Wikimedia chapters/Reports/Wikimedia Bangladesh/2012/bn

৩০ জুন ২০১২, শনিবারে বিকাল ৪:০০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকায় উইকিমিডিয়া বাংলাদেশ সম্প্রদায় একটি উইকি সম্মিলনের আয়োজন করে। এতে ১০ জন উইকিমিডিয়ান অংশগ্রহণ করেন।

কার্যক্রম প্রতিবেদন: ২০১২

edit
দিনাজপুর সম্মিলনের কর্মশালায় অংশগ্রহণকারীরা

উইকিসম্মিলন ঢাকা ১২

edit

উইকিসম্মিলন/কর্মশালা - দিনাজপুর

edit

৮ জুন, শুক্রবারে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত একটি উইকিসম্মিলন/কর্মশালার আয়োজন করে উইকিমিডিয়া বাংলাদেশ সম্প্রদায়। এতে ২৩ জন উইকিমিডিয়ান অংশগ্রহণ করেন।

স্থানীয় নিবন্ধনের জন্য আবেদন

edit

২০১২ মে জয়েন্ট স্টক কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের সঙ্গে নিয়ে WMBD আনুষ্ঠানিকভাবে স্থানীয় নিবন্ধনের জন্য আবেদন জমা দেয়।[1]

বাংলা উইকিপিডিয়া অসম্মেলন ২০১২

edit

বাংলা উইকিপিডিয়া অসম্মেলন ২০১২ উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক আয়োজিত প্রথম বড়-স্তরের, আউটরিচ ইভেন্ট মাপের সম্মেলন। এতে সহযোগী হিসাবে ছিল ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ, চট্টগ্রাম এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। ইভেন্টটি ২ ও ৩ মার্চ ২০১২ সালে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়। এই উন্মুক্ত ইভেন্ট প্রায় ৩০০ জন অংশগ্রহণকারী এবং বিদ্যালয়, কলেজ এবং চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী উপস্থিত ছিল। এই ইভেন্টটি বাংলা ভাষায় সবচেয়ে বড় উইকিমিডিয়া প্রকল্প, বাংলা উইকিপিডিয়াকে প্রচার করতে বাংলা উইকিপিডিয়ার নামে নামকরণ করা হয়েছিল। এই অসম্মেলনের উদ্দেশ্য উইকিপিডিয়া সম্পর্কে জনগণকে সচেতন করা এবং উইকিপিডিয়া সম্পাদনা, উইকিপিডিয়ার ব্যবহার সম্পর্কে তাদের পরিচয় করিয়ে দেয়া, এবং উইকি সংস্কৃতি ও এর সচেতনতা বিকাশ করা।

প্রথম দিন

edit

দ্বিতীয় দিন

edit

টীকা

edit