আন্দোলন সনদ/প্রতিনিধি কর্মসূচি
আন্দোলন সনদের প্রতিনিধি কর্মসূচি এই লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে যাতে প্রত্যেকের মতামত জানা যায়, বিশেষ করে স্বল্প পরিচিত সম্প্রদায়গুলোর কাছ থেকে, এবং যাতে তারা আন্দোলন সনদের সম্প্রদায় পর্যালোচনা প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে।
আন্দোলন সনদের প্রতিনিধিরা হলেন এমন কিছু ব্যক্তি বা গোষ্ঠী যারা তাদের সম্প্রদায়গুলো সম্প্রদায় পর্যালোচনা প্রক্রিয়ার সাথে জড়িত রয়েছে কিনা, আন্দোলন সনদের বিষয়বস্তু সম্পূর্ণরূপে বুঝতে পারছে কিনা তা নিশ্চিত করতে এবং সম্প্রদায়কে সহজেই তাদের প্রতিক্রিয়া জানাতে সহায়তা করে।
ভূমিকা ও অঙ্গীকার
আন্দোলন সনদের প্রতিনিধিরা বিভিন্ন ভাবে সাহায্য করতে পারেন:
- সম্প্রদায়ের সাথে আলোচনা সংগঠিত করা (অনলাইন/অফলাইন), তাদের প্রতিক্রিয়া সংগ্রহ করা, এবং মেটা-উইকিতে প্রতিবেদন দাখিল করা।
- নিজ সম্প্রদায়ের ভাষায় আন্দোলন সনদের প্রাপ্যতা নিশ্চিত করতে এটি অনুবাদ করা।
- সম্প্রদায়ের মধ্যে আন্দোলন সনদ সম্পর্কিত ঘোষণাগুলো বিতরণ করা।
আন্দোলন সনদ প্রতিনিধি যেসব বিষয়ে অঙ্গীকারবদ্ধ:
- সর্বজনীন আচরণবিধি মেনে চলা;
- নিজ সম্প্রদায়ের মধ্যে অন্তত একটি আলোচনা সভা সংগঠিত করা; এবং
- আলোচনাকালে সংগৃহীত সম্প্রদায়ের প্রতিক্রিয়ার প্রতিবেদন দাখিল করা।
আজই আমাদের সঙ্গে যুক্ত হোন!
সম্প্রদায়ের সাথে জড়িত হতে আন্দোলন সনদ প্রতিনিধিগণের সময় এবং প্রচেষ্টাকে সহযোগিতা করার জন্য অর্থায়নের ব্যবস্থা রয়েছে। অনুদানের জন্য কীভাবে আবেদন করবেন সে সম্পর্কে এখানে আরও বিস্তারিত রয়েছে। আপনার যদি কোনো প্রক্রিয়াদি বা অনুদানের আবেদনে সাহায্যের প্রয়োজন হয়, অনুগ্রহ করে আমাদের strategy2030 wikimedia org ঠিকানায় একটি ইমেইল পাঠান।