উইকিমিডিয়া ফাউন্ডেশন নির্বাচন/২০২৪/ঘোষণা/নির্বাচন ঘোষণা
উইকিমিডিয়া ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ড ২০২৪ নির্বাচন
প্রিয় সবাই,
এই বছর, উইকিমিডিয়া ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ডের ৪জন (চার) সম্প্রদায়-এবং সহযোগী সংস্থার-নির্বাচিত ট্রাস্টির মেয়াদ শেষ হবে।[1] বোর্ড এই বছরের নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে এই আসনগুলো পূরণ করতে উইকিমিডিয়া আন্দোলনের সবাইকে ভোটে অংশ নিতে আমন্ত্রণ জানাচ্ছে।
নির্বাচন কমিটি ফাউন্ডেশন কর্মকর্তাদের সহায়তায় নির্বাচনটি পরিচালনা করবে।[২] বোর্ড নির্বাচন পরিচালনার জন্য একটি কার্যকরী কমিটি গঠন করেছে। এই কমিটির সদস্যগণ ২০২৪ সালের নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এর মধ্যে রয়েছে, দারিউস জেমিলনায়েক, নাতালিয়া তিমকীভ, এসরা আল সাফি, ক্যাথি কোলিন্স এবং সানি ইভানস্টেইন সীগালভ।[৩] এই কমিটির কাজ হলো বোর্ডের পক্ষ থেকে নির্বাচনটি পর্যবেক্ষণ করা এবং বোর্ডকে তথ্য দিয়ে সহায়তা করা। নির্বাচন কমিটি, বোর্ড, স্টাফদের দায়িত্ব সম্পর্কে আরও জানুন এখানে।[৪]
প্রধান পরিকল্পিত তারিখগুলো হলো:
- মে ২০২৪: প্রার্থীতা ও প্রশ্নের আহ্বান
- জুন ২০২৪: ১২জন প্রার্থী বাছাই করতে সহযোগী সংস্থার ভোট (১৫জনের কম প্রার্থী থাকলে এ বাছাই হবে না)[৫]
- জুন-আগস্ট ২০২৪: প্রচারণা
- আগস্টের শেষ / সেপ্টেম্বর ২০২৪-এর শুরু: দুই সপ্তাহ সম্প্রদায়ের ভোটদান
- অক্টোবর-নভেম্বর ২০২৪: নির্বাচিত প্রার্থীদের ব্যাকগ্রাউন্ড পর্যালোচনা
- ডিসেম্বর ২০২৪-এর বোর্ড মিটিং: নতুন ট্রাস্টির দায়িত্ব গ্রহণ
মেটা-উইকিতে ২০২৪ সালের নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে জানুন - এরমধ্যে রয়েছে সময়ক্রম, প্রার্থীতার প্রক্রিয়া, প্রচারণার নিয়ম, ভোটার যোগ্যতা ইত্যাদি। সে অনুসার আপনার পরিকল্পনা করুন।
নির্বাচনী স্বেচ্ছাসেবক
নির্বাচনী স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হয়েও আপনি নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারেন। নির্বাচনী স্বেচ্ছাসেবকগণ নির্বাচন কমিটি ও তাদের সম্প্রদায়ের মধ্যে সেতু হিসেবে কাজ করে। তারা এটা নিশ্চিত করে যাতে তাদের সম্প্রদায় ভোটপ্রদান করতে পারে। মেটা-উইকিতে এ সম্পর্কে আরও জানুন।
শুভেচ্ছান্তে,
দারিউস জেমিলনায়েক (পরিচালনা কমিটির সভাপতি, বোর্ড নির্বাচন কার্যকরী দল)
[২] https://foundation.wikimedia.org/wiki/Committee:Elections_Committee_Charter
[৩] https://foundation.wikimedia.org/wiki/Minutes:2023-08-15#Governance_Committee
[৪] https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Foundation_elections_committee/Roles
[৫] যদিও ৪টি উন্মুক্ত আসনের জন্য আদর্শ প্রার্থির সংখ্যা ১২ জন হলে সবচেয়ে ভালো হবে, কিন্তু ১৫ জনের বেশি প্রার্থী থাকলে বাছাই করার প্রক্রিয়াটি শুরু হবে কারণ ১-৩ জন প্রার্থীকে সরিয়ে দেওয়া হলে তারা বঞ্চিত বোধ করতে পারে এবং এই কাজটি করা সহযোগী সংস্থাগুলোর জন্য চাপ সৃষ্টি করবে।