প্রজেক্ট কড়িকাঠ

This page is a translated version of the page Project Korikath and the translation is 95% complete.
প্রজেক্ট কড়িকাঠ
Contact
contact@korikath.org

প্রজেক্ট কড়িকাঠ প্রধানত কমন্সের মাধ্যমে মিডিয়া সরবরাহ করে উইকিমিডিয়া আন্দোলনে অবদান রাখার উপর জোর দেয়৷ আমরা পরবর্তীতে আমাদের কার্যক্রম উইকিউপাত্তে সম্প্রসারণ করবো। নিঃসন্দেহে আমাদের কর্মের প্রাথমিক উদ্দেশ্যের অন্তর্ভুক্ত হলো উইকিমিডিয়া কমন্সে থাকা সকল স্থান, স্থাপনা ও স্মৃতিস্তম্ভ। উইকিপিডিয়ায় অনেক নিবন্ধ রয়েছে যেখানে চিত্রের প্রয়োজন, কিন্তু সেসব নিবন্ধগুলো খুব জনপ্রিয় না হওয়ায় সেসবের ছবি খুব একটা আপলোড করা হয়না। আমরা সেসব শূন্যস্থান পূরণের জন্য এই প্রকল্প শুরু করেছি। আমাদের প্রকল্পের প্রারম্ভিক লক্ষ্যবিন্দু হলো স্থান, স্মৃতিস্তম্ভ ও ভূ-চিহ্ন। যদিও আমরা সময়ের সাথে সাথে প্রত্যেক ভৌগলিক ভূ-চিহ্নে আমাদের কাজ সম্প্রসারণ করবো।

Logo of Project Korikath in solidarity with the people of Gaza.

আমরা সবার জন্য কমন্সে তাদের এলাকার ছবি সাধারণ ক্যামেরা যুক্ত স্মার্টফোন ব্যবহার করে আপলোড করার সুবিধা করে দিতে চাই।

আমাদের মিশন হলো যে প্রত্যেক স্থানীয় জায়গার উইকিমিডিয়া বিষয়ের সম্পর্কিত চিত্র নিশ্চিত করা। আমরা কিছু উদ্যোমী তরুণ স্বেচ্ছাসেবক নিয়ে আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি।

পরিকল্পনা

আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে দুটি পথ গ্রহণ করছি৷ আমরা প্রথমে আলোকচিত্রবিদ্যা, গবেষণা ও দলিল ব্যবস্থাপনায় অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে একটি আলোকচিত্রী দল তৈরি করছি। এই দলের সাহায্যে আমরা সব স্থানে, বিশেষত ঢাকায় ফটোওয়াকের আয়োজন করছি। আমরা অগ্রাধিকার ভিত্তিতে একটি তালিকা তৈরির পূর্বে প্রথমে সম্পূর্ণ ঢাকাকে ব্যবস্থাপনাযোগ্য বিভাগে ভাগ করছি। তারপর অগ্রাধিকার অনুসারে আমরা ফটোওয়াকের আয়োজন করছি।

প্রকল্পে জনসাধারণকে অন্তর্ভুক্ত করাও আমাদের অন্যতম কৌশল। আমরা তাদেরকে কমন্সের সাথে পরিচয় করিয়ে দিয়ে নূন্যতম প্রশিক্ষণ ও সাহায্য করবো। আমরা শিক্ষাপ্রতিষ্ঠান, দল ও সংগঠনের উদ্দেশ্যে অনলাইন ও অফলাইন কর্মশালা আয়োজনের পরিকল্পনা করছি। নবাগতদের আন্দোলনের পথে অব্যাহত রাখার জন্য তাদের কাছে এই অভিজ্ঞতা সহজতর করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ সাহায্য করবো। বিভিন্ন বিষয়ের জন্য আমরা মাসিক বা বার্ষিক প্রতিযোগিতার আয়োজন করবো৷ এইভাবে আমরা একই সময়ে অভিজ্ঞ আলোকচিত্রীদের আকৃষ্ট করতে পারবো।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

এই প্রকল্পের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের প্রতিদিনকার জীবনের সাথে যুক্ত স্মৃতিস্তম্ভ, স্থাপনা ও স্থানগুলো প্রদর্শন করতে চাই। "কড়িকাঠ" শব্দটির অর্থ ঘরের ছাদের ভার ধরে রাখার জন্য স্থাপিত আড়াআড়ি কাঠের টুকরো, যেটিকে আমরা প্রতীক হিসেবে নিয়েছি। নামটি আমাদের সীমাবদ্ধ জায়গার বাইরে গিয়ে ও পৃথিবীকে ভ্রমণ করার পাশাপাশি উইকিমিডিয়া কমন্সের ন্যায় উন্মুক্ত উৎসের মাধ্যম সংগ্রস্থলে অবদানের অভিযানে অংশ নেওয়ার মাধ্যমে পৃথিবীর অধিবাসীদের সাহায্য করতে বলে।

এই প্রকল্পের জন্য নির্বাচিত মূল লক্ষ্য হচ্ছে:

  • বিভিন্ন দেশের স্মৃতিস্তম্ভ বা ভূ-চিহ্ন সম্পর্কিত যেসব নিবন্ধে ছবি নেই সেসব নিবন্ধের উপযুক্ত ছবি তোলা ও বসানো;
  • বিভিন্ন দেশের স্মৃতিস্তম্ভ বা ভূ-চিহ্ন সম্পর্কিত যেসব নিবন্ধে উন্নতমানের ছবি প্রয়োজন সেসব নিবন্ধের উত্তম ছবি তোলা ও বসানো;
  • উচ্চমানের ছবি যুক্ত করে বিশ্বব্যাপী স্বল্প পরিচিত স্থাপনাগুলোকে প্রচার করা;
  • উইকিমিডিয়া কমন্সে নবাগতদের জন্য বন্ধুত্বপূর্ণ পরিবেশের নীতিমালা অনুসরণ করে তাদের জন্য বন্ধুত্বপূর্ণ কাজের পরিবেশ প্রদান করা।
  • Utilizing media files in Wikipedia and other wikimedia projects.

বর্তমান লক্ষ্য

  • প্রকল্পের জন্য লোগো তৈরি করা। Ifteebd10 (talk) 13:05, 25 September 2022 (UTC)[reply]
    •   সম্পন্ন লোগো তৈরি হয়ে গেছে, ধন্যবাদ। Ifteebd10 (আলাপ) ২০:১০, ১৪ নভেম্বর ২০২২ (ইউটিসি)
  • একাধিক পরীক্ষামূলক ফটোওয়াক পরিকল্পনা ও বাস্তবায়ন করা। -- -Wasiul Bahar (আলাপ) ১১:৪৪, ৩০ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)

ধাপ ১

প্রারম্ভিক ধাপে আমরা দক্ষিণ ঢাকায় কার্যক্রম পরিচালনা করছি। এই ধাপে আমরা প্রকল্পটির ব্যয়ভার, সামর্থ্য, রসদ, প্রভাব ও অন্যান্য বিষয়াদি নির্ধারণ করার চেষ্টা চালাচ্ছি। একই পতাকাতলে নতুন ও তরুণ কমন্স অবদানকারীদের আনার চেষ্টা স্বরূপ আমরা একাধিক ফটোওয়াক পরিকল্পনা ও পরিচালনা করছি। আয়োজকরাই এই ধাপের সব ব্যয়ভার বহন করছে। আমরা এই প্লাটফর্মে তরুণ বাংলাদেশী আলোকচিত্রীদের সংগঠিত করার চেষ্টা করছি যা সাধারণভাবে একটি আলোকচিত্র প্রকল্পের পাশাপাশি জটিল সমস্যার ফলে স্থানীয় আন্দোলনের অভাবে রয়েছে। এই ধাপের ফলাফল মূল্যায়নের পরে, আমরা প্রকল্পটির ভবিষ্যত নির্ধারণ করবো।

এছাড়া আমরা এই ধাপে প্রকল্পটির অবকাঠামো তৈরি করতে কাজ করছি।

লক্ষ্যসমূহ:

  • অন্তত ১০টি ফটোওয়াকের আয়োজন করা।
  • ১০০০+ ছবি আপলোড করা।
    •   সম্পন্ন যেহেতু আমরা আমাদের প্রারম্ভিক লক্ষ্যে পৌঁছে গেছি, এখন আমরা আরো ১০০০+ আপলোড করার চেষ্টা করবো। -Wasiul Bahar (আলাপ) ১৪:০৭, ২০ নভেম্বর ২০২২ (ইউটিসি)
  • কমন্সে ১০ জন নতুন অবদানকারীকে সম্পৃক্ত করা।
    •   সম্পন্ন আমরা ১০+ নতুন অবদানকারীকে অন্তর্ভুক্ত করেছি ও আমরা তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। আমরা আরো অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি। -Wasiul Bahar (আলাপ) ১৪:৩২, ২০ নভেম্বর ২০২২ (ইউটিসি)
  • উইকিপিডিয়ায় ৩০০+ চিত্র ব্যবহার করা।
  • অবদানকারীদের জন্য অন্তত ৩টি অনলাইন প্রশিক্ষণ অধিবেশনের আয়োজন করা।


এই ধাপে আমাদের উদ্যোগ:

  • ফটোওয়াক করা

চিত্রের জন্য অনুরোধ

ঢাকা বা এর পার্শ্ববর্তী এলাকার ছবির অভাব কমন্সে থাকলে আলাপ পাতায় বা নিচের বোতামে ক্লিক করে অনুগ্রহপূর্বক আমাদের জানান। জানানোর পরে, আমাদের আলোকচিত্রী দল নির্বাচিত স্থানের ছবি তুলে কমন্সে আপলোড করবে।

চিত্রের জন্য অনুরোধ করুন