সাধারণত প্রতি বছরই নতুন স্টুয়ার্ড নিয়োগ দেওয়া হয়। স্টুয়ার্ডগণ উইকিমিডিয়ার সকল উইকিতে কারিগরী কাজগুলো করেন, এবং তাঁরা এ দায়িত্ব সম্প্রদায়ের সম্মতি ও স্টুয়ার্ড নীতিমালা অনুসারে পালন করে থাকেন। এসকল কাজের মধ্যে আছে
ব্যবহারকারী নাম পরিবর্তন, অ্যাকাউন্টের অপব্যবহার রোধে ব্যবহারকারীর বিশেষ কিছু তথ্য যাচাই করা, এবং এধরনের আরও অনেক কিছু (বিস্তারিত দেখুন)।
প্রার্থীতা জমাদান ১৫ জানুয়ারি ২০১৫, ০০:০০ (UTC) থেকে ২৮ জানুয়ারি ২০১৫, ২৩:৫৯ (UTC) পর্যন্ত চলবে। যতক্ষণ পর্যন্ত নির্বাচন চলবে ততক্ষণ পর্যন্ত প্রার্থীদের প্রশ্ন জিজ্ঞেস করা যাবে।
ভোটগ্রহণ শুরু হবে ০৮ ফেব্রুয়ারি ২০১৫, ১৮:০০ (UTC) সময়ে এবং শেষ হবে ২৮ ফেব্রুয়ারি ২০১৫, ১৭:৫৯ (UTC) সময়ে । প্রার্থীদেরকে অবশ্যই প্রার্থীতার যোগ্যতা পূরণ করতে হবে এবং কমপক্ষে ৩০টি হ্যাঁ–ভোট সহ ৮০% সমর্থণ ভোট লাভ করতে হবে । আপনি পরিসংখ্যান পাতায় নজর রাখার মাধ্যমে সময় যাবার সাথে সাথে ভোটের প্রকৃতি ও ফলাফল জানতে পারবেন।