Training modules/Keeping events safe/slides/participants/bn
Outdated translations are marked like this.
অনুষ্ঠানের পূর্বে: অংশগ্রহণকারী
- উন্মুক্ত থাকুন। বিভিন্ন দেশের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হোন। কোন একটি বিষয় আপনার দেশে সহনীয় হলেও অন্য দেশে সেটি নাও হতে পারে বিশেষ করে যেখানে অনুষ্ঠানটি সংগঠিত হচ্ছে। যেহেতু আপনি অতিথি তাই স্থানীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত যদিও কখনও আপনি সেটির সিাথে একমত না থাকেন। হয়রানি থেকে মুক্তির সাথে সাথে আপনিও এরমাধ্যমে হয়রানিকারী ব্যক্তি হিসেবে চিহ্নিত হওয়া থেকে বিরত থাকতে পারেন।
- আপনি যে অনুষ্ঠানে যোগদান করছেন সে অনুষ্ঠানের আচরণগত নীতিমালাটি দেখে নিন। এগুলো খুব সম্ভবত স্থান ও কাল ভেদে ভিন্ন হতে পারে। অনুষ্ঠানে অংশগ্রহণের পূর্বেই সে অনুষ্ঠানে কেমন অাচরণ আশা করা হচ্ছে সে সম্পর্কে অবগত থাকাও একটি সুবিধা।
- যেকোন সমস্যার অভিযোগ করতে প্রস্তুত থাকুন। কোন কোন সংস্কৃতিতে হয়রানির অভিযোগ ঠিকভাবে গ্রহণ করা হয়না এবং অভিযোগকারীও অভিযোগ করা থেকে বিরত থাকেন। উইকিমিডিয়ার কোন অনুষ্ঠানে হয়রানি একদম নিষিদ্ধ এবং আপনার প্রতি যেকোন হয়রানি সম্পর্কে অভিযোগ করুন। হয়রানির অভিযোগে কোন লজ্জা নেই এবং আপনার হয়রানির অভিযোগটি গোপনীয়তার সাথে সমাধান করা হবে।
- বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। আপনি যদি কোন সমস্যা দেখতে পান তাহলে তার বিরুদ্ধে কথা বলুন।
- অনুষ্ঠানের আয়োজক দলের সদস্যদের চিহ্নিত করুন যাতে পরবর্তীতে সহজেই তাদের সাথে যোগাযোগ করতে পারেন।