বিশ্বকোষ তৈরী করা। ইন্টারনেটের ব্যবহারের সুযোগ আছে এমন যে কোন ব্যক্তি এটিতে অংশগ্রহন করতে পারে।

উইকিপিডিয়া শুরু করা হয়েছিল জানুয়ারী ২০০১ সালে, বর্তমানে এখানে ২৫০টি ভাষার ১ কোটির অধিক নিবন্ধ রয়েছে। ইংরেজী উইকিপিডিয়া সবচাইতে বেশী সমৃদ্ধ, এখানে নিবন্ধের সংখ্যা ২০ লক্ষের কিছু বেশী। এর পর পরই রয়েছে জার্মান, ফরাসি, পোলিশ এবং জাপানি উইকিপিডিয়া এদের প্রত্যেকটিরই রয়েছে ৫ লক্ষের অধিক নিবন্ধ। আরও ১৭টি ভাযার উইকিপিডিয়া আছে যেগুলিতে নিবন্ধ-এর সংখ্যা ১ লক্ষের বেশী এবং এক হাজার নিবন্ধ রয়েছে এমন উইকিপিডিয়ার সংখ্যা ১০০ এর ও বেশী।

উইকিপিডিয়া এর বিশাল সম্প্রদায়ের কারণেই বেশী পরিচিত। ২০০৪ সালে ওয়েবি অ্যাওয়ার্ড প্রিক্স আরস ইলেক্ট্রনিকার গোল্ডেন নিকা পুরস্কার পায় যথাক্রমে "সম্প্রদায়" এবং "ডিজিটাল সম্প্রদায়" বিষয়শ্রেণীতে। প্রকল্পের শুরু হতে আজ পর্যন্ত ১০০,০০০ এরও বেশী নিবন্ধিত ব্যবহারকারী আছেন যারা নূন্যতম ১০টি সম্পাদনা করেছেন। [1] অ্যাকাউন্ট তৈরী করা হয়েছে প্রায় ৩৪ লক্ষেরও অধিক। যেকোন ভাষার উইকিপিডিয়ার ক্ষেত্রেই প্রায় ১০০০এর মতো বিশেষ ব্যবহারকারী আছেন যারা সম্পাদনার কাজটি বেশী করেন।

কিছু উইকিপিডিয়া আছে যারা নিয়মিত প্রকাশনা মুক্ত করে অথবা প্রকাশনা মুক্তের পরিকল্পনা আছে। জার্মান উইকিপিডিয়া বছরে ২ বার ডিরেক্টমিডিয়া পাবলিশিং এর সাথে সমন্বিত ভাবে ডিভিডি আকারে উইকিপিডিয়া প্রকাশ করে, পোলিশ উইকিপিডিয়া এরকম ডিভিডি মুক্ত করে বছরে একবার।

উইকিঅভিধান edit

 
উইকিঅভিধানের প্রতীক

উইকিঅভিধান এমন একটি প্রকল্প যাতে উদ্দেশ্য হল প্রত্যেক ভাষায় বহুভাষী মুক্ত কন্টেন্টের অভিধান তৈরি করা। অর্থাৎ এখানকার প্রতিটি অভিধানে অন্যান্য সকল ভাষার সকল শব্দের অর্থ ও সংজ্ঞা পাওয়া যাবে। এটি প্রচলিত অভিধানগুলি থেকে কিছুটা ভিন্ন করে তৈরী করা হচ্ছে, যেমন শুধু শব্দের অর্থ ছাড়াও এখানে পাওয়া যাবে অনুবাদ , শব্দের উচ্চারণ, শব্দটির উৎস অর্থাৎ এটি কোন ভাষা থেকে এর উৎপত্তি, কিভাবে পরিবর্তীত হয়েছে, বিভিন্ন উক্তি সর্বোপরি কোন বিষয় সম্পর্কিত একটি পূর্ণ তথ্যভান্ডার তৈরী করাই এই প্রকল্পের উদ্দেশ্য। এই প্রকল্পের কাজ শুরু করা হয়েছিল ডিসেম্বর ২০০২ সালে এবং জানুয়ারী ২০০৮ পর্ষন্ত এখানে ১০০ এর ও বেশী ভাষার প্রায় ৩০০০০০০ নিবন্ধ যুক্ত করা হয়েছে। ইংরেজী উইকিঅভিধানটি সবচাইতে বড়, এর পরেই রয়েছ ফরাসি, তুর্কী ও ভিয়েতনামের উইকিঅভিধান। এই চারটি অভিধানের প্রতিটিরই রয়েছে ২০০,০০০ এর বেশী নিবন্ধ। আরও ৯টি ভাষার অভিধান আছে যেখানে নিবন্ধের সংখ্যা ১০০,০০০ এর কিছু বেশী। নূন্যতম ১০০০ নিবন্ধ রয়েছে এমন অভিধান রয়েছে প্রায় ৬৭টি।

উইকিঅভিধান মিডিয়াউইকি কমন্স এর সাথে সমন্বিতভাবে তৈরী করা হয়েছে। উইকিঅভিধান বা এধরনের প্রকল্পে শব্দের সঠিক উচ্চারন জানার প্রয়োজন হয় সেজন্য কমন্সে অনেক উচ্চারনের অডিও ফাইল যুক্ত করা হয়েছে সেগুলি এখান থেকেও ব্যবহার করা যাবে।

উইকিউক্তি edit

 
উইকিউক্তির প্রতীক

উইকিউক্তি হল বিখ্যাত ব্যক্তি, বই, ভাষণ, চলচ্চিত্র সহ যেকোন সৃজনশীল কার্যক্রম থেকে সংগৃহীত উক্তির একটি সংকলন। প্রবাদ-প্রবচন, স্লোক, জিগির, স্লোগান প্রভৃতিও উইকিউক্তির অন্তর্গত।

প্রকল্পটি ২০০৩ সালের জুলাই মাসে শুরু হয়; ২০০৮ সালের জানুয়ারি পর্যন্ত এতে প্রায় ৫০টি ভাষায় ৭৫,৯০৩টিরও বেশি পাতা রয়েছে। উইকিউক্তির সর্বোবৃহৎ সংস্করণ হল ইংরেজী সংস্করণ, যাতে ১৫,০০০ এরও বেশি পাতা রয়েছে। জার্মান, ইতালীয় এবং পোলিশ ভাষার উইকিউক্তির প্রত্যেকটিতে ৫,০০০ এরও বেশী করে নিবন্ধ রয়েছে।

উইকিবই edit

 
Wikibooks logo

বিনামূল্যের একটি ই-বই সংগ্রহশালা তৈরী করার উদ্দেশ্যে উইকিবই সৃষ্টি করা হয়েছে, যাতে পাঠ্যবই, ভাষা শিক্ষা, পাঠ্যসূচি এবং উন্মূক্ত বিষয়ের বই অন্তর্ভূক্ত থাকবে। এটি একই সাথে উচ্চবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের (স্বনির্দেশনা) দিতে এবং শিক্ষকবৃন্দদের সাহায্য করার লক্ষে কাজ করবে। জানুয়ারী ২০০৮ পর্যন্ত ইংরেজী উইকিবই এর সংগ্রহ সবচেয়ে বেশী; ২৮,০০০ বিভাগ-এ বিভক্ত এই সংকলনে মোট ৩,০০০ প্রক্রিয়াধীন বই নিয়ে কাজ করা হচ্ছে। ইংরেজী-এর পরেই রয়েছে জার্মান ও পর্তুগিজ উইকিবই যেখানে বিভাগ রয়েছে ৫,০০০ এর কিছু বেশী। ২০০৩ সালে উইকিবই প্রকল্প শুরু করা হয়েছিল, বর্তমানে এই প্রকল্পের কাজ আরও ৫০ টিরও বেশী ভাষায় শুরু করা হয়েছে। এখানে মোট বিভাগ রয়েছে ৮৪,০০০ এর বেশী এবং বই এর সংখ্যাও অতিক্রম করেছে ৫,০০০ এর সীমানা।

উইকিসংকলন edit

 
উইকিসংকলনের প্রতীক

উইকিসংকলন একটি বহুভাষীক প্রকল্প। এই প্রকল্পের কাজ শুরু করা হয় নভম্বের ২০০৩। মুক্ত কন্টেন্টগুলির সংকলন তৈরি এবং বিতরণ করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য। তবে শুধুমাত্র সংকলন তৈরী করা ছাড়াও উইকিসংকলনে সকল লেখা অন্যান্য ভাষাগুলিতে অনুবাদের কাজটিও করা হয় এখানে। একেবারে শুরুর দিকে, সকল ভাষার লেখা (হিব্রু বাদে) একটি উইকিতে সংকলিত করা হয়েছিল তবে এখন প্রতিটি ভাষার জন্য আলাদা উইকিসংকলন তৈরী করা হয়েছে।

২০০৮ এর জানুয়ারি পর্যন্ত, উইকিসংকলনে সর্বোমোট ৩১৫,০০০ লেখা রয়েছে।ইংরেজী উইকিসংকলন সবচেয়ে বড়, যাতে ১০৪,০০০ গুলো লেখা রয়েছে।

উইকিপ্রজাতি edit

 
উইকিপ্রজাতীর প্রতীক

উইকিপ্রজাতি একটি মুক্ত উইকি প্রকল্প যেটির লক্ষ্য হল শ্রেণীবিণ্যাস করনের জন্য একটি কেন্দ্রীয় ও বিস্তৃত তথ্যভান্ডার তৈরী করা। বৈজ্ঞানিক কাজে ব্যবহারের উদ্দেশ্যে ১৪ জানুয়ারী ২০০৪ সালে উইকিপ্রজাতি প্রকল্পের কাজ শুরু করা হয়েছিল, এবং জানুয়ারী ২০০৮ এর মধ্যে এখানে ১২৫০০ এর কিছু বেশী নিবন্ধ যুক্ত করা হয়েছে। আরও সমৃদ্ধ করার পর উইকিপ্রজাতি Encyclopedia of Life প্রকল্পের সাথে সমন্বয় করার পরিকল্পনা রয়েছে।

উইকিসংবাদ edit

 
উইকিসংবাদের প্রতীক

উইকিসংবাদ প্রকল্প ২০০৪ সালের ডিসেম্বর মাসে শুরু হয় যার উদ্দেশ্য বিভিন্ন বিষয়ের উপর খবরের প্রতিবেদন তৈরি করা। ২০০৮ সালের জানুয়ারি পর্যন্ত ২৩টি ভাষায় উইকিসংবাদ শুরু হয়, যাতে সর্বোমোট ৪৮,০০০ এরও বেশি সংবাদ তৈরি হয়েছে। (ইংরেজী সহ আরও কিছু উইকিসংবাদে RSS ফিডের মাধ্যমে গ্রাহক হওয়া যায়) বিশ্বের বিভিন্ন অঞ্চলে বসবাসকারীগণ সহযোগীতার মাধ্যমে খবরের প্রতিবেদন লিখেন। প্রতিবেদনের ব্যপ্তি হয় মৌলিক খবর, সাক্ষাৎকার থেকে শুরু কোন বহিঃউৎস থেকে সংগৃহীত খবরের সারাংশ পর্যন্ত। সমস্ত কিছু অবশ্যই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে লিখতে হবে।

বর্তমানে উইকিসংবাদের দুটো উদ্দেশ্য রয়েছে: বাণিজ্যিক খবরের সাইটগুলোর বিকল্প হিসেবে মুক্ত কন্টেন্ট পরিবেশন করা এবং নিবন্ধগুলো নির্ভরযোগ্য এবং গভীরভাবে পর্যালোচনা করা।

উইকিবিশ্ববিদ্যালয় edit

 
উইকিবিশ্ববিদ্যালয়ের প্রতীক

উইকিবিশ্ববিদ্যালয় এমন একটি প্রকল্প যা শিক্ষামূলক বিষয়বস্তু এবং শিক্ষানবিশ বিশেষ করে গবেষণার জন্য তৈরি। এটি পরীক্ষামূলক ভাবে উইকিমিডিয়া প্রকল্প হিসেবে ইংরেজী, জার্মান ভাষায় এবং বহু-ভাষীক সমন্বয়কারী উইকিবিশ্ববিদ্যালয় সহ শুরু হয় আগস্ট ১৫, ২০০৬ সালে। এরপরেই শুরু হয় ফরাসি, গ্রীক, ইতালীয় এবং স্পেনীয় ভাষার উইকিবিশ্ববিদ্যালয়। এছাড়াও এর নাম যাই প্রস্তাব হোক, উইকিবিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় (অথবা বিশ্ববিদ্যালয় পর্যায়ের) স্তরের সামগ্রীর মধ্যে সীমাবদ্ধ নয়,সাথে সাথে এর বিষয়বস্তু এবং সম্প্রদায় সব স্তরের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। যেভাবে এটা কার্যক্রম ও গোষ্টী শিক্ষা সহজতর করে তা এখনো প্রসারিত হচ্ছে, কিন্তু 'অনুশীলনের দ্বারা শিক্ষা' বা 'অভিজ্ঞতার দ্বারা শিক্ষা' এর সাপেক্ষে কেন্দ্রীভূত।

উইকিমিডিয়া কমন্স edit

 
উইকিমিডিয়া কমন্সের প্রতীক

উইকিমিডিয়া কমন্স সেপ্টেম্বর ২০০৪ এ শুরু করা হয়েছিল আলোকচিত্র, রেখাচিত্র, মানচিত্র, ভিডিও, এনিমেশন, গান সহ অন্যান্য সকল মুক্ত মাধ্যমের একটি ভান্ডার তৈরী করার উদ্দেশ্যে। বহুভাষীক এই প্রকল্প প্রায় ১০০টি ভাষায় ব্যবহৃত হচ্ছে। মিডিয়াউইকি কমন্স উইকিপিডিয়ার সকল প্রকল্পের জন্য একটি কেন্দ্রীয় তথ্য ভান্ডার হিসাবে ব্যবহৃত হয়।

মুক্ত স্থিরচিত্র, ডায়াগ্রাম, মানচিত্র, চলচ্চিত্র, অ্যানিমেশন, শব্দ, বাজনা সহ অন্যান্য মুক্ত মিডিয়া ফাইলের একটি কেন্দ্রীয় সংগ্রহশালা গড়ে তোলার লক্ষ্যে ২০০৪ সালের সেপ্টেম্বরে শুরু হয় উইকিমিডিয়া কমন্স। এটি একটি বহুভাষীক প্রকল্প যাতে বেশ কয়েক ডজন ভাষা ভাষী অবদানকারী রয়েছে, এটি উইকিমিডিয়া প্রকল্পগুলোর কেন্দ্রীয় সংগ্রহশালা হিসেবে কাজ করে।

এই প্রকল্পের কন্টেন্টের পরিমান খুব দ্রুত গতিতে বাড়ছে। এর মিডিয়া ফাইলের সংখ্যা ২০ লক্ষে পৌছানোর এক বছরেরও কম সময়ে ২০০৮ এর জুলাই মাসে এ সংখ্যা দাড়ায় ৩০ লক্ষ। উইকিমিডিয়া কমন্স ২০০৫ সালের মে মাসে 2005 Prix Ars Electronica সম্মাননা লাভ করে।

গুণি অবদান তুলে ধরার জন্যে এই প্রকল্পের দুইটি গোষ্টী-পরিচালিত ব্যবস্থা আছে: Featured pictures যা অবদানের নির্যাসকে স্বিকৃতি দেয়, এবং Quality images, যা উইকিমিডিয়া সম্পাদকের সুরচিত সৃষ্টির স্বিকৃতি দেয়। ২০০৬ সাল থেকে Picture of the Year নামে একটি প্রতিযোগিতা চালু রয়েছে। মুক্ত ছবির এই উৎসবে উইকিমিডিয়া সম্প্রদায়ের সকলকে যোগ দেবার আহবান জানানো হয় এখানে। এছাড় উচ্চ দক্ষতা সম্পন্ন একদল প্রদায়ক মুক্ত লাইসেন্সের অধীনে তাদের কাজগুলি উইকিমিডিয়া কমন্স-এ প্রকাশ করেছেন যেগুলি প্রদর্শনের জন্য দেয়া আছে Meet our photographers এবং Meet our illustrators নামের দুটি পাতাতে।

উইকিমিডিয়া কমন্স সম্পর্কে বিস্তারিত জানতে এখানে দেখুন Spotlight on Wikimedia Commons.


সম্পর্কিত প্রকল্পসমূহ edit

মিডিয়াউইকি edit

 
মিডিয়াউইকির প্রতীক

মিডিয়াউইকি জিপিএল লাইসেন্সের অধিনে তৈরী করা একটি উইকি ইঞ্জিন । মিডিয়াউইকি সফটওয়্যারটি উইকিমিডিয়ার সকল প্রকল্প সহ অন্যান্য অনেক ওয়েব সাইটে ব্যবহার করা হয়।

২০০৫ সালে মিডিয়াউইকি les Trophées du Libre এ "বিশেষ পিএইচপি পুরস্কার" পায়। ২০০৭ এ মিডিয়াউইকি পৃথিবীর বিভিন্ন ওয়েবসাইট ও প্রকল্পে ব্যবহার করা হয় এবং ১০ লক্ষের ও অধিক বার SourceForge সফটওয়্যার আর্কাইভ থেকে ডাউনলোড করা হয়।

আরও বিস্তারিত জানার জন্য MediaWiki, উইকিপিডিয়া নিবন্ধ, অথবা মিডিয়াউইকির ওয়েব সাইট দেখুন।

তথ্যসূত্র edit

  1. নিবন্ধিত ব্যবহারকারীরা কোন কোন প্রকল্পে যুক্ত আছেন এখান থেকে আপনি এটি জানতে পারবেন