প্রজেক্ট কড়িকাঠ

This page is a translated version of the page Project Korikath and the translation is 67% complete.
Outdated translations are marked like this.
Logo of Project Korikath in solidarity with the people of Gaza.

Project Korikath is a Wikimedia-based project working to bridge the knowledge gap in the open knowledge ecosystem of the Wikimedia movement in various formats. Especially, we work with visual knowledge by donating images in Wikimedia commons and utilising those in various projects of wikimedia. Under this project, the members identify places and monuments in their locality with Wikipedia entries that don't have quality images and do photowalks personally to provide those Wikipedia entries with images.

প্রজেক্ট কড়িকাঠ প্রধানত কমন্সের মাধ্যমে মিডিয়া সরবরাহ করে উইকিমিডিয়া আন্দোলনে অবদান রাখার উপর জোর দেয়৷ আমরা পরবর্তীতে আমাদের কার্যক্রম উইকিউপাত্তে সম্প্রসারণ করবো। নিঃসন্দেহে আমাদের কর্মের প্রাথমিক উদ্দেশ্যের অন্তর্ভুক্ত হলো উইকিমিডিয়া কমন্সে থাকা সকল স্থান, স্থাপনা ও স্মৃতিস্তম্ভ। উইকিপিডিয়ায় অনেক নিবন্ধ রয়েছে যেখানে চিত্রের প্রয়োজন, কিন্তু সেসব নিবন্ধগুলো খুব জনপ্রিয় না হওয়ায় সেসবের ছবি খুব একটা আপলোড করা হয়না। আমরা সেসব শূন্যস্থান পূরণের জন্য এই প্রকল্প শুরু করেছি। আমাদের প্রকল্পের প্রারম্ভিক লক্ষ্যবিন্দু হলো স্থান, স্মৃতিস্তম্ভ ও ভূ-চিহ্ন। যদিও আমরা সময়ের সাথে সাথে প্রত্যেক ভৌগলিক ভূ-চিহ্নে আমাদের কাজ সম্প্রসারণ করবো।

আমরা সবার জন্য কমন্সে তাদের এলাকার ছবি সাধারণ ক্যামেরা যুক্ত স্মার্টফোন ব্যবহার করে আপলোড করার সুবিধা করে দিতে চাই।

Currently, we are working in 12+ countries with 100+ volunteers in various domains of open knowledge.

আমাদের মিশন হলো যে প্রত্যেক স্থানীয় জায়গার উইকিমিডিয়া বিষয়ের সম্পর্কিত চিত্র নিশ্চিত করা। আমরা কিছু উদ্যোমী তরুণ স্বেচ্ছাসেবক নিয়ে আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি।

পরিকল্পনা


We are using two approaches to reach our goal. We have created a photography team with individuals who have expertise in photography, research, and documentation. With the help of this team, we are conducting Photowalks to cover our target scope.

প্রকল্পে জনসাধারণকে অন্তর্ভুক্ত করাও আমাদের অন্যতম কৌশল। আমরা তাদেরকে কমন্সের সাথে পরিচয় করিয়ে দিয়ে নূন্যতম প্রশিক্ষণ ও সাহায্য করবো। আমরা শিক্ষাপ্রতিষ্ঠান, দল ও সংগঠনের উদ্দেশ্যে অনলাইন ও অফলাইন কর্মশালা আয়োজনের পরিকল্পনা করছি। নবাগতদের আন্দোলনের পথে অব্যাহত রাখার জন্য তাদের কাছে এই অভিজ্ঞতা সহজতর করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ সাহায্য করবো। বিভিন্ন বিষয়ের জন্য আমরা মাসিক বা বার্ষিক প্রতিযোগিতার আয়োজন করবো৷ এইভাবে আমরা একই সময়ে অভিজ্ঞ আলোকচিত্রীদের আকৃষ্ট করতে পারবো।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

এই প্রকল্পের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের প্রতিদিনকার জীবনের সাথে যুক্ত স্মৃতিস্তম্ভ, স্থাপনা ও স্থানগুলো প্রদর্শন করতে চাই। "কড়িকাঠ" শব্দটির অর্থ ঘরের ছাদের ভার ধরে রাখার জন্য স্থাপিত আড়াআড়ি কাঠের টুকরো, যেটিকে আমরা প্রতীক হিসেবে নিয়েছি। নামটি আমাদের সীমাবদ্ধ জায়গার বাইরে গিয়ে ও পৃথিবীকে ভ্রমণ করার পাশাপাশি উইকিমিডিয়া কমন্সের ন্যায় উন্মুক্ত উৎসের মাধ্যম সংগ্রস্থলে অবদানের অভিযানে অংশ নেওয়ার মাধ্যমে পৃথিবীর অধিবাসীদের সাহায্য করতে বলে।

এই প্রকল্পের জন্য নির্বাচিত মূল লক্ষ্য হচ্ছে:

  • বিভিন্ন দেশের স্মৃতিস্তম্ভ বা ভূ-চিহ্ন সম্পর্কিত যেসব নিবন্ধে ছবি নেই সেসব নিবন্ধের উপযুক্ত ছবি তোলা ও বসানো;
  • বিভিন্ন দেশের স্মৃতিস্তম্ভ বা ভূ-চিহ্ন সম্পর্কিত যেসব নিবন্ধে উন্নতমানের ছবি প্রয়োজন সেসব নিবন্ধের উত্তম ছবি তোলা ও বসানো;
  • উচ্চমানের ছবি যুক্ত করে বিশ্বব্যাপী স্বল্প পরিচিত স্থাপনাগুলোকে প্রচার করা;
  • উইকিমিডিয়া কমন্সে নবাগতদের জন্য বন্ধুত্বপূর্ণ পরিবেশের নীতিমালা অনুসরণ করে তাদের জন্য বন্ধুত্বপূর্ণ কাজের পরিবেশ প্রদান করা।
  • Utilizing media files in Wikipedia and other wikimedia projects.

চিত্রের জন্য অনুরোধ

ঢাকা বা এর পার্শ্ববর্তী এলাকার ছবির অভাব কমন্সে থাকলে আলাপ পাতায় বা নিচের বোতামে ক্লিক করে অনুগ্রহপূর্বক আমাদের জানান। জানানোর পরে, আমাদের আলোকচিত্রী দল নির্বাচিত স্থানের ছবি তুলে কমন্সে আপলোড করবে।

চিত্রের জন্য অনুরোধ করুন