Training modules/Dealing with online harassment/slides/responding-to-questions-from-the-community-or-in-public-venues/bn
কেইসের পর: উন্মুক্ত আলোচনার প্রশ্নের উপর বা সম্প্রদায়কে উত্তর দেওয়া
কোন কোন সময় আপনি যেভাবে চান সেভাবে কেইস শেষ হয় না সুতরাং কোন কোন কেইস শেষ হওয়ার পর আপনাকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে পারে। কিছু কিছু উত্তর বা সেগুলো কিভাবে সমাধান করবেন সেটা এখানে পাবেন। তবে অনেক কিছুই আপনার উপর নির্ভর করছে।
আপনি যদি নির্দিষ্ট একটি একশন না নিতে চান সেক্ষেত্রে আপনি নাও নিতে পারেন অন্যদের এটা নিতে দিন। আপনি যদি মনে করেন যে, এটি করলে পাবলিকলি আপনার উপরও হয়রানি হতে পারে সেক্ষেত্রে দলের অন্য সদস্যকে সেটি করতে দিন।