Talk:CIS-A2K/Events/Mini TTT Durgapur 2019/Mouryan
Please share your detailed below, you may share in your native language:
- আমরা আপনাকে বাংলা ভাষায় উত্তর দেওয়ার জন্য উৎসাহিত করছি।
- Tell us about your involvement in your home wiki or the broader Wikimedia movement.
- বাংলা উইকিমিডিয়া প্রকল্প বা উইকিমিডিয়া আন্দোলনে আপনার জড়িত থাকার বিষয়ে আমাদের বলুন।
- A: ২০১৪ সাল থেকে বাংলা উইকিপিডিয়ায় সাধ্যের মধ্যে অবদান রেখে আসছি। বিগত ৪ বছরে চোখের সামনে বাংলা উইকিকে বেশ বদলাতে দেখেছি ও এই পরিবর্ধনের মাঝে নিজেকেও পেয়েছি। অনলাইনে নিবন্ধ সৃষ্টি করা, প্রকল্প পৃষ্ঠা আরম্ভ করা, তথ্যছক বানানো, টেমপ্লেট তৈরী করা, বিভিন্ন সময়ে এডিটাথন আয়োজন করা, অগুনতি নিবন্ধ সম্প্রসারণ করা (ভুল শোধরানো, ভাঙা কোড ঠিক করা, নিবন্ধ পরিষ্কার করা প্রভৃতি) ছাড়াও দুইটি মিট-আপ, প্রবাসে থাকা সত্তেও আপামর পশ্চিমবঙ্গ সম্প্রদায়ের সক্রিয় সাহায্য ও অংশগ্রহণ তথা সিআইএস (টিটো দত্ত দাদা) এর সহযোগিতায় আয়োজন করতে পেরেছিলাম।
- Tell us about your involvement in coming two year.
- উইকিমিডিয়া আন্দোলনে আগামী দুই বছর কি ধরনের কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রাখবেন?
- A: পূর্বের দিনগুলির মতো ভবিষ্যতেও বাংলা উইকিপিডিয়া ও পশ্চিমবঙ্গের উইকিমিডিয়ান ব্যবহারকারী দলের বিভিন্ন আউটরিচ কার্যে শামিল হবো। বাংলা ভাষার বিভিন্ন প্রবাদ ও তার ইংরেজিতে অনুবাদ নিয়ে উইকিঅভিধানে কাজ শুরু করার রূপরেখা আমি বর্তমানে তৈরী করছি। এছাড়াও ত্রিপুরা ও বরাক উপত্যকা সংক্রান্ত বিষয়ে দু' দফায় এডিটাথন আয়োজনের পরিকল্পনা আছে, অদূর ভবিষ্যতেই।
- Please explain in details why are wish to join this event.
- আপনি কেন এই অনুষ্ঠানে যোগ দিতে চান সংক্ষেপে বলুন?।
- A:শেখার অবকাশ আছে তাই প্রধানত এই ইভেন্টটিতে যোগদান করার প্রবল ইচ্ছে। তথা, এই অনুষ্ঠান মারফত বাংলা সম্প্রদায়ের বাকি স্বেচ্ছাসেবীদের সাথে মুখোমুখি হওয়ার, দেখা করার একটি সুবর্ণ সুযোগ পাবো মোটামুটি দেড় বছর পর। নিজের কিছু অভিপ্রায় ও পয়েন্টস্ ও ভাগ করতে চাই, বাকিদের মতামত শুনতে চাই। পশ্চিমবঙ্গের উইকিমিডিয়ান ব্যবহারকারী দলের ভবিষ্যত প্রণালী আলোচনায় যোগ দিতে চাই। সর্বোপরি, সম্প্রদায় আমার কাছ থেকে কি কি আশা করছে সেটা ভীষণভাবেই জানতে আগ্রহী।
- What are your best contributions to Wikimedia, and why?
- উইকিমিডিয়াতে আপনার সেরা অবদান কী এবং কেন?
- A: আমাদের ভাষার উইকিপিডিয়ার ডেপ্থ স্থান বেশ ভালো। অর্থাৎ মানও ভালো হতে বাধ্য (যদিও ডেপ্থ মানের বা গুণের পরিচয় নয়, তবু!) শয় শয় নিবন্ধ আমি পরিষ্কার করেছি; এ-ই আমার শ্রেষ্ঠ অবদান। অল্পসংখ্যক নিবন্ধ তৈরী করে থাকলেও বহু তথ্যছকে লাইসেন্সড চিত্র যোগ করার মাধ্যমে রঙিন করেছি, তথ্য যুক্ত করেছি, ভ্যান্ডালিজম রুখেছি। উইকিপিডিয়া গ্রন্থাগার নিয়ে আলোচনাও আমি এই অনুষ্ঠান উপলক্ষে উত্থাপন করতে চাইবো, উইকিমিডিয়া জগতে কয়েকজন বাইরের দেশের সহযোগীদের সাথে আলাপ থাকার সুবাদে জেনেছি, বুঝেছি যে TWL এর মদতে উচ্চ মানের ও তথ্যপূর্ণ নিবন্ধ তৈরী করা সরল ও সম্ভব।
Start a discussion about CIS-A2K/Events/Mini TTT Durgapur 2019/Mouryan
Talk pages are where people discuss how to make content on Meta the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve CIS-A2K/Events/Mini TTT Durgapur 2019/Mouryan.