কৌশল/উইকিমিডিয়া আন্দোলন/২০১৭/উৎস/চক্র ৩/জুলাই ১ থেকে ৯ পর্যন্ত সারাংশ
এই পাতাটিতে তৃতীয় চক্রের ১লা জুলাই থেকে ৯ই জুলাই পর্যন্ত আলোচনার সারাংশ বিদ্যমান। এই পাতায় ব্যবহৃত বিভিন্ন ভাষাকোড সমূহ ইতিমধ্যে বিদ্যমান ভাষা কোড অনুসারেই তৈরি করা হয়েছে। উদাহরণস্বরুপ, আরবী উইকিপিডিয়ার ভাষাকোড হল এআর এবং এই পাতাতে আরবি উইকিপিডিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে এআর। এই প্রতিবেদন তৈরির সময় উক্ত উৎস পাতায় কতটি মন্তব্য রয়েছে এ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য সম্প্রদায় ভিত্তিক সারাংশে মন্তব্যের সংখ্যাও জুড়ে দেওয়া হয়েছে।
প্রথম সপ্তাহের চ্যালেঞ্জ: এই পরিবর্তনশীল বিশ্বে আমাদের সম্প্রদায় ও বিষয়বস্তু কিভাবে খাপ খেতে পারে বলে মনে করেন?
প্রধান বিষয়
আমাদের উইকিমিডিয়ার সব প্রকল্পই পশ্চিমাদের মত করে লিখিত এবং পশ্চিমা ধাঁচের বিশ্বকোষ সারা বিশ্বের সবার জ্ঞান সংগ্রহের আগ্রহ পূরণ করতে পারছে না।
বিশ্বব্যাপী জ্ঞান বিনিময়ের ধরণ পরিবর্তন হয়ে আরও বেশি সামাজিকতা লাভ করেছে।
- ইংরেজি উইকিপিডিয়ানদের আলোচনা অনুসারে (১৩ম) আমাদের সহযোগীদের সাথে কাজ করতে হবে একইসাথে বিভিন্ন সম্প্রদায়ের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে (§En1.4) এবং মানের দিকে নজর দিতে হবে। (§En1.2) এছাড়াও তারা আরও বেশি ভিডিও(§En1.9), সামাজিক যোগাযোগ মাধ্যমে উইকিপিডিয়ার প্রচারণা ও যুবকদের উৎসাহ প্রদান করার পরামর্শ দেন।(§En1.8)
- ফরাসি উইকিপিডিয়ার আলোচনা অনুসারে (১০ম) তারা বিশেষজ্ঞদের নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এই গবেষণাকে পক্ষপাতি বলে মনে করেন। (§Fr1.5) এছাড়াও তারা উইকিপিডিয়ার পঞ্চস্তম্ভ সমুন্নত রাখার কথা বলেন(§Fr1.3) এবং উইকিবিশ্ববিদ্যালয় ও ভিকিডিয়া ইতিমধ্যেই প্রয়োজন অনুসারে পাঠকদের চাহিদা পূরণ করছে।(§Fr1.2)
- জার্মান উইকিপিডিয়ানদের আলোচনা অনুসারে (২০ম) তারা বলেন আমরা এখানে বিশ্বকোষ তৈরি করছি, (§De1.1) কম সংখ্যাক বা বেশি সংখ্যাকম মানুষ কি মনে করছে এটি আমাদের দেখার বিষয় নয়। (§De1.2) তারা বলেন আমরা নতুন কোন প্রকল্প তৈরি করতে পারি কিন্তু বর্তমান নীতিমালা পরিবর্তনের কোন যুক্তি নেই। (§De1.14) এছাড়া আমরা উইকিমিডিয়ার অন্য প্রকল্পগুলোও সহায়তা করতে পারি। (§De1.5) কিছু লোক মনে করেন এই কৌশল আন্দোলনের ফলাফল ইতিমধ্যেই নির্ধারিত হয়েছে।(§De1.16) (§De1.17)
- হিন্দি উইকিপিডিয়ার হোয়াটসঅ্যাপ আলোচনা অনুসারে (৬ম) আমাদের বর্তমান মডেল পরিবর্তনের কোন কারণ নেই, এছাড়া লেখার সাথে অডিও যুক্ত করা যেতে পারে। (§Hi1.4) আমরা সামাজিকযোগাযোগের মাধ্যমের সাথে সহযোগিতা বাড়াতে পারি কিন্তু আমাদের সামাজিক যোগাযোগের মাধ্যম হওয়া উচিত নয়। (§Hi1.5) একজন ব্যক্তি শিশুদের জন্য বিশ্বকোষ তৈরির কথা বলেন। (§Hi1.6) হিন্দি সম্প্রদায়ের সতন্ত্র আলোচনায় (১৩ম) তারা বলেন আমাদের বিষয়বস্তু বিভিন্ন ভাষায় পাওয়ার ব্যবস্থা করতে হবে। প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের নতুন প্রকল্প তৈরি করা উচিত। (§Hi2.7) আমাদের প্রতিযোগিতা সামাজিক যোগাযোগের মাধ্যমের সাথে নয় বরং আমরা তাদের সাথে কাজ করতে পারি। (§Hi2.13) এছাড়ারাও তারা বলেন আমাদের অধিকাংশ সদস্য ভিডিও বানাতে পারেন না এবং এগুলোতে রিভিশন দেওয়া সম্ভব হবে না। (§Hi2.12)
- ইতালীয় উইকিপিডিয়ার আলোচনা অনুসারে (৯ম), আমাদের ভিজ্যুয়াল তথ্য (§It1.1) ও সম্প্রদায়ের সদস্যদের মধ্যে যোগাযোগ বাড়ানোর উপর গুরুত্বারোপ করা উচিত। (§It1.9) যদিও উইকিপিডিয়া সামাজিক যোগাযোগ নয় (§It1.4) তবুও আমরা সামাজিক যোগাযোগ ব্যবহার করতে পারি। (§It1.8) এছাড়াও ব্যবহারকারীরা নিবন্ধ রেটিং ও ফিডব্যাক ব্যবস্থা চালুর কথা বলেন এবং আমরা অনলাইন তথ্যসূত্র সংগ্রহশালায় রাখতে পারি। (§It1.17)
- মেটা উইকির (২৯ম) আলোচনা অনুসারে, প্রথম সপ্তাহের ধারণার উপর তাদের বিভিন্ন মত রয়েছে কেউ কেউ মনে করেন তরুনরা যে পদ্ধতিতে তথ্য সংগ্রহ করে সেটি আমাদের বিবেচনায় নিয়ে কোন ধরণের ব্যবস্থা গ্রহণ করা উচিত (§Meta1.17) যদিও কেউ কেউ মনে করেন যে, উইকিপিডিয়াকে বিশ্বকোষীয়ভাবেই জ্ঞান দান করা উচিত (§Meta1.18) এটিকে খুব বেশি হাস্যকর হওয়া উচিত নয় (§Meta1.2) এবং একজন ব্যবহারকারী বলেন যদি বর্তমান মডেল পরিবর্তন হয় সেক্ষেত্রে তিনি প্রকল্প ত্যাগ করবেন। (§Meta1.7) অনেক অংশগ্রহণকারী বিশ্বকোষীয় লেখার বাইরেও ভিডিও ও অডিওর দিকে নজর দিতে বলেন। (§Meta1.25) তারা এটাও বলেন যে বর্তমান মডেল ভিন্ন ভিন্ন সম্প্রদায়কে একসাথে করতে পারছে না, (§Meta1.4) আমাদের এটা স্বীকার করতেই হবে।(§Meta1.22)
- পোলিশ উইকিপিডিয়ার (১২ম) আলোচনা অনুসারে ঐতিহ্যগত উইকিপিডিয়াই যথেষ্ঠ (§Pl1.2) তবে আমরা এটিকে আরও আকর্ষনীয় করে তুলতে এতে মাল্টিমিডিয়া যুক্ত করতে পারি (§Pl1.5) এবং এগুলো করতে আমাদের বাইরের বিশেষজ্ঞদের সাহায্য প্রয়োজন। গুগল ফলাফলে আমাদের সবার উপরে থাকা আমাদের পাঠক নিয়ে সমস্যা তৈরি করবে না (§Pl1.9) তবে গুগল কোন সময় আমাদের প্রতিযোগী হিসেবে আত্ম প্রকাশ করতে পারে। (§Pl1.10)
- পাঞ্জাবি সম্প্রদায় (১২ম) আলোচনা করেছে যে, আমাদের অডিওর দিকে নজর দিতে হবে যদিও নিবন্ধের মান নিয়ন্ত্রনের কোন বিকল্প নেই। (§Pa1.5)তারা আরও বলেন যে, আমাদের সমমনা সংস্থার সাথে সহযোগিতা বাড়াতে হবে (§Pa1.9) এবং প্রশ্নত্তোরের জন্য আমাদের নতুন প্রকল্প চালু করা উচিত। (§Pa1.7) কেউ কেউ মনে করেন যে, উইকিপিডিয়াকে আরও বেশি সামাজিক হওয়া উচিত (§Pa1.3) যদিও অনেকেই বলেন যে, আমাদের কাজ বিশ্বকোষ রচনা করা সামাজিক যোগাযোগ হওয়া আমাদের উচিত হবে না।(§Pa1.10)
- স্প্যানীয় উইকিপিডিয়ার আলোচনা অনুসারে (২ম) আমাদের নতুন উইকিপিডিয়ানদের উৎসাহ প্রদান করতে হবে। (§Es1.2) স্প্যানীয় সম্প্রদায়ের টেলিগ্রাম চ্যাট অনুসারে (১৫ম) সম্প্রদায় স্পোকেন উইকিপিডিয়া, যারা তথ্য তথ্য সংগ্রহে অপারগ তাদের সাহায্য করা (§Es2.1) ও মাল্টিমিডিয়া ইন্টারফেইস উন্নত করা নিয়ে কথা বলেন। (§Es2.11)
- উর্দু সম্প্রদায়ের আলোচনা অনুসারে (১০ম) উইকিপিডিয়াকে উন্নত করার সাথে সাথে ভিডিও এবং প্রশন্নোত্তর নিয়ে আলাদা প্রকল্প চালু করা যেতে পারে। (§Ur1.3) তারা বলেন, মানুষ সামাজিক যোগাযোগ ব্যবহার করে বিনোদনের জন্য কিন্তু যখন তাদের তথ্যের প্রয়োজন হয় তখন ঠিকই উইকিপিডিয়াতে চলে আসেন। (§Ur1.6) তবে আমরা কিছু পরিবর্তন করতেই পারি যেমন, অনউইকি চ্যাটিং প্লাটফর্ম। (§Ur1.8) একজন ব্যবহারকারী বলে উইকিপিডিয়া প্রয়োজনীয়তা সবসময়ই থাকবেতবে তিনি আউটরীচ অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে জোরদান করেন। (§Ur1.9)
- ভিয়েতনামী উইকিপিডিয়ার আলোচনা অনুসারে, উইকিপিডিয়া সামাজিক যোগাযোগের মাধ্যমে উৎস হিসেবে ব্যবহার হয়(§Vi1.1) এবং উইকিপিডিয়া সম্প্রতিকালে নিজে নিজে শিখার স্থান নয় অনেকের কাছে।(§Vi1.2)
- উইকিউপাত্তের আলোচনায় (৩ম) তারা বলেন পশ্চিমা নয় এমন প্রকল্পে আলাদা নীতি (§D1.1) ও নির্ভরযোগ্যতা থাকা উচিত। (§D1.2)