Translations:Movement Charter/Content/Global Council/179/bn

উইকিমিডিয়া আন্দোলন সনদের নতুন খসড়া অধ্যায়গুলি পর্যালোচনা এবং প্রতিক্রিয়ার জন্য উপলব্ধ। এই খসড়াগুলো ব্যাপক প্রচেষ্টার ফল এবং আমরা সেগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আনন্দিত। আলাপ পাতায়, সম্প্রদায়ের কথোপকথনের সময়, বা আসন্ন সম্প্রদায় সম্মেলন এবং ইভেন্টগুলোতে আপনার চিন্তাভাবনা ভাগ করে তাদের উন্নতিতে আমাদের সাহায্য করুন।