Training modules/Dealing with online harassment/slides/wwyd-closing-a-non-actionable-case/bn

আপনি কি করবেন?: কোন একটি নন-একশনেবল কেইস নিয়ে

এই মডিউলটি আপনি একটি নির্দিষ্ট অবস্থায় কি করবেন সেটি ব্যাখ্যা করেছে। এই অনুচ্ছেদের লক্ষ্য হলো, আপনাকে সঠিক উত্তর দেওয়া নয় বরং আপনি একটি নির্দিষ্ট সময়ে কি বিষয় নিয়ে চিন্তা করছেন এবং সেগুলো কিভাবে ফলাফলকে প্রভাবিত করছে।

কোন একটি হয়রানির অবিযোগে আপনি নিশ্চিত হতে পারলেন না যে, খ নামের ব্যবহারকারী হয়রানি পরিচালনা করেছে যদিও আপনার দলের কয়েকজন সদস্য একমত কিন্তু বাকীরা উত্তর দেয়নি। সেক্ষেত্রে যদি আপনার উপর ব্যবহারকারীর সাথে যোগাযোগের ভার থেকে থাকে সেক্ষেত্রে আপনি অভিযোগকারীকে বললেন যে, যদিও আপনি বুঝতে পারছেন কিন্তু আপনার দল এই ব্যাপারে কোন একশন নিতে পারবে না। আপনি আরও কিছু সহায়তাকারী সংস্থার লিংক দিয়ে দিলেন।

অভিযোগকারী ব্যবহারকারী নিচের পয়েন্টগুলো তুলে ধরে আপনার সিদ্ধান্তের সাথে দ্বিমত পোষণ করলেন।

  1. আমি জানতে চাই ঠিক কোন অভিযোগটি আপনার দল বিশ্বাস করেনি।
  2. আপনার দল হয়ত নিরপেক্ষভাবে ব্যাপারটি খাতিয়ে দেখে নি।

ব্যবহারকারী ক আপনাদের এটাও বললেন যে, যদি আপনার দল এই বিষয়গুলো নিয়ে আর কোন কাজ করতে না চান সেক্ষেত্রে সে অন্য কোন দলের কাছে কেইসটি নিয়ে যাবে এবং তাতে কাজ না হলে পাবলিক মন্তব্যের জন্য বলবে।

আপনি যদি এই অবস্থার সম্মুখীন হন সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার মতামত এখানে রাখুন