Wikimedia chapters/Reports/Wikimedia Bangladesh/2011/bn

উইকিপিডিয়ার ১০ বছর উদযাপন এবং বাংলাদেশি সম্প্রদায়কে উইকিপিডিয়ায় সন্নিবিষ্ট করতে কার্যক্রম পরিচালনা করা হয়। উইকিমিডিয়া বাংলাদেশ বেশ কিছু অনলাইন প্রচারাভিযান এবং অফলাইন প্রচারাভিযান চালায়।

কার্যক্রম প্রতিবেদন: ২০১১ edit

ঢাকায় উইকিপিডিয়ার দশম বার্ষিকীর জন্য উদযাপন edit

ব্লগারদের জন্য উইকিপিডিয়া কর্মশালা

উইকিপিডিয়া কর্মশালা edit

ব্লগার সম্প্রদায়ের জন্য উইকিপিডিয়ার কর্মশালা উইকি ১০ ইভেন্ট একটি অংশ ছিল এবং এটি ৭ জানুয়ারি, শুক্রবারে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ব্লগার সম্প্রদায়ের সদস্যদের একাডেমীভাবে শেখানো, যাদের জ্ঞান ও সুবিধা দুটোই রয়েছে কিভাবে বাংলা ভাষায় ওয়েবে তাদের জ্ঞান প্রকাশ করতে হয় কিন্তু উইকিপিডিয়া সম্পর্কে পুরোপুরি সচেতন নয়, বিশেষ করে বাংলা ভাষায় ক্ষেত্রে, কিভাবে এটি কাজ করে এবং এখানে কাজ করতে হয়। উপরন্তু তারা তাদের ছবি এবং ভিডিও দিয়ে উইকিমিডিয়া কমন্সে অবদান রাখতে আগ্রহী হয়। এই কর্মশালায় প্রায় ৫০ জন অংশগ্রহণ করে।

 
উইকিপিডিয়ার জন্য ঘুড়ি

ঘুড়ি ওড়ানো উৎসব edit

১৪ জানুয়ারি ঢাকায় ঐতিহ্যবাহী ঘুড়ি ওড়ানোর ইভেন্ট ছিল। WMBD'র সদস্যরা এতে উইকিপিডিয়ার মার্কযুক্ত ঘুড়ি নিয়ে অংশগ্রহণ করে। এতে প্রায় ২০-৩০ জন অংশ নিয়েছিল।

উইকিপিডিয়ার জন্মদিনের পার্টি edit

২০১১, ১৫ জানুয়ারিতে আমাদের একটি জন্মদিনের পার্টি ছিল। আমরা আমরা একটি পার্টি কেক এবং চা পানসহকারে তা উদযাপন করি। প্রায় ১০০ জন ব্যক্তি (উইকিপিডিয়ানদের, শুভাকাঙ্খী, সাংবাদিক, অতিথি) এতে উপস্থিত ছিল। এছাড়াও আমরা এই পার্টিতে উইকিপিডিয়ার সম্পর্কে ভিডিও ক্লিপ দেখাই।

গ্যালারি edit

মাইলফলক edit

বাংলাদেশ চ্যাপ্টারের গঠন করার ধারণা শুরু করা হয় ২০০৯ সালে। তারপর থেকে, বাংলাদেশী উইকিমিডিয়াগণ এই লক্ষ্যে নিয়মিত অফলাইন কার্যক্রম চালানো শুরু করেন। এপ্রিল ২০১১ সালে আমরা আনুষ্ঠানিকভাবে উইকিমিডিয়ার চ্যাপ্টার কমিটিকে (বর্তমানে AffCom) আমাদের বাই-ল জমা দেই। এর কয়েক মাস পর, অক্টোবর ৩, ২০১১ তারিখে উইকিমিডিয়ার ট্রাস্টি বোর্ড থেকে চূড়ান্ত অনুমোদন আসে। আমরা উইকিমিডিয়া ফাউন্ডেশনের বোর্ড কর্তৃক অনুমোদিত ৩৯তম অধ্যায় ছিলাম।