লোগো, লিফলেট ইংরেজিতে কেন? বাংলাকে প্রাধান্য দেয়া হচ্ছে না কেন?

edit

@Moheen: আমি সমালোচনা না করে পারছি না। এই অনুষ্ঠানটি স্থানীয়ভাবে স্থানীয়দের জন্য আয়োজিত হচ্ছে। তবে লোগো কেন ইংরেজিতে? কোন নীতিতে বলা আছে বাংলাদেশে কোন অনুষ্ঠান হলে লোগো বাংলাতে করা যাবে না? তারপর একটি প্রচারপত্র (লিফলেট) দেখতে পাচ্ছি সেটিও ইংরেজিতে? এখনো অনেক সময় আছে, অনুগ্রহ করে এগুলি বাংলা লোগো, প্রচারপত্র দ্বারা প্রতিস্থাপন করুন। অনুগ্রহ করে ভবিষ্যৎে কোন কিছুর জন্য লোগো ইংরেজি হলে হল, না হলে নাই কিন্তু বাংলা লোগো যেন অবশ্যই থাকে। --আফতাবুজ্জামান (talk) 19:48, 18 April 2019 (UTC)Reply

  Done.   ~Moheen (keep talking) 15:11, 19 April 2019 (UTC)Reply
অনেক অনেক ধন্যবাদ। --আফতাবুজ্জামান (talk) 16:06, 19 April 2019 (UTC)Reply
Return to "Wikicamp Chattogram 2019" page.