Training modules/Dealing with online harassment/slides/understanding-actionable-versus-non-actionable/bn

অভিযোগের তদন্ত: "একশন নেওয়ার মত" এবং "একশন না নেওয়ার মত" বিষয় সম্পর্কে ধারণা রাখা

আপনার তদন্তে উঠে আসা সব কিছুই একশন নেওয়ার মত হবে এমন নয়। যেখানে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বলে প্রমাণিত হয়েছে এরকম ক্ষেত্রে আপনি অভিযোগকারীর বিরোদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না। উদাহরণস্বরুপ, যদি কোন হয়রানি সামাজিক যোগাযোগের মাধ্যমে ঘটে থাকে সেক্ষেত্রে আপনি যদি সামাজিক যোগাযোগের মাধ্যমটি উইকিপিডিয়ার একাউন্টের সাথে সংযুক্ত না করতে পারেন সেক্ষেত্রে আপনার পক্ষে কোন ধরণের একশন নেওয়া সম্ভব হবে না। আবার কিছু কিছু ক্ষেত্রে এমনও হতে পারে যে, আপনি প্রমাণ করতে পারলে সেটি স্থানীয় নীতিমালার সাথে সাংঘর্ষিক না হওয়াতে কোন ধরণের ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না।

এক্ষেত্রে আপনার করণীয় হল যিনি অভিযোগ দিয়েছেন তাকে সহায়তা করা কিন্তু হয়রানীকারীকে শস্তি না দেওয়া। মনে রাখুন কোন ধরণের একশন না নেওয়ার মানে এই নয় যে, অভিযোগকারী ভুল অভিযোগ দিয়েছেন। এটা দ্বারা এটাও বুঝায় না যে, অভিযোগটি ভুল বা কোন পক্ষ নির্দোষ। ভুল অভিযোগ এবং একশন না নেওয়া প্রতিবেদনের মধ্যে পার্থক্য রয়েছে। এটা দ্বারা শুধুমাত্র এটা বুঝায় যে, আপনি সরাসরি কোন একশন নিতে পারছেন না।