কৌশল/উইকিমিডিয়া আন্দোলন/২০১৭/চক্র ২/রিচ/২০টি বিশেষজ্ঞ সাক্ষাতকার

This page is a translated version of the page Strategy/Wikimedia movement/2017/Cycle 2/Reach/20 expert interviews and the translation is 100% complete.

কয়েক মাসব্যাপী উইকিমিডিয়া ফাউন্ডেশনের বৈশ্বিক রিচ দলের সদস্যরা ভারত, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, মিশর, ব্রাজিল ও মেক্সিকোর ২০ জন বিশেষজ্ঞের সাক্ষাতকার সংগ্রহ করেছেন। বিশেষজ্ঞদের মধ্যে ছিলেন সাংবাদিক, সরকারী কর্মকর্তা, প্রযুক্তি উদ্ভাবক, শিক্ষাবিদ, অলাভজনক সংস্থার নেতা ও আরও অনেকে। নিচে কিছু থিম দেওয়া হল যেগুলো আলোচনা থেকে উঠে এসেছে:

  • তথ্যের আধার: উইকিপিডিয়া সম্পর্কে আলোচনা করার সময় বিশেজ্ঞদের আলোচনায় এটা ফুটে উঠেছে যে, উইকিপিডিয়া ভবিষ্যতে কি করতে পারবে তারচেয়েও গুরুত্বপূর্ণ হল বর্তমানে এটি এমন একটি জ্ঞানের উৎসের আধার যেখানে যে কেউ তথ্য সংগ্রহ করতে পারছেন এবং প্রয়োজন অনুসারে গবেষকরা বা অন্যান্যরা কাজের প্রয়োজনে বাড়তি আরও তথ্য পড়তে পারছেন। সাক্ষাতকারে এটা বিশেষভাবে তুলে ধরা হয়েছে যে, স্থানীয় জ্ঞানগুলো স্থানীয় অবদানকারীদের মাধ্যমে সরবরাহ করার মাধ্যমে তথ্যের নিশ্চয়তা বৃদ্ধি পাচ্ছে।
  • বিষয়বস্তুর মান বৃদ্ধি: এসব বিশেষজ্ঞরা মনে করে উইকিপিডিয়ার বিষয়বস্তুর মান বৃদ্ধির জন্য তিনটি কাজ করা যেতে পারে: ১) কোন বিষয়ে নিরপেক্ষ থাকা, ২) জ্ঞানের শূন্যতা রোধে সব বিষয়ক জ্ঞান বৃদ্ধি করা এবং ৩) বর্তমান বিষয়বস্তুর নির্ভরযোগ্যতা বিশ্বস্থতা ধরে রাখা।
  • মুক্ত জ্ঞানের সমর্থক হিসেবে ভূমিকা: সাধারণ ধারণা হলো উইকিপিডিয়াকে মুক্ত জ্ঞান প্রচারের জন্য নেতৃত্বস্থানীয় সংস্থায় পরিণত হতে হবে। এটি করতে হবে জ্ঞানের বাস্তু সংস্থানে অন্যান্য সংস্থাদের সাথে নিয়ে। উইকিপিডিয়াকে আরও বেশি যোগােোগ বৃদ্ধি করতে হবে। অন্যান্য থিমের মধ্যে উঠে এসেছে উইকিপিডিয়ার তথ্য সমূহের নির্ভরযোগ্যতা। আমাদের জ্ঞানের প্রবেশাধিকারের বাধাসমূহ অনুসন্ধান করে সে অনুসারে ব্যবস্থা গ্রহণ করতে হবে তাহলেই সবার অংশগ্রহণে বিষয়বস্তুর মান বৃদ্ধি পাবে।
  • জ্ঞানের চলমান প্রবৃত্তি: বর্তমান বিশ্বের প্রচলিত কিছু ট্রেন্ড সম্পর্কে যখন প্রশ্ন করা হয় তখন তারা জ্ঞান সম্পর্কিত ট্রেন্ড সম্পর্কে বলেন:
    • (১) ভবিষ্যতে মোবাইল ইন্টারফেইস ব্যবহার বৃদ্ধি পাবে তাই অন্য কোন প্লাটফর্মের জন্য তেরি যেকোন কিছুর প্রয়োজনীয়তা কমে যাবে।
    • (২) মানুষ তথ্য আদান প্রদানের জন্য সামাজিক যোগাযোগ ব্যবহার করবে সুতরাং বর্তমান তথ্য আদানপ্রদানের হার আরও বৃদ্ধি পাবে। সামাজিক যোগাযোগ সাইট যেমন, ফেইসবুক, হুয়াটসঅ্যাপ এবং ইন্সটাগ্রামের মত সাইটগুলোর মাধ্যমে তথ্য আদানপ্রদান হবে।
    • (৩) তরুনরা এই সব পরিবর্তন সাধন করবে। বিশেষজ্ঞরা মনে করে এই বয়েসর তরুনরা ভবিষ্যৎ জ্ঞান বৃদ্ধির জন্য কাজ করবে ও তারা আরও বেশি তথ্য আদান প্রদান করবে।
    • (৪) প্রবেশাধিকার, সচেতনতা ও সামর্থ এই অঞ্চলের জন্য একটি বড় বাধা হিসেবে কাজ করবে।
  • প্রযুক্তি: প্রযুক্তি উইকিপিডিয়াকে কিভাবে সাহায্য করবে এই আলোচনায় বিশেষজ্ঞরা এ ব্যাপারে একমত হয়েছেন যে:
    • (১) স্বয়ংক্রিয়তা বিষয়বস্তু বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
    • (২) শুধুমাত্র লেখনীর মাধ্যমে তথ্য বিতড়ন হ্রাস পাবে তাই ছবি, ভিডিও এবং মৌখিকসহ সব প্রকার জ্ঞানের সরবরাহকারী হিসেবে আমাদের গুরুত্ব দিতে হবে।
    • (৩) এসব মিডিয়া জ্ঞান সমূহ সামাজিক যোগাযোগের অদলে সরবরাহ করার কথাও চিন্তা করা যেতে পারে।
    • (৪) স্মার্টফোন হবে ভবিষ্যত বিশ্বের তথ্য সংগ্রহ করার একটি বড় মাধ্যম (যেখানে তথ্য ও ডাটা মুক্ত হওয়া উচিত)।