Training modules/Keeping events safe/slides/who-is-involved-in-keeping-an-event-safe/bn

Outdated translations are marked like this.

বেসিকস: একটি অনুষ্ঠান নিরাপদ রাখতে কারা যুক্ত?

তবে এটা মনে রাখতে হবে যে, কোন একটি অনুষ্ঠানে কোন বিশেষ দল বা ব্যক্তির পাশাপাশি নিজের নিরাপত্তার দিকে নিজেও নজর রাখতে হবে। অনুষ্ঠানে কার কি দায়িত্ব সে সম্পর্কে নিচে একটি ধারণা পাওয়া যাবে:

  • অনুষ্ঠানের আয়োজকরা অনুষ্ঠার পরিকল্পনার সময়ই বিশেষ নিরাপত্তা ও অন্যান্য দিকগুলো পর্যালোচনা করে দেখে সে অনুসারে ব্যবস্থা গ্রহণ করে।
  • হোস্টিং বা অনুদান দিচ্ছে এমন সংস্থা আয়োজকদের মত এমনভাবে অনুষ্ঠান পরিকল্পনায় যুক্ত থাকে না তবে তারা এটা নিশ্চিত করে যে, অনুষ্ঠান চলাকালীন অংশগ্রহণকারীদের কাছ থেকে কি ধরণের আচরণ আশা করা হয় এবং এ সম্পর্কিত বিষয়।
  • ভ্যানু স্টাফ ও নিরাপত্তাকর্মীরা তাদের ভ্যানুতে অনুষ্ঠিত ইভেন্টের সার্বিক নিরাপত্তা দিয়ে থাকে। তারা সাধারণত আয়োজকদের সাথে পরিকল্পনার সময় কাজ করে থাকে এবং তারা এটা নিশ্চিত করে থাকে যে, অংশগ্রহণকারীরা যখন তাদের সীমানায় রয়েছে তখন যাতে তাদের নিরাপত্তা বিধানে কোন ত্রুটি না থাকে।
  • অংশগ্রহণকারীরাও কিছু কিছু ক্ষেত্রে নিজেদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকতে পারেন।