WMDOC/Wikipedia leaflet/bn

উইকিপিডিয়া কি ?

Important note: When you edit this text, you agree to release your contribution in the public domain. If you don't want this, please don't edit.

উইকিপিডিয়া হচ্ছে ইন্টারনেট ভিত্তিক ও বহুভাষী একটি উন্মুক্ত বিশ্বকোষ। বিশ্বের বিভিন্ন স্থানের লক্ষ লক্ষ স্বেচ্ছাসেবীর সহযোগিতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এই বিশ্বকোষ লিখিত হয়েছে। যে-কেউ এখানে অবদান রাখতে পারেন বা সম্পাদনা করতে পারেন। ইংরেজি উইকিপিডিয়া হচ্ছে উইকিপিডিয়ার সবচেয়ে বড় সংস্করণ যেখানে ৩৫ লক্ষেরও বেশি নিবন্ধ আছে। অপরদিকে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার অনলাইন সংস্করণে নিবন্ধ সংখ্যা প্রায় ১ লক্ষ ২০ হাজার। উইকিপিডিয়ার এই বহুভাষী প্রকল্পটি বর্তমানে ভারতীয় উপমহাদেশের ২০টি ভাষাসহ বিশ্বের প্রায় ২৭৫ ভাষায় চালু রয়েছে। বাংলাও এর একটি। উইকিপিডিয়ার প্রতিটি নিবন্ধই তৈরি হয়েছে একাধিক স্বেচ্ছাসেবকদের স্বপ্রণোদিত ও সমবেত সম্পাদনা প্রক্রিয়ার মাধ্যমে।

“এ পৃথিবীর প্রত্যেকটি মানুষের কাছে, মানসম্পন্ন একটি মুক্ত বিশ্বকোষ তাঁর মাতৃভাষায় পৌঁছে দেবার প্রচেষ্টা হিসেবে এই বহুভাষীক বিশ্বকোষের জন্ম ও ছড়িয়ে পড়া”—উইকিপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস এভাবেই উইকিপিডিয়াকে বর্ণনা করেন। তাই জ্ঞান আহরণে উন্মুখ এমন সবার জন্যই উইকিপিডিয়া একটি আদর্শ স্থানে পরিণত হয়েছে।

উইকিপিডিয়া সারা বিশ্বের স্বেচ্ছাসেবকদের সহায়তামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তৈরি। ইন্টারনেট সংযোগ আছে এমন যে কেউ উইকিপিডিয়ার কোনো নিবন্ধে পরিবর্তন ও তথ্য সংযোজন করতে পারেন। ২০০১ সালে এটির শুরুর পর থেকে এর নিবন্ধ সংখ্যা অবিশ্বাস্য গতিতে বৃদ্ধি পেয়ে চলেছে। এটি এখন বিশ্বের অন্যতম বৃহত্তম তথ্যসূত্র বিষয়ক ওয়েবসাইট। বর্তমানে প্রতি মাসে প্রায় ৪০ কোটিরও বেশি ভিজিটর উইকিপিডিয়ার সাইট দেখেছেন। এখানে সদা-কর্মচঞ্চল অবদানকারীর সংখ্যা ৭৫,০০০-এরও বেশি। যারা ২৬০টিরও বেশি ভাষায়, ১ কোটি ৩০ লক্ষেরও বেশি নিবন্ধের ওপর কাজ করছেন। বর্তমানে বাংলা উইকিপিডিয়ায় নিবন্ধ আছে ২২,০০০-এর বেশি। প্রতিদিন হাজার হাজার থেকে শত শত মানুষ তথ্যসংগ্রহের জন্য উইকিপিডিয়াতে আসেন। তাঁরা গড়ে হাজারে দশটি করে সম্পাদনা করেন, এবং হাজারেরও বেশি নিবন্ধ প্রতিদিন উইকিপিডিয়া নামক এই বিশ্বকোষটিতে সংযুক্ত হয়।

আমি যে নিবন্ধটি লিখতে যাচ্ছি সে বিষয়ে কি আমার যথেষ্ট পরিমাণ জ্ঞান থাকা প্রয়োজন ?

উইকিপিডিয়ায় লিখতে বিশেষ কোনো যোগ্যতার প্রয়োজন নেই। উইকিপিডিয়া হচ্ছে প্রতিষ্ঠিত ও প্রকাশিত জ্ঞানের সংগ্রহশালা, তাই নতুন কোনো গবেষণা (মৌলিক গবেষণা) এখানে প্রকাশ করা যায় না। অর্থাৎ, সকল বয়সের, সকল সমাজের ও সংস্কৃতির মানুষেরাই উইকিপিডিয়ায় লিখতে পারেন। ইন্টারনেট ব্যবহারের সুবিধা থাকলেই, এখানকার বেশির ভাগ নিবন্ধ সম্পাদনা করা যায়। শুধুমাত্র নিবন্ধের ওপরে “সম্পাদনা” ট্যাবে ক্লিক করলেই হবে। সবাইকে এখানে তথ্য যোগ করতে, যাচাইকৃত তথ্যসূত্র যোগ করতে উৎসাহিত করা হয়; যতক্ষণ তাঁরা কাজগুলো উইকিপিডিয়ার প্রচলিত নীতিমালা ও নির্দেশাবলীর ভেতরে থেকে, এবং একটি যথাযথ সৎ আদর্শকে সামনে বাছবিচারহীন তথ্য রাখার স্থান নয়। উইকিপিডিয়া কোনো ওয়েব ডিরেক্টরিও নয়। উইকিপিডিয়া কোনো অভিধান, সংবাদপত্র, বা তথ্যসূত্র বিশিষ্ট ডকুমেন্ট যোগের স্থান নয়। এগুলো নিয়ে লেখার জন্য উইকিপিডিয়ার স্বতন্ত্র সহপ্রকল্প রয়েছে।


Wikimedia Foundation Inc.
200 2nd Ave South, #358
St. Petersburg, FL 33701-4313

If sending donations from outside the United States, please note that an international money order or a check payable in a United States bank would be appreciated, to avoid collection costs. Please do not send currency by mail.