এনডিইসি উইকিমিডিয়া বুটক্যাম্প ২০২২/সময়সূচী
মূল অনুষ্ঠানের সময়সূচী: অনুষ্ঠানটি দুটি প্রধান অংশে বিভক্ত।
- ২১/০৫/২০২২ - ২৭/০৫/২০২২: ধারাবাহিক কর্মশালা
- ২৮/০৫/২০২২ - ০৬/০৬/২০২২: প্রায়োগিক কার্যক্রম
- বিস্তারিত সময়সূচী;
- ২১/০৫/২০২২: ১ম কর্মশালা (উইকিমিডিয়া আন্দোলনের সাধারণ পাঠ)
- ২২/০৫/২০২২, ২৩/০৫/২০২২: কর্মশালায় প্রদত্ত পঠন সামগ্রী পর্যালোচনা করার জন্য বিরতি
- ২৪/০৫/২০২২: ২য় কর্মশালা (উইকিমিডিয়া প্রকল্পে অবদান রাখার সাধারণ নিয়মাবলী)
- ২৫/০৫/২০২২, ২৬/০৫/২০২২: অংশগ্রহণকারীদের পঠন সামগ্রী পর্যালোচনা এবং বাড়ির কাজ করার জন্য বিরতি
- ২৭/০৫/২০২২: ৩য় কর্মশালা (এডিটাথনে অংশগ্রহণ সম্পর্কিত নিয়মাবলী)
- ২৮/০৫/২০২২ - ০৬/০৬/২০২২: এডিটাথনে (প্রায়োগিক কার্যক্রম হিসাবে)ː এডিটাথনে অংশগ্রহণকারীদের ইংরেজি উইকিপিডিয়া থেকে বাংলা উইকিপিডিয়াতে নিবন্ধ (৩০০ শব্দের বেশি নয়) অনুবাদ করতে হবে। আয়োজক দল নিবন্ধ তালিকা প্রদান করবে। যে কেউ এডিটাথনে অবদান রাখতে পারেন তবে পুরস্কারের জন্য যোগ্য বিবেচিত হতে হলে একজন প্রতিযোগীকে অবশ্যই নটরডেম কলেজ, ঢাকা ব্যাচ ২৩-এর ছাত্র হতে হবে।