Wikimedia Foundation elections/Board elections/2011/Vote interface/bn

নির্বাচন ১২ জুন, ২০১১ তারিখে শেষ হয়েছে। আর কোনো ভোট গ্রহণযোগ্য নয়।
গত ১৫ জুন, ২০১১ তারিখে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে
২০১১ বোর্ড নির্বাচন
বিভাগ

Title

edit

উইকিমিডিয়া বোর্ড অফ ট্রাস্টিজ নির্বাচন ২০১১

Jump text

edit

এসপিআই দ্বারা পরিচালিত একটি সার্ভারে নির্বাচনের ভোট গ্রহণ হবে। ভোট সার্ভারে যেতে নিচের বোতামটি ক্লিক করুন।

Introduction

edit

২০১১ সালের উইকিমিডিয়া বোর্ড অফ ট্রাস্টিজ নির্বাচনে আপনাদের স্বাগতম। আমাদের আয়োজিত এই নির্বাচনের মাধ্যমে তিনজন ব্যক্তি নির্বাচিত হবেন এবং যাঁরা বিভিন্ন উইকিমিডিয়া প্রকল্পে ব্যবহারকারী সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করবেন। তাঁরা উইকিমিডিয়া প্রকল্পগুলো ভবিষ্যতে কোন দিকে পরিচালিত হবে, সে বিষয়ক সিদ্ধান্ত নিতে সাহায্য করবেন, এবং তাঁরা তা করবেন ব্যক্তিগত ও দলগত প্রক্রিয়ার মাধ্যমে। এছাড়াও তাঁরা বোর্ড অফ ট্রাস্টিজে আপনার আগ্রহ এবং দাবিগুলোর প্রতিনিধিত্ব করবেন। কিভাবে অর্থের যোগান এবং সংগৃহীত অর্থের যথার্থ প্রয়োগ করা যায় সে বিষয়েও তাঁরা সিদ্ধান্ত নিবেন।

অনুগ্রহপূর্বক ভোট দেওয়ার পূর্বে প্রার্থীদের বক্তব্য এবং প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে পড়ে নিন। প্রত্যেক প্রার্থী ব্যবহারকারীদের প্রতিনিধিত্ব করে, যারা ইতিমধ্যেই তাঁদের মূল্যবান সময়, শ্রম এবং চেষ্টা দ্বারা প্রকল্পগুলোতে মানব জ্ঞানের উন্মুক্ত বিতরণের একটি সুন্দর পরিবেশ তৈরি করতে সাহায্য করেছেন।

আপনি ইচ্ছামত একাধিক প্রার্থীর জন্য ভোট দিতে পারেন। প্রত্যেক পদের জন্য প্রার্থী হিসেবে যিনি সবচেয়ে বেশি ভোট পাবেন তাঁকেই ঐ পদের জন্য বিজয়ী ঘোষণা করা হবে। সমান সংখ্যক ভোট প্রাপ্ত হলে, চূড়ান্ত নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও তথ্যের জন্য, দেখুন: