Training modules/Dealing with online harassment/slides/when-to-contact-the-wikimedia-foundation/bn

হ্যান্ডেলিং প্রতিবেদন: কখন উইকিমিডিয়া ফাউন্ডেশনে যোগাযোগ করা উচিত

ফাউন্ডেশনের ট্রাস্ট এন্ড সেইফ্টি দল এর পূর্বেও গুরুতর হয়রানির অভিযোগ নিয়ে কাজ করেছে এবং অধিকাংশ ক্ষেত্রে যেখানে প্রয়োজন সেখানে ব্যবহারকারীর উপর অফিস ব্যান কার্যকর করা হয়েছে।

এরকম বেশ কিছু বিষয় আছে যেগুলো ফাউন্ডেশনের ট্রাস্ট এন্ড সেইফ্টি দলের কাছে জমা দেওয়া উচিত:

  • জীবনের উপর বা এরকম গুরত্বপূর্ণ বিষয়ে হুমকি হত্যা বা সন্ত্রাসবাদের হুমকি সাথে সাথে ফাউন্ডেশনের emergency@wikimedia.org ইমেইল ঠিকানায় ইমেইল করে জানানো উচিত। আপনি যদি পারেন সেক্ষেত্রে আপনার স্থাণয় কর্তৃপক্ষের সাথেও যোগাযোগ করতে পারেন। সব হুমকিই গুরুত্বের সাথে নিন এবং আপনি যদি কল না করতে পারেন সেক্ষেত্রে ইমার্জেন্সিতে মেইল করুন।
  • হয়রানির গুরুত্বর অভিযোগ: এমন সব হয়রানির অভিযোগ যেখানে আপনি ও আপনার দল বিষয়টি তদন্ত করতে পারছেন না সেখানে ca@wikimedia.org ঠিকানায় মেইল করে অভিযোগ জানাতে পারেন। ট্রাস্ট এন্ড সেইফ্টি দলের সব সদস্যই এই মেইলে আছে সুতরাং আপনাকে সাহায্য করতে পারবেন।