কৌশল/উইকিমিডিয়া আন্দোলন/২০১৭/আপডেট/দ্বিতীয় চক্রের আলোচনা শুরু
উইকিমিডিয়া ফাউন্ডেশনের মূল ও কার্যকরী কৌশলী দল প্রথম পর্বের আলোচনা থেকে প্রাপ্ত ১৮০০-এর বেশি থিমেটিক মন্তব্য পর্যালোচনা করে সেগুলোর প্রতিবেদন প্রকাশ করেছে। তারা এই আলোচনাগুলো থেকে ৫টি থিম নির্ধারণ করেছেন যেগুলো প্রায় সব সম্প্রদায়ের আলোচনাতেই উঠে এসেছে। এগুলো সর্বশেষ কৌশলী থিম মন্তব্য নয় তবে আলোচনা করার জন্য প্রধান কিছু ধারণা।
এই ৫টি থিমের উপর চলমান আলোচনায় অনলাইনে বা অফলাইনে বিতর্ক করতে আপনাকে স্বাগতম। এই পর্বের আলোচনাটি এখন থেকে জুনের ১২ তারিখ পর্যন্ত চলবে। আপনি এই ৫টির যেকোনটির উপর মতামত দিতে পারেন তবে আমরা আপনাকে আপনার জন্য সবচেয়ে উপযুক্ত থিমটির উপর মন্তব্য করতে অনুরোধ করছি।
এখানে ৫টি থিম মন্তব্য পাবেন, প্রতিটি থিমের জন্য মেটা উইকিতে আরও বিস্তারিত রয়েছে। এছাড়াও আপনি পাবেন কিভাবে প্রতিটি থিমের আলোচনা অংশ নিতে পারেন।
- স্বাস্থ্যকর, সর্বব্যাপী সম্প্রদায়
- উদ্দীপিত সময়
- একটি সত্যিকারের বৈশ্বিক আন্দোলন
- জ্ঞানের সর্বাধিক স্বীকৃত উৎস
- জ্ঞানের বাস্তুতন্ত্রে জড়িত হওয়া
মেটা উইকির আন্দোলন কৌশল পাতায় আপনি এই থিমসমূহ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ও কিভাবে অংশগ্রহণ করবেন সেটিও জানতে পারবেন।
মিডিয়াউইকি বার্তা প্রদান সরঞ্জাম ব্যবহার করে বার্তাটি উইকিমিডিয়া ফাউন্ডেশন কর্তৃক প্রদান করা হয়েছে • Please help translate to your language • সাহায্য