Training modules/Dealing with online harassment/slides/where-should-the-documentation-be-stored/bn
প্রতিবেদনের তদন্ত: কোন স্থানে নথি বদ্ধ করে রাখা উচিত?
এই প্রশ্নের উত্তর আপনার দায়িত্বের উপর নির্ভর করে। স্টুয়ার্ড বা আর্বিটরি কমিটি তাদের নিজস্ব ব্যক্তিগত উইকি রয়েছে। অন্যান্য দল সম্ভবত তাদের মেইলিং লিস্ট ব্যবহার করে থাকে এ ধরণের ক্ষেত্রে। সুতরাং হয় আপনার দলের স্থানটি ব্যবহার করুন অথবা নিজেই একটি গোপনীয় স্থানে সেটি নথিবদ্ধ করে রাখুন।
অনউইকি খেলাঘর এ কাজ ব্যবহার করবেন না বা উন্মুক্ত কোন স্থানে এটি নথিবদ্ধ করে রাখবেন না যেখানে সবারই প্রবেশাধিকার রয়েছে। গুগল ডকে এটি নথিবদ্ধ করে রাখতে পারেন তবে বিনিময়ের ক্ষেত্রে সজাগ থাকুন। কোন কোন সময় সেখানে ব্যক্তিগত তথ্য থাকতে পারে সুতরাং সেখান থেক কিছু লিক হলে সেটা দলের জন্য খারাপ ফল বয়ে আনবে।