কৌশল/উইকিমিডিয়া আন্দোলন/২০১৭/উৎস/চক্র ৩/জুলাই ১৭ থেকে ২৩ পর্যন্ত সারাংশ
এই পাতাটিতে তৃতীয় চক্রের ১০ই জুলাই থেকে ১৬ই জুলাই পর্যন্ত আলোচনার সারাংশ বিদ্যমান। এই পাতায় ব্যবহৃত বিভিন্ন ভাষাকোড সমূহ ইতিমধ্যে বিদ্যমান ভাষা কোড অনুসারেই তৈরি করা হয়েছে। উদাহরণস্বরুপ, আরবী উইকিপিডিয়ার ভাষাকোড হল এআর এবং এই পাতাতে আরবি উইকিপিডিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে এআর। এই প্রতিবেদন তৈরির সময় উক্ত উৎস পাতায় কতটি মন্তব্য রয়েছে এ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য সম্প্রদায় ভিত্তিক সারাংশে মন্তব্যের সংখ্যাও জুড়ে দেওয়া হয়েছে।
প্রথম সপ্তাহের চ্যালেঞ্জ: এই পরিবর্তনশীল বিশ্বে আমাদের সম্প্রদায় ও বিষয়বস্তু কিভাবে খাপ খেতে পারে বলে মনে করেন?
প্রধান বিষয়
আমাদের উইকিমিডিয়ার সব প্রকল্পই পশ্চিমাদের মত করে লিখিত এবং পশ্চিমা ধাঁচের বিশ্বকোষ সারা বিশ্বের সবার জ্ঞান সংগ্রহের আগ্রহ পূরণ করতে পারছে না।
বিশ্বব্যাপী জ্ঞান বিনিময়ের ধরণ পরিবর্তন হয়ে আরও বেশি সামাজিকতা লাভ করেছে।
- উইকিমিডিয়া ইসরায়েলের (৭ম) সদস্যদের আলোচনা অনুসারে, তরুনদের চাওয়া পাওয়ার উপর ভিত্তি করে (§WMIL1.1)উইকিপিডিয়ার বিষয়বস্তুর নকশা প্রণয়ন, বেশি পরিমানে ভিডিও টিউটোরিয়ালে ব্যবস্থা,(§WMIL1.3) বেশি বেশি প্রশিক্ষণ প্রদান (§WMIL1.6) ও শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ বৃদ্ধি করার কথা আলোচনা করেছেন। (§WMIL1.7)
দ্বিতীয় সপ্তাহের চ্যালেঞ্জ: কিভাবে আমরা বিশ্বের সমস্ত জ্ঞান লিপিবদ্ধ করবো যেখানে অধিকাংশগুলোই ঐতিহ্যগতভাবে নিশ্চিত করা যায় না?
প্রধান বিষয়
বিশ্বের অধিকাংশ তথ্যই আমাদের সাইটে লিপিবদ্ধ নেই এবং সেগুলো লিপিবদ্ধ করার জন্য আমাদের বাড়তি কিছু উপায় বের করা উচিত তথ্য নিশ্চিত করার জন্য।
নির্ভরযোগ্য তথ্য আদান প্রদানের ধরণ বিশ্ব পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হবে।
- ফরাসি উইকিপিডিয়ার (৫ম) আলোচনা অনুসারে, তারা মনে করেন উইকিপিডিয়ার বর্তমান নীতিমালাসমূহের বাইরে গিয়ে শুধুমাত্র একটি দলের কথা চিন্তা করে মডেল পরিবর্তন ভালো ফল বয়ে আনবে না। (§Fr1.58)উইকিপিডিয়া মৌখিক সংস্কৃতির উপর ভিত্তি করে তৈরি হয়নি এবং এটা এই সময়ে এসে পরিবর্তনের প্রয়োজন নেই।(§Fr1.60)
- হিব্রু উইকিপিডিয়ার (১ম) আলোচনা অনুসারে তারা মনে করেন, বিশ্বের সব জ্ঞানই ঐতিহ্যগত পন্থা অবলম্বন করেই নথিবদ্ধ করা যায়।(§He1.6)
- ইতালীয় উইকিপিডিয়ার (২ম) আলোচনা অনুসারে, তারা মৌখিক উৎসের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন (§It1.31) এবং এর প্রাপ্যতা নিয়েও আলোচনা করেন।(§It1.34)
তৃতীয় সপ্তাহের চ্যালেঞ্জ: উইকিমিডিয়া ২০৩০ নিয়ে চিন্তা করার সময় আমরা কিভাবে ভুল তথ্যে ছড়াছড়িতে সঠিক তথ্যটি নির্ণয় করতে পারি?
প্রধান বিষয়
ভুল তথ্যের ছড়াছড়ির এই সময়ে উইকিমিডিয়ানরা সঠিক উৎসটি নির্ণয় করতে সমস্যায় পড়তে পারেন।
- বাংলা উইকিপিডিয়ার (৪ম), সম্প্রদায়ের আলোচনা অনুসারে, তারা সরকারি নিবন্ধিত সংবাদপত্রসমূহকে নির্ভরযোগ্য উৎস হিসেবে বিবেচনা করেন(§Bn1.17) এবং এ বিষয়ক একটি নীতিমালা প্রণয়ন করতে বলেন যাতে ব্যবহারকারীরা নীতিমালা বা কমন প্র্যাক্টিসের আলোকে নির্ভরযোগ্য উৎস বের করতে পারেন।(§Bn1.18) একজন ব্যবহারকারী নে করেন এটি নিতান্তই নির্ভর করছে নিবন্ধ প্রণেতার উপর।(§Bn1.20)
- ডাচ উইকিপিডিয়ার (৪ম) আলোচনা অনুসারে তারা মনে করেন, ভুল সংবাদের বিরোদ্ধে লড়াই করা উচিত(§Nl1.2) (§Nl1.4) এবং একজন মনে করেন আমাদের কি লক্ষ্য অর্জন করা উচিত সে বিষয়ে নজর দেওয়া উচিত।(§Nl1.3)
- ফরাসি উইকিপিডিয়ার (১০ম) আলোচনা অনুসারে, উপরের দুটি চ্যালেঞ্জ্য এটার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।(§Fr1.62) উইকিপিডিয়ার দুটি নীতিমালা যদি সঠিকভাবে প্রয়োগ করা হয় তাহলেই ভুল সংবাদ দূর করা যাবে।(§Fr1.68) উইকিপিডিয়ার সাফল্য হল সবাইকে অংশগ্রহণের সুযোগ প্রদান ও গণতান্ত্রিকভাবে মত প্রকাশের স্বাধীনতা দেওয়ার ফলে। (§Fr1.71)
- জার্মান উইকিপিডিয়ানদের মতে (১ম) এই চ্যালেঞ্জ্যের প্রশ্নগুলো কোন অর্থই বহন করে না কারণ en:Wikipedia:Verifiability নামে এগুলো ঠেকানোর জন্য একটি নীতিমালা ইতিমধ্যেই রয়েছে।(§De1.27)
- হিব্রু উইকিপিডিয়ার (৫ম) আলোচনা অনুসারে তারা মনে করেন কৃত্তিম বুদ্ধিমত্তা,(§He1.8) সম্পাদকের স্বাধীনতা ও মান বৃদ্ধির ব্যাপারে জোরদান করা উচিত।(§He1.10) এছাড়াও একাডিমিয়াসহ অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা বৃদ্ধির কথা বলেন।(§He1.11)
- হিন্দি উইকিপিডিয়ার হোয়াটসঅ্যাপ দলের মতে (২ম) আমাদের ভুল তথ্যগুলো ধরতে হবে(§Hi1.16) এবং যেকোন ঘটনার ক্ষেত্রে কমপক্ষে দু-তিনটি উৎস প্রদান করা উচিত। (§Hi1.17)তাদের সাক্ষাতকার অনুসারে (৫ম) তারা বেশি পরিমানে উৎস ব্যবহারের কথা বলেন।(§Hi2.23) যেহেতু সব উৎসই পাক্ষিক নয় সেহেতু আমাদের নির্ভরযোগ্য উৎস অনুসন্ধানে জোরদান করতে হবে।(§Hi2.25)
- ইতালীয় উইকিপিডিয়ার (৩ম) আলোচনা অনুসারে, তারা ভুল সংবাদ নির্ণয় করতে(§It1.32) বিভিন্ন সরঞ্জাম সৃষ্টির কথা বলেছেন(§It1.33) এবং বিভিন্ন সরঞ্জাম উন্নতির মাধ্যমেসেন্সরশীপ দূর করার কথা বলেছেন।(§It1.35)
- পোলিশ উইকিপিডিয়ার (১৮ম) আলোচনা অনুসারে, সম্প্রদায় বিভিন্ন উৎস ব্যবহারের ক্ষেত্রে মান দেখে নেওয়ার ব্যাপারে কথা বলে।(§Pl1.30) একজন ব্যবহারকারী বলেন যে, বিষয়বস্তু হলনাগাদ প্রয়োজন যেগুলো ঐতিহ্যগত হালনাগাদ করা যায় না।(§Pl1.31) এছাড়াও সেসব উৎ নির্ধারনে আর্থিক বিষয়াদিও জড়িত।(§Pl1.32) ফাউন্ডেশন এক্ষেত্রে উইকিপিডিয়ানদের উইকিপিডিয়া লাইব্রেরির মাধ্যমে প্রবেশাধিকার নিশ্চিত করতে পারে।(§Pl1.33) (§Pl1.34)
- স্প্যানীয় উইকিপিডিয়ার আলোচনা অনুসারে (৪ম) তারা ভুল তথ্য (§Es1.11) ও সঠিক তথ্যের ব্যাপারে আলোচনা করেন এছাড়া উইকিসাইট ও উইকিউপাত্তের ব্যাপারে আলোচনা করেন। (§Es1.13) স্প্যানীয় টেলিগ্রাম চ্যাট থেকে প্রাপ্ত তথ্যমতে, (১৪ম) সম্প্রদায় নীতিমালা তৈরির ব্যাপারে কথা বলেন ও কৃত্তিম বুদ্ধিমত্তা সৃষ্টির কথা বলেন। (§Es2.34) তাছাড়া 1Lib1Ref or Annotating All Knowledge (§Es2.33) নিয়ে প্রচারণার ব্যাপারে জোরদান করেন।
- উইকিউপাত্তের আলোচনা অনুসারে (১ম) তারা উৎস ও অন্যান্য তথ্য নিশ্চিত করার জন্য একটি কেন্দ্রীয় সরঞ্জাম রাখার কাঠামোর কথা আলোচনা করেন।(§D1.6)
চ্যালেঞ্জ ৪: বিশ্বব্যাপী তথ্যের বিনিময়, প্রাপ্যতা ও উপস্থাপনা যে হারে পরিবর্তন হচ্ছে, এর সাথে উইকিমিডিয়া প্রকল্প কিভাবে একসাথে চলতে পারে?
প্রধান বিষয়
বিশ্বের সব অঞ্চলেই এই ট্রেন্ডের পরিবর্তন হচ্ছে। উদীয়মান বা মোবাইল ইন্টারনেট ব্যাবহারকারী স্থানসমূহে।
যেসব স্থান অনলাইনের ও মোবাইলের আওতাভূক্ত হচ্ছে সেসব স্থানে মোবাইল বিষয়বস্তু একটি ভালো সুযোগ।
বিশ্বব্যাপী ওয়েবসাইট বা বিভিন্ন বিষয়বস্তু সহজ থেকে কঠিনতর হচ্ছে আবার বিভিন্ন ডিভাইসের মাধ্যমে সেগুলো দ্রুত ছড়িয়ে পরছে। এরমধ্যে রয়েছে কৃত্তিম বুদ্ধিমত্তা, ভার্চুয়াল রিয়ালিটি ইত্যাদি।
- হিন্দি সম্প্রদায়ের সাক্ষাতকার থেকে (৪ম) বুঝা যায়, তারা মোবাইল প্রযুক্তির উপর আরও বেশি পরিমানে টাকা লগ্নি করার কথা বলেছেন(§Hi2.27) যাতে ছবি থেকেও সহজে লেখা আলাদা করা যায়।(§Hi2.28) এছাড়াও তারা গুগল এসিস্টেন ও সিরির মত অন্য প্লাটফর্মগুলোর সাথে সহযোগিতার কথা বলেছেন।(§Hi2.30)
- ইতালীয় উইকিপিডিয়ার (১ম) আলোচনা অনুসারে, তারা ভয়েস এক্টিভেটেড ব্যবস্থা, যান্ত্রিক অনুবাদ ও বানান সংশোধনী করার জন্য প্রয়োজনীয় স্বয়ংক্রিয় ব্যবস্থার উপর আলোচনা করেন।(§It1.36)
- পোলিশ উইকিপিডিয়ার (১ম) আলোচনা অনুসারে, বিষয়বস্তু সমূহ তারা ভিডিও বা মাল্টিমিডিয়া আকারে আরও সমৃদ্ধ দেখতে চায়। (§Pl1.43)