Training modules/Keeping events safe/slides/affiliates-long-term-groups/bn
যে সব বিষয় মনে রাখা উচিত: অ্যাফিলিয়েট ও দীর্ঘমেয়াদী দলসমূহ
যখন কোন হয়রানির ঘটনাতে কোন অ্যাফিলিয়েট সদস্য যুক্ত থাকেন তখন যদি সেটি সাধারনভাবে নিষপ্তত্তি করা না যায় সেক্ষেত্রে সেটি উইকিমিডিয়া ফাউন্ডেশনে বা নির্দিষ্ট অ্যাফিলিয়েটকে জানানো উচিত। ফাউন্ডেশন হয়রানির মাত্রার উপর নির্ভর করে অভিযোগগুলো পর্যালোচনা সাপেক্ষে সেটির ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়া অভিযোগের ধরণের উপর নির্ভর করে অ্যাফিলিয়েটকেও ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে।
যদি ঘটনার সাথে যুক্ত লোকজন অ্যাফিলিয়েটের সাথে যুক্ত থাকেন সেক্ষেত্রে সেটি অ্যাফকম ও ফাউন্ডেশনকে জানানো উচিত ও সম্ভব হলে অনসাইট সেটির সমাধান করা উচিত। একইভাবে অ্যাফকম বা ফাউন্ডেশন খুব সম্ভবত অন্য কোন অ্যাকশন প্রয়োজন হলে নিতে পারেন।