কৌশল/উইকিমিডিয়া আন্দোলন/২০১৭/আপডেট/প্রথম চক্রের আলোচনা শুরু
আমরা আপনাকে আন্দোলন কৌশল আলোচনায় অংশ নেওয়ার অনুরোধ করছি (এখন থেকে ১৫ এপ্রিল পর্যন্ত)
- এই বার্তা, "আমরা আপনাকে আন্দোলন কৌশল আলোচনায় অংশ নেওয়ার অনুরোধ করছি (এখন থেকে ১৫ এপ্রিল পর্যন্ত)", গ্রেগরি ভারনোম কর্তৃক ২০১৭ সালের ১৫ ও ১৬ই মার্চ বিভিন্ন আলোচনাসভা, অ্যাফিলিয়েট আলাপ পাতা, আন্দোলনের মেইলিং লিস্ট ও গণবার্তা ব্যবহার করে পাঠানো হয়েছিল। একই ধরণের বার্তা নিকোল ইবর কর্তৃক ২০১৭ সালের ১৫ই মার্চ সংগঠিত দলসমূহের বিভিন্ন মেইলিং লিস্টে পাঠানো হয়েছে। বার্তার এই সংস্করণটি নথিভূক্ত ও অনুবাদ করার কাজে ব্যবহার করা যাবে
সুপ্রিয় উইকিমিডিয়ান/উইকিপিডিয়ান:
আজকে আমরা বিশ্বে উইকিমিডিয়ার ভবিষ্যৎ রুল ঠিক করার জন্য এবং সেই রুলটি বাস্তবায়ন করার জন্য একসাথে সম্প্রদায়ব্যাপী আলোচনা শুরু করেছি। আপনাকে আলোচনায় অংশ নেওয়ার জন্য সাদরে আমন্ত্রণ জানাচ্ছি।
আলোচনায় অংশ নেওয়ার বিভিন্ন পন্থা রয়েছে, আপনি ইতিমধ্যে শুরু হওয়া কোন আলোচনায় অংশ নিতে পারেন অথবা নিজেই একটি আলোচনা শুরু করতে পারেন।
ট্র্যাক এ (শুধুমাত্র সংগঠিত দলের জন্য): আপনার অ্যাফিলিয়েট, অন্য কোন কমিটি বা সংগঠিত দলের সাথে আলোচনা (এগুলো হল সংগঠিত দল যারা আন্দোলন পরিচালনা করছে)।
ট্র্যাক বি (সতন্ত্র অবদানকারী): মেটাতে বা আপনার স্থানীয় ভাষায় বা প্রকল্পে।
তিনটি ধাপের আলোচনার এটি প্রথম ধাপ এবং আলোচনা চলবে ১৫ই এপ্রিল পর্যন্ত। প্রথম ধাপের আলোচনার উদ্দেশ্য হল, উইকিমিডিয়া আন্দোলনের ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা ও দিকগুলো পর্যালোচনা করা। পরবর্তী ১৫ বছরে আমরা একসাথে কি গড়তে চাই বা কি অর্জন করতে চাই?
আমরা যেহেতু একসাথে আলোচনা শুরু ও প্রক্রিয়াটি তৈরি করেছি তাই আপনাকেও স্বাগতম ও আমরা বৈচিত্র্যময় অংশগ্রহণ আশা করছি।
বিনীত,
নিকোল ইবর (ট্র্যাক এ লিড), জ্যামি এন্সটি (ট্র্যাক বি লিড), এবং অ্যানগেইজমেন্ট সাপোর্ট দল